তড়িদাহত হয়ে শ্রমিকের মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
তড়িদাহত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার উকিলপাড়া এলাকায়। পুলিশ জানায়, মৃতার নাম সুমিত্রা বর্মন (৪৫)। তাঁর বাড়ি রায়গঞ্জের বরুয়া গ্রাম পঞ্চায়েতের শীতগ্রাম এলাকায়। ওই ঘটনায় জখম হয়েছেন জোনাকি বর্মন নামে আরেক নির্মাণ শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিন সুমিত্রা দেবী উকিলপাড়া এলাকায় একটি বহুতল নির্মাণের কাজে রাজমিস্ত্রির সহায়ক হিসেবে কাজ করছিলেন। সেইসময় আচমকা তড়িদাহত হন তিনি। তাঁকে বাঁচাতে গিয়ে জোনাকি দেবীও তড়িদাহত হন। আশঙ্কাজনক অবস্থায় এরপর তাঁদের রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সুমিত্রা দেবীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ জানিয়েছে, নির্মাণ কাজে ব্যবহারের জন্য নির্মীয়মাণ ওই বহুতলে একটি ঢালাইয়ের মশলা তৈরির মেশিন বিদ্যুতের মাধ্যমে চালানো হচ্ছিল। সেখান থেকেই কোনও কারণে সর্ট সার্কিটের জেরে ওই দুই মহিলা তড়িদাহত হন।
|
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকা, গয়না ছিনতাই-র ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে গোয়ালপোখরে সিন্ধ এলাকার তিস্তা ক্যানেলের উপর ঘটনাটি ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম ভৈরব দাস। তাঁর সাহাপুর এলাকায় মোটর বাইক বিক্রির শোরুম এবং কাশিয়াবাড়ি মোড়ে পেট্রোল পাম্প রয়েছে। রাতে স্ত্রী সঙ্গে নিয়ে বাড়িতে ফেরার সময় ক্যানেলের উপর ৫ দুষ্কৃতী তাঁর গাড়িটি দাঁড় করায়।
|
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
এক শিক্ষককের কাছ থেকে জোর করে টাকা আদায় এবং মারধরের ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্ত দুই জনকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে চোপড়ায় ঘটনাটি ঘটেছে। গত সোমবার চোপড়া থানার দাসপাড়া এফপি (সকাল) স্কুলের প্রধান শিক্ষক মমতাজ আলির কাছে ৫ হাজার টাকা দাবি করার অভিযোগ ওঠে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। টাকা না পেয়ে অভিযুক্তরা ওই শিক্ষককে মারধর করেন বলেও অভিযোগ। শিক্ষককে হাসপাতালে ভর্তি করানো হয়। ধৃতদের নাম মুক্তার আলি ও মহম্মদ সাইফুল।
|
বাড়ির পাশে রেল লাইনে খেলা করার সময় ট্রেনে কাটা পড়ে দু’বছরের শিশুর মৃত্যু হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের কুমেদপুর স্টেশনের অদূরে ধোনিপাড়া এলাকায় বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। মৃতের নাম পিন্টু আলি। বাড়ির সামনেই রেল লাইনের ধারে খেলার সময় লাইনে উঠে পড়ে সে। ওই সময় মালদহ-কাটিহার ট্রেনে কাটা পড়ে যায় শিশুটি। |