উত্তরবঙ্গ |
পুলিশ লাইনে সরানো হল অভিযুক্ত
মহিলা এসআই-সহ ৩ জনকে |
নিজস্ব সংবাদদাতা, মালদহ: চোর সন্দেহে পরিচিত এক যুবককে থানায় ডেকে পিটিয়ে মারার অভিযোগে ইংরেজবাজার থানার এক মহিলা সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে খুনের মামলা রুজু করল পুলিশ। গত ২৩ জুলাই গয়না চুরির অভিযোগে থানায় তুলে এনে এক যুবককে মারধরের অভিযোগ রয়েছে ওই এসআই-এরে বিরুদ্ধে। ওই রাতেই মেডিক্যাল কলেজে ওই যুবক মারা যান। মঙ্গলবার মুখ্যবিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট পীযূষ কুমার দাস মৃত যুবকের মায়ের আবেদনের ভিত্তিতে ইংরেজবাজার থানার আইসিকে খুনের মামলা রুজুর নির্দেশ দেন। |
|
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: ভারত সঞ্চার নিগমের বেহাল পরিষেবার জন্য বিপাকে পড়েছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ায় এক দিকে নিয়মিত রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রাখা সম্ভব হচ্ছে না। অন্য দিকে সরকারি তথ্য নথিভুক্ত করা ও আদান-প্রদানের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “একমাস থেকে ওই পরিস্থিতি চলছে। প্রশাসনের কাজকর্ম সচল রাখতে সমস্যা হচ্ছে। কয়েকদিন আগে বিএসএনএল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানানো হয়েছে। |
মাসভর বেহাল
বিএসএনএল |
|
দুর্ভোগের ৭ দিন |
|
ডিলারের বিরুদ্ধে অভিযোগের
তদন্তে খাদ্য সরবরাহ দফতর |
ছাত্রী প্রহারে
ক্ষুব্ধ ছাত্রেরা |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
ব্লক হবে, আশায়
বানারহাট |
নিলয় দাস, বানারহাট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলা ভাগে উদ্যোগী হতে পৃথক ব্লকের মর্যাদার আশায় বুক বেঁধেছেন ডুয়ার্সের বানারহাট এলাকার বাসিন্দারা। তাঁরা মনে করছেন আলিপুরদুয়ারকে পৃথক জেলায় উন্নিত করার কাজ শেষ হলে বানারহাট ব্লকের স্বীকৃতি পাবে। ঘুচবে দীর্ঘ যন্ত্রণা। যদিও প্রশাসনের কর্তারা ওই বিষয়ে স্পষ্ট কিছু জানাতে রাজি হননি। মহকুমা শাসক সাগর চক্রবর্তী বলেন, “আপাতত শুধুমাত্র জেলা ভাগ নিয়ে কথা হয়েছে। ব্লক ভাগের বিষয়টি এখনও আসেনি। তবে কোনও এলাকার বাসিন্দারা পৃথক ব্লকের দাবি জানালে কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।” |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: শহরে ত্রিফলা আলো লাগানো নিয়ে এ বার প্রশ্ন তুলে তদন্ত দাবি করল পুরসভার বিরোধী দল বামেরা। বুধবার শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্তের সঙ্গে দেখা করে তারা ওই দাবি জানান। অভিযোগ, সম্প্রতি শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে পুর এলাকায় হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোড, বর্ধমান রোডের ধারে ওই আলো লাগানো হয়েছে কোনও রকম টেন্ডার প্রক্রিয়া না মেনেই। তা ছাড়া শহরে আলো লাগানো নিয়ে পুর কর্তৃপক্ষকে কিছু জানানো হয়নি। |
ত্রিফলা আলো নিয়ে
তদন্তের দাবি বামেদের |
|
শিলিগুড়ি কমিশনারেট নিয়ে সন্দিহান রাহুল সিংহ |
|
টুকরো খবর |
|
|
চিত্র সংবাদ |
|
|