এক কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। পুলিশ কুকুর আনার দাবিতে মঙ্গলবার রাত পর্যন্ত দেহ আটকে রাখেন গ্রামবাসী। পুলিশ জানায়, এ দিন হরিপালের বাঁশরি গ্রামের একটি ঝোপের মধ্যে থেকে বিরাজমোহিনী গোবরআড়া বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রী আদুরি বাউড়ির দেহ মেলে। কোনও পোশাক ছিল না। গ্রামে উত্তেজনা ছড়ায়। হরিপাল থানার ওসি বঙ্কিম বিশ্বাস, স্থানীয় বিধায়ক বেচারাম মান্না এলাকায় আসেন। পরে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার অমিতাভ বর্মা, এসডিপিও (চন্দননগর) সৈকত ঘোষও যান। রাত ৮টা নাগাদ পুলিশ কুকুর এলে ঘেরাও ওঠে। দেহ ময়না-তদন্তে পাঠায় পুলিশ। তদন্তকারীদের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়। অমিতাভবাবু বলেন, “সব সম্ভাবনার কথা মাথায় রেখে তদন্ত হচ্ছে।” পুলিশ জানায়, আদুরি এ দিন দুপুরে বাসন মাজতে পুকুরে গিয়েছিল। পরে তার দেহ মেলে। গ্রামবাসী লাল্টু পাত্রের দাবি, পশ্চিম গোপীনাথপুর পঞ্চায়েতের এক সদস্যের ভাইপোকে ঘটনাস্থল থেকে ছুটে পালিয়ে যেতে দেখা গিয়েছে। ওই সদস্য এবং তাঁর ভাইপো বেপাত্তা। বিধায়কের দাবি, “ওই যুবক মেয়েটিকে উত্ত্যক্ত করতেন।”
|
শব দাহ করে বাড়ি ফেরার পথে ট্রাক্টর উল্টে মৃত্যু হল দু’জনের। সোমবার রাতে ঘটনাটি ঘটে মগরার হোয়েরায় ডিভিসি লক গেটের কাছে। পুলিশ জানায়, মৃতদের নাম কার্তিক মুর্মু (৩০) ও দামু মুর্মুূ (৫০)। অন্য দিকে, মঙ্গলবার মাধবডিহির বুলচণ্ডপুরে ট্রাকের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম বড়ুয়া তেওয়ারি (৫৯)।
|
স্নান করতে নেমে পুকুরে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে গোঘাটের চাতরা গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম অনিল লাগা (৪৭)। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, অনিলবাবু অসুস্থ ছিলেন। |