টুকরো খবর |
বক্সিং ও দৌড়ে নয়া রেকর্ড যোরহাটের পুলিশকর্মীর
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মাত্র একটা গিনেস রেকর্ড তাঁকে মোটেই খুশি করতে পারেনি, বরং খিদেটাকে আরও বাড়িয়ে তুলেছে। দৌড়ে নজির গড়ে ক্ষান্ত হননি যোরহাটের কনস্টেবল অভিজিৎ বরুয়া। গত কাল, বক্সিং-এ রেকর্ড গড়লেন তিনি। আজ দৌড়, সাইকেল চালানো মিলিয়ে, আরও একটি অভিনব রেকর্ড গড়ে ফেললেন। অসম পুলিশের মুষ্টিযোদ্ধা, কিকবক্সিং চ্যাম্পিয়ন অভিজিৎ বরুয়া একের পর এক নজির গড়ছেন দৌড়বীর হিসেবে। গত বছর ছিল, অপরাধের বিরুদ্ধে ২০০ কিলোমিটার দৌড়। নাম তুলেছেন লিমকা বুক অফ ওয়র্ল্ড রেকর্ডস্-এ। এই বছর জানুয়ারি মাসে, খালি পায়ে ১৫৬.২ কিলোমিটার দৌড়ে গিনেস বুকে নাম তুলে ফেলেন তিনি। গতকাল, যোরহাট স্টেডিয়ামে এক মিনিটের মধ্যে ৩২৯ বারবন্ধু জয়ন্ত তামুলির হাতে আটকানো বক্সিং প্যাডে ঘুষি চালান অভিজিৎ। এটি একটি লিমকা ও ইন্ডিয়া বুক রেকর্ড। এই ঘটনার সাক্ষী ছিলেন, ইন্ডিয়া বুক অফ রেকর্ডের প্রতিনিধি রিংকি তোমর, লিমকা বুক অফ রেকর্ডস্-এর প্রতিনিধি ভি এস মূর্তি ও এশিয়া বুক অফ রেকড্র্সএর তরফে অঙ্কিতা বরঠাকুর। দেশীয় ও এশীয় রেকর্ড গড়ার পরেতিনি একই কাজ করতে চান লন্ডনে গিয়ে। আজ অভিজিৎ ‘মাল্টিপ্ল কনজিকিউটিভ’ ইভেন্ট বা একাদিক্রমে নানাবিধ করসতের নজির গড়লেন। কেমন ছিল সেই সব করসত? অসমে শান্তি ফেরানোর বাণী সঙ্গে নিয়ে যোরহাট থেকে প্রথমে টানা ৪ ঘণ্টা দৌড়ান অভিজিৎ। ফের যোরহাটমুখী সাইকেল চালান টানা তিন ঘণ্টা। তারপর, পিঠে ৪০ কিলো বালির বস্তা নিয়ে দৌড়ান ২০০ মিটার। পরবর্তী কাজ ২০ বার ওঠ-বস ও ২০ বার বুক ডন। শেষে অভিজিৎ ২০০ মিটার খালি পায়ে দৌড়োলেন। অভিজিৎ-এর এই কসরৎ নথিভুক্ত হল।
|
আই লিগে প্রথম হার পৈলানের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগে প্রথম হারের মুখ দেখল পৈলান অ্যারোজ। বৃহস্পতিবার যুবভারতীতে পুণে এফসি-র কাছে আর্থার পাপাসের দলের হার ০-২ গোলে। ডেরেক পেরিরার দলের দুই গোলদাতা কর্মা সিওয়াং ও সুভাষ সিংহ। পরপর দু’ম্যাচে ইস্টবেঙ্গল এবং চার্চিল ব্রাদার্সের কাছে হারের পর এ দিন শুরু থেকেই হোলিচরণ নার্জারিদের চেপে ধরেন আরাতা, জেমস মোগারা। দুটি গোলের ক্ষেত্রেই বল বাড়িয়েছিলেন দক্ষিণ সুদান থেকে ভারতে খেলতে আসা মোগা। আজকের পর পাঁচ ম্যাচে নয় পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকায় তৃতীয় স্থানে উঠে এল পুণের দলটি। সমসংখ্যক ম্যাচে পৈলান অ্যারোজের পয়েন্ট আট। তারা রয়েছে পাঁচে। গোয়ান ডার্বিতে সালগাওকরকে ২-১ গোলে হারিয়ে লিগ তালিকায় শীর্ষে চলে গেল চার্চিল ব্রাদার্স। সুভাষ ভৌমিকের দলের গোলদাতা বেটো এবং হেনরি। সালগাওকরের হয়ে ব্যবধান কমান সন রুনি। পাঁচ ম্যাচে চার্চিলের পয়েন্ট ১২। অন্য ম্যাচে, লিগে প্রথম জয় পেল মুম্বই এফসি। পুণের মাঠে গোয়ার স্পোর্টিং ক্লুব-কে তারা হারিয়েছে ৩-২ গোলে।
|
শনিবার আই লিগে
প্রয়াগ ইউনাইটেড : সিকিম ইউনাইটেড (যুবভারতী, ২-০০),
এয়ার ইন্ডিয়া : ইস্টবেঙ্গল (পুণে ২-৩০)
ডেম্পো : লাজং এফসি (মারগাও, ৬-০০)।
|
পেশাদার লিগের ভাবনা আইএফএ-র
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা লিগ চালাতে গিয়ে নাজেহাল আইএফএ পরের মরসুমে লিগের পরিকাঠামো পাল্টাতে চাইছে। গোয়ার ঢঙে পেশাদার লিগ চালু করে কমাতে চাইছে দলের সংখ্যা। সেক্ষেত্রে ১৯-এর জায়গায় খেলবে ১২ দল। কমবে ম্যাচও। কলকাতার তিন আই লিগ দলের সঙ্গে এ বারের লিগ টেবিলের প্রথম ন’দলকে পি লিগে সুযোগ দেওয়া হবে। ১৬ ক্লাবের জোট জানিয়ে দিয়েছে ৩১ জানুয়ারির পর চলতি কলকাতা লিগে খেলবে না। সমস্যা সমাধানে শনিবার বিকেল পাঁচটায় সভা ডেকেছে আইএফএ। সেখানে পেশাদার লিগের প্রস্তাব পেশ করা হতে পারে। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “যা করব ক্লাবের সঙ্গে আলোচনা করেই করব। গোয়ার মতো কম দল নিয়ে পেশাদার লিগ চালু হলে তাড়াতাড়ি টুর্নামেন্ট শেষও হবে।” ছোট দলগুলি যাতে স্পনসর পায় সে জন্যই প্রিমিয়ার লিগে দলের সংখ্যা বাড়িয়ে ১৯ করেছিল আইএফএ। কিন্তু ময়দানের তিন ঘেরা মাঠ লিগের শুরু থেকেই দীর্ঘ দিন বন্ধ থাকায় (ইস্টবেঙ্গল মাঠ পাওয়া গিয়েছে কয়েক দিন আগে) সমস্যা তৈরি হয়েছে। মাঝেমধ্যেই পুলিশ খেলা বন্ধ করে দিচ্ছে নানা কারণ দেখিয়ে। ফলে সাত-আট মাস ধরে লিগ চালাতে হচ্ছে। এতে ছোট দলগুলো নানা সমস্যায় পড়ছে। আইএফএ সচিব বললেন, “মাঠ না পেলে আমরা কী করব ক্লাবগুলিই বলে দিক।”
|
ক্রীড়াসংস্কৃতি আনতে হবে, বলছেন দ্রাবিড়
সংবাদসংস্থা • ভুবনেশ্বর |
|
ভূবনেশ্বরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে দ্রাবিড়। ছবি: পিটিআই |
শুধু খেলার ফলাফলটাই সব নয়। আমাদের দেশের উচিত খেলাধুলো ও ফিটনেসের সংস্কৃতি তৈরি করা। ভুবনেশ্বরে এক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন প্রাক্তন জাতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটের ‘ওয়াল’-এর কথায়, “আমরা ফলাফল নিয়ে বড়ই চিন্তিত থাকি। আর মেতে থাকি মধ্যমানের প্রতিভা নিয়ে।” দ্রাবিড় আরও বলেন, “ফলাফল পাওয়ার সবচেয়ে ভাল রাস্তা হল স্কোর নিয়ে না ভাবা। কারণ ওটা সব সময় নিজের হাতে থাকে না। নিজের হাতে যেটা থাকে তা হল পারফরম্যান্স এবং প্রস্তুতি পর্ব।” সঠিক ক্রীড়া সংস্কৃতি থেকেই ভাল ক্রীড়াবিদ তৈরি হতে পারে বলে অভিমত তাঁর। বিশ্বের জন্যসংখ্যার প্রায় ৩০ শতাংশ ভারতে থাকলেও খেলাধুলোর জগতে ভারতের কৃতিত্ব খুব বেশি নয়। এর কারণ হিসেবে দ্রাবিড় উল্লেখ করেছেন খেলাধুলোর জগতে অনিশ্চয়তার কথা। বলেন, “খুব সাহসী বাবা-মা তাঁদের ছেলেমেয়েকে স্কুল ছাড়ার পর খেলাধুলোকে বেছে নিতে দেন।”
|
বিশ্ব মিটের শেষ চারে মহেশ-বোপান্না
সংবাদসংস্থা • লন্ডন |
|
শেষ চারে উঠে। ছবি: এএফপি |
রাদেক স্টেপানেককে নিয়ে লিয়েন্ডার পেজ আগেই সেমিফাইনালে উঠেছিলেন। শনিবার এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস-এর ডাবলস সেমিফাইনালে উঠলেন মহেশ ভূপতি-রোহন বোপান্নাও। খাঁটি ভারতীয় জুটির বিশ্ব টেনিস মিটের শেষ চারে ওঠা এআইটিএ-র বিরুদ্ধেও তাঁদের জয়। কারণ দু’জনেই ২০১৪-র জুন পর্যন্ত দেশের হয়ে খেলা থেকে নির্বাসিত। কিন্তু ডেভিস কাপে যে তাঁদের অপরিহার্যতা এখনও রয়েছে সেটা সাংহাইয়ের পর ফের বিশ্বের দ্বিতীয় সেরা ডাবলস জুটি ম্যাক্স মির্নি-ড্যানিয়েল নেস্টরকে তীব্র লড়াইয়ে ৭-৬ (৭-৫), ৬-৭ (৫-৭), ১-০ (১০-৫) হারিয়ে প্রমাণ করে দিলেন দুই বেঙ্গালুরুয়ান। তাৎপর্যের, পরের মরসুমে এটিপি ট্যুরে কানাডার নেস্টরই মহেশের নতুন পার্টনার। শনিবার অন্য গ্রুপে লিয়েন্ডারদের লড়াই ব্রায়ান ভাইদের সঙ্গে। এই ম্যাচের ফলের উপর নির্ভর করবে মরসুমের শেষ টুর্নামেন্টে শেষ চারে লি বনাম হেশ হবে কি না।
|
পেলে হয়তো ফের শহরে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
৩৫ বছর পর দ্বিতীয় বারের জন্য কলকাতায় আসতে পারেন পেলে। ৮ ডিসেম্বর দুঙ্গার টিম ব্রাজিল মাস্টার্স বনাম ক্রীড়ামন্ত্রী অল স্টার একাদশ ম্যাচে অতিথি করে আনার চেষ্টা হচ্ছে ফুটবল সম্রাটকে।
তবে ক্রীড়ামন্ত্রী মদন মিত্র অবশ্য বলছেন, “পেলের আসার ব্যাপারে এখনও কোনও সবুজ-সংকেত মেলেনি।” পেলে সম্মতি জানালেও পেলের ছেলে সংগঠকদের ই-মেল করে জানিয়েছেন, তাঁর বাবার কলকাতায় আসা নির্ভর করছে ডাক্তারের উপর। হাঁটুতে চোট রয়েছে পেলের। সুস্থ হলে তবেই মিলবে ডাক্তারের ছাড়পত্র। রেনে হিগুইতা কালীপুজোর আগের দিন শহরে আসছেন ওই ম্যাচের প্রচারে। শাহরুখ খানকে অল স্টারের অধিনায়ক করা হতে পারে। তবে ওই সময়ে নিরাপত্তাজনিত জটিলতা রয়েছে শহরে। ইডেনে ভারত-ইংল্যান্ড টেস্ট চলবে। ৯ ডিসেম্বর আই লিগে মোহনবাগান-ইস্টবেঙ্গল বড় ম্যাচ যুবভারতীতে।
|
উচ্চতার কাছে হেরেছি: মেসি
নিজস্ব প্রতিবেদন |
সেল্টিকের কাছে হারের জন্য দায়ী স্কটিশদের উচ্চতা! এই দাবি করেছেন লিওনেল মেসি। স্কটিশ ক্লাব সেল্টিকের কাছে চ্যাম্পিয়ন্স লিগে ১-২ হারে অবশ্য বিচলিত নন মেসি। বার্সা এখনও গ্রুপ শীর্ষে। সেল্টিকের থেকে দু’পয়েন্টে এগিয়ে। সেল্টিক ভক্তরা যতই আনন্দে থাকুন, মেসি মনে করেন স্কটরা তাদের হারাল স্রেফ উচ্চতার জোরে। ফুটবল দক্ষতায় নয়। “ওরা ভাগ্যবান। আমাদের কাছে লজ্জার হলেও কিছু করার ছিল না। ম্যাচে আমরা সব কিছু করেছি। শুধু ওদের টপকে গোলটা করতে পারিনি,” বলেছেন মেসি। আর্জেন্তিনীয় মহাতারকার ব্যাখ্যা, “প্রথম গোলটা সেল্টিক পেল কর্নারে। সেটা ওদের উচ্চতার জন্যই। ন্যু কাম্পে প্রথম লেগেও ওরা এ ভাবেই গোল করেছিল। আর দ্বিতীয় গোলটা খেলাম নিজেদের ভুলে। আর প্রথম গোলের পরেই ওরা রক্ষণ একেবারে জমাট করে দিয়েছিল।” তবে এলএম টেনের বক্তব্য, “আমরা গ্রুপে এখনও এক নম্বরে। অনেকটাই নিশ্চিন্ত। তবে এই ম্যাচে আমার গোল গুরুত্বপূর্ণ ছিল না। আরও গোল করব আর গুরুত্বপূর্ণ অনেক জয় পাব যা আমার ছেলেকে উৎসর্গ করতে পারব।”
|
দুমিনির চোটে সমস্যায় স্মিথরা
সংবাদসংস্থা • ব্রিসবেন |
উলুনগাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ ভাল শুরু করেও দক্ষিণ আফ্রিকা শিবিরে প্রথম দিনের শেষে গুমোট ভাব। হাসিম আমলা (৯০ নঃআঃ) ও জাক কালিস (৮৪ নঃআঃ) জোড়া সেঞ্চুরির মুখে, ২৫৫-২ তুলে গ্রেম স্মিথের দলও প্রথম ইনিংসে বড় রানের দিকে। কিন্তু এখনও না নেমে জেপি দুমিনিকে সিরিজ থেকেই চোটের কারণে ছিটকে যেতে হল। এ দিন খেলার শেষে প্রোটিয়াদের যখন মাঠের ভেতর ওয়ার্ম ডাউন পর্ব চলছে, তখন রাগবি বল নিয়ে স্প্রিন্ট দৌড়তে গিয়ে বাঁ পায়ের গোড়ালির অ্যাচিলিস টেন্ডনে গুরুতর চোট পান দুমিনি। শনিবারই অস্ত্রোপচার। এবং তিন থেকে ছ’মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে। সেক্ষেত্রে এপ্রিলের গোড়ায় শুরু আইপিএল সিক্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতেও দুমিনিকে কয়েকটা ম্যাচ না দেখার আশঙ্কা থাকছে। আপাতত অবশ্য দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে সমস্যায়। একে তো তারা বাকি চার দিনের জন্য দশ জন হয়ে গেল। তার উপর দুমিনিই ছিল এই ম্যাচে তাদের একমাত্র স্পিনার-কাম অলরাউন্ডার। ব্রিসবেনে চার পেসার খেলাতে গিয়ে বিশেষজ্ঞ স্পিনার ইমরান তাহিরকে বাদ দিয়েছে। এখন চতুর্থ ইনিংসে যখন অস্ট্রেলিয়া ব্যাট করবে, স্মিথের হাতে স্পিনারই থাকবে না। |
|