উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
পুলিশকর্তার বিরুদ্ধেই দুর্ব্যবহারের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পক্ষপাতমূলক আচরণ ও দুর্ব্যবহারের অভিযোগ উঠল খোদ বিধাননগরের
পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলা সিটু নেতৃত্ব আইনশৃঙ্খলা-সহ
একাধিক বিষয়ে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিতে যান। সেখানেই এমন ঘটে বলে অভিযোগ।
অভিযোগ অস্বীকার করেছেন কমিশনার। এ দিন সিটু নেতা-কর্মীরা প্রথমে পুলিশ কমিশনারের কাছে
স্মারকলিপি দেন, পরে পাঁচ নম্বর সেক্টরে সমাবেশ করেন। তাঁদের অভিযোগ, স্মারকলিপি দেওয়ার
সময়ে কমিশনারের সঙ্গে বচসা হয়। সিটু নেতৃত্বকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন কমিশনার। |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
ছাত্র অন্তর্ধানে খুনের নালিশ বন্ধুদের নামে |
|
দেবাশিস দাশ, কলকাতা: মাকে বলেছিলেন, “অফিস যাচ্ছি।” সাত দিন হয়ে গেল, আর খোঁজ নেই হাওড়ার এক তরুণের। কলেজে পড়তেন, চাকরিও করতেন তিনি। তাঁর অন্তর্ধানের ঘটনাকে কেন্দ্র করে রহস্য ক্রমেই দানা বাঁধছে। ওই ছাত্রের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। এবং এক তরুণীকে ঘিরে ত্রিকোণ প্রেমের দ্বন্দ্বেই এই খুন। খুনের পিছনে রয়েছে বান্টিরই কয়েক জন বন্ধু। যাঁদের দিকে সন্দেহের তর্জনী, সেই বন্ধুরা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, গঙ্গায় স্নান করতে নেমে ডুবে গিয়েছেন ওই তরুণ। |
|
কিশোর খুনে ধৃত দুই, অভিযুক্তদের বাড়িতে হামলা |
নিজস্ব সংবাদদাতা, রিষড়া: দাদার উপরে ‘প্রতিশোধ’ নিতে স্কুলপড়ুয়া ভাইকে খুনের অভিযোগ উঠল তিন প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায় জনতা। মারধর করা হয় এক জনকে। খুনে জড়িত অভিযোগে দ্বাদশ শ্রেণির এক ছাত্র-সহ দু’জনকে ধরেছে পুলিশ।
পুলিশ জানায়, মহম্মদ ইসলাম ওরফে রাজা (১২) নামে ওই কিশোরের বাড়ি রিষড়ার আর কে রোডে। শনিবার থেকে নিখোঁজ ছিল রিষড়া অঞ্জুমান হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্র। ওই রাতেই শ্রীরামপুর থানায় ডায়েরি করেছিলেন বাড়ির লোকজন। কিন্তু খোঁজ মেলেনি। |
|
|
|
অধ্যক্ষের যাওয়া রুখতে
এককাট্টা পড়ুয়া-শিক্ষকেরা |
|
‘অকেজো’ হাওড়া ও বালি
পুরসভা, অভিযোগ পুরমন্ত্রীর |
আরামবাগের গ্রামে
প্রহৃত পাঁচ তৃণমূল কর্মী |
|
টুকরো খবর |
|
|