কোচবিহারে তোর্সার ভাঙনে বিপন্ন মধুপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। সোমবার রাত থেকে
মধুপুর গ্রাম পঞ্চায়েতের চন্দনচূড়া এলাকায় ভাঙন শুরু হয়েছে। মঙ্গলবারও তা অব্যাহত ছিল।
গ্রামের একটি রাস্তা নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। ১০ বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়েছে।
অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে গ্রাম নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা
রয়েছে। সেচ বিভাগের কোচবিহারের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জীব সরকার বলেন, “বোল্ডার দিয়ে ভাঙন ঠেকানোর কাজ শুরুর প্রক্রিয়া চলছে।” ছবি: হিমাংশুরঞ্জন দেব। |