বরাদ্দ চিনি উপভোক্তাদের না দিয়ে বাজারে বিক্রির অভিযোগ উঠল এক রেশন ডিলারের বিরুদ্ধে। মালদহের হরিশ্চন্দ্রপুরের ভগবানপুরের ঘটনা। মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের ওই অভিযোগ পেয়ে খাদ্য সরবরাহ দফতরের পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে ব্লক প্রশাসন। ক্ষোভের আঁচ পেয়ে রেশন ডিলার বাজার থেকে চিনি কিনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ। ঘটনাটি টের পেয়ে বাসিন্দারা ওই চিনি আটক করে বিক্ষোভ দেখায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে ৩ কুইন্টাল চিনি বাজেয়াপ্ত করে। হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বিডিও সজল তামাং বলেন, “বাসিন্দাদের অভিযোগ পেয়েছি। রেশন ডিলারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” হরিশ্চন্দ্রপুর-১ ব্লক খাদ্য সরবরাহ আধিকারিক সুভাষ দাস বলেন, “অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে” স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ভগবানপুরে ৬৪ নম্বর রেশন দোকানের মালিক মালের হোসেন চিনি বরাদ্দ হয়নি বলে উপভোক্তাদের জানান। কিন্তু উপভোক্তারা খোঁজ নিয়ে জানতে পারেন, রমজান মাসের জন্য চিনি বরাদ্দ হয়েছে। ডিলারকে তা বলার পরেও গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরে ক্ষুব্ধ বাসিন্দারা গত শনিবার রেশন দোকানে বিক্ষোভ দেখায়। তাঁদের অভিযোগ, ওই দিন বিকাল নাগদ রেশন ডিলার একটি ভ্যানে চাপিয়ে ৩ কুইন্ট্যাল চিনি নিয়ে যাওয়ার সময় তাঁরা আটক করেন। বিষয়টি মৌখিকভাবে খাদ্য সরবরাহ দফতরকে জানিয়ে লাভ হয়নি। মঙ্গলবার বিকালে তাঁরা লিখিতভাবে বিডিওকে ঘটনার কথা জানান। অভিযুক্ত ডিলার মালেক হোসেন অবশ্য বাসিন্দাদের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। রাস্তা দিয়ে কোথায় চিনির বস্তা নিয়ে যাওয়া হচ্ছিল সেটা জানি না। অথচ সেটা আমার বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। চিনির বরাদ্দ পেয়ে উপভোক্তাদের দেওয়া হয়েছে।” |