থানায় আসা নিরক্ষরদের অভিযোগপত্র লিখে দেওয়ার কাজে যুক্ত যুবককে গয়না চুরির অভিযোগে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় মালদহের ইংরেজবাজার থানায় ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম পিকি দাস (২৭)। তাঁর বাড়ি থানার কাছেই বালুচর এলাকায়। থানায় অসুস্থ হওয়ার পরে রাত পৌনে ৮টা নাগাদ পিকিকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ১টা নাগাদ তাঁর মৃত্যু হয়। পিকির মা সন্ধ্যা দেবীর অভিযোগ, থানা লাগোয়া পুলিশ আবাসনের এক মহিলা অফিসারের ঘর থেকে গয়না চুরির অভিযোগে পিকিকে মারধর করায় তাঁর মৃত্যু হয়েছে। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “ওই যুবক থানায় যাতায়াত করতেন। থানার সকলের সঙ্গেই সুসম্পর্ক ছিল। ওঁর বিরুদ্ধে গয়না চুরির অভিযোগ ওঠায় সোমবার সন্ধ্যায় ওঁকে থানা থেকে ডেকে পাঠানো হয়। থানার গাড়িতেই পিকি আসে। সন্ধ্যা সানে ৭টা নাগাদ পিকি থানায় ঢোকে। চুরির ব্যাপারে কিছু জানে কি না প্রশ্ন করতেই পিকি জানিয়ে দেন, তিনি মদের সঙ্গে বিষ খেয়েছেন। সঙ্গে সঙ্গে পিকিকে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।” ১ জুলাই শিপ্রা রায় নামে এক জন মহিলা এসআইয়ের কোয়ার্টার থেকে কয়েক লক্ষ টাকার গয়না চুরি হয়।
|
বেহাল রাস্তা, লোডশেডিং সমস্যা মেটানোর দাবিতে দিনহাটা-২ ব্লকের সাতটি এলাকায় দিনভর অবরোধ করে বিক্ষোভ দেখাল ফরওয়ার্ড ব্লক। মঙ্গলবার সকাল ১০টা থেকে নিগমনগর, ঘাটপাড়, বালিকা, বামনহাট, চৌধুরীহাট ও নটকোবাড়ি চৌপথি এলাকায় অবরোধ শুরু হয়। দিনহাটা থেকে বামনহাট, চৌধুরীহাট ও শুকারুরকুঠী রুটে যানচলাচল বন্ধ হয়ে যায়। দিনভর চরম ভোগান্তি পোহাতে হয় নিত্যযাত্রীদের। বিকাল ৪টা নাগাদ প্রশাসন, পূর্ত ও বিদ্যুৎ দফতরের কর্তাদের সঙ্গে আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হয়। অভিযোগ, ব্লকের প্রায় ১৫০ কিমি এলাকায় বিদ্যুৎ সরবরাহের একটি মাত্র ‘ফিডার লাইন’ রয়েছে। |