পক্ষপাতমূলক আচরণ ও দুর্ব্যবহারের অভিযোগ উঠল খোদ বিধাননগরের পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলা সিটু নেতৃত্ব আইনশৃঙ্খলা-সহ একাধিক বিষয়ে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিতে যান। সেখানেই এমন ঘটে বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছেন কমিশনার।
এ দিন সিটু নেতা-কর্মীরা প্রথমে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেন, পরে পাঁচ নম্বর সেক্টরে সমাবেশ করেন। তাঁদের অভিযোগ, স্মারকলিপি দেওয়ার সময়ে কমিশনারের সঙ্গে বচসা হয়। সিটু নেতৃত্বকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন কমিশনার। সিটু নেতা সুভাষ মুখোপাধ্যায়কে ধাক্কাও দেন বলে অভিযোগ। সুভাষবাবুর দাবি, সিটু কর্মীদের ওপর লাগাতার আক্রমণ হলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। এই অভিযোগ শুনে কমিশনার ক্ষিপ্ত হয়ে সুভাষবাবু ও অমিতাভ নন্দী-সহ সিটু নেতৃত্বকে ঘর থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। অমিতাভবাবু বলেন, ‘‘কমিশনার আমাদের বেরিয়ে যেতে বলেন, সুভাষকে ধাক্কা দেন। আমরা দাবিসনদ পুলিশকে দিয়েছি।’’ সুভাষবাবু বলেন, ‘‘আইনশৃঙ্খলা নিয়ে বলাতেই কমিশনার জানান, রাস্তায় কিছু হলে তিনি দেখবেন। তখন বলি, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। ক্ষিপ্ত হয়ে কমিশনার বলেন, আপনি কি বিচারক? গোলমালের জন্য তিনি আমাদেরই দায়ী করেন, আমাকে ধাক্কা মারেন। এমন ‘অভব্য’ কমিশনার দেখিনি।’’
এ দিন স্মারকলিপি দিতে যান অমিতাভ নন্দী, সুভাষ মুখোপাধ্যায়, রমলা চক্রবর্তী, সোমনাথ ভট্টাচার্য-সহ একাধিক সিটু নেতা-নেত্রী। সব অভিযোগ অস্বীকার করে রাজীববাবু বলেন, ‘‘এমন কিছু ঘটেনি। সিটু নেতৃত্বের অভিযোগের জবাবে বলা হয়, কোনও ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নেবে। সে কথা পছন্দ না হওয়ায় বাইরে বেরিয়ে তাঁরা এমন কথা বলছেন।’’ |