বালুরঘাটে আইটিআই কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। মঙ্গলবার এই অভিযোগ করেছেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি মাগদালিনা মুর্মু। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে তাঁর নাম না থাকার পাশাপাশি এদিন বিকেলে এক বাহকের মাধ্যমে আমন্ত্রণপত্র পাঠানোয় ক্ষুদ্ধ সিপিএম নেত্রী তথা সভাধিপতি মাগদালিনা মুর্মু। তাঁর অভিযোগ, “আইটিআই কলেজ তৈরি নিয়ে জেলা পরিষদের অবদান অস্বীকার করাই নয়, এই সরকারি অনুষ্ঠানে কোনও সৌজন্য দেখানো হয়নি। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি জেলা পরিষদের শিক্ষা স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষকেও। তাই ওই অনুষ্ঠানে যাব না।” জেলাশাসক দুর্গাদাস গোস্বামী বলেন, “অনুষ্ঠানে আমন্ত্রণপত্র রাজ্যের কারিগরী প্রশিক্ষণ দফতর থেকে করা হয়েছে। বিষয়টি নিয়ে কিছু জানা নেই। তবে সকলকে কার্ড পাঠিয়ে নিমন্ত্রণ করা হয়েছে।” আজ, বুধবার ১১টায় বালুরঘাট ব্লকের আটইর মৌজায় আইটিআই ভবনের দ্বারোদঘাটন করবেন কারিগরী ও প্রশিক্ষণ মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। সভাপতিত্ব করবেন কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী। এ ছাড়া আমন্ত্রণপত্রে নাম রয়েছে সরকারি আধিকারিকদের। তৃণমূলের জেলা সম্পাদক প্রবীর রায় বলেন, “আমন্ত্রণপত্রে কোনও রাজনৈতিক নেতার নাম নেই। সভাধিপতির অভিযোগ ঠিক নয়।” বালুরঘাটের আটইর এলাকায় দু’একর খাস জমির উপর ২০০৪ সালে জেলা পরিষদ আইটিআই কলেজের নতুন বাড়ি তৈরি শুরু করেছিল। সভাধিপতি বলেন, “কেন্দ্রের রাষ্ট্রীয় সমবিকাশ যোজনা এবং টেকনিক্যাল ট্রেনিং ফান্ড থেকে অর্থ সাহায্য মেলে। ৫৯ লক্ষ ২৮৬৬৬ টাকায় খরচ করে সম্প্রতি জেলা পরিষদ ওই কলেজ ভবন তৈরির কাজ শেষ করে। তার পরে কারিগরী প্রশিক্ষণ দফতরকে হস্তান্তর করে দেওয়া হয়।” |