বুদ্ধ সার্কিটে আজ সেই রেড বুল বনাম ম্যাকলারেন |
|
মহাশ্বেতা ভট্টাচার্য, নয়াদিল্লি: ‘এলেন, দেখলেন, জয় করলেন।’ কথাটা তাঁর ক্ষেত্রে খাটে না। কারণ ভারতে আসার বহু আগেই ভারতীয়দের মনে রাজ্যপাট স্থাপন করে ফেলেছিলেন মাইকেল শুমাখার। হৃদয়েশ্বর হয়েই আগমন তাঁর। ভারতের ফর্মুলা ওয়ান ইতিহাসের সূচনায় তাই তাঁকে ঘিরে মায়াবী ঘোর।
কিন্তু গত তিন দিনে বুদ্ধ সার্কিট কিংবদন্তির উত্তরসূরিকে যত দেখেছে, ততই প্রেমে পড়েছে মাটির কাছাকাছি থাকা আন্তরিক বিশ্ব চ্যাম্পিয়নের।
|
|
সব্যসাচী সরকার, কলকাতা: কে নেই সেই তালিকায়?
এক কথায়, গোটা টিম ইন্ডিয়া। আজ রবিবারের দুপুরে ধোনির টিম ইন্ডিয়া-র গন্তব্য একটাই। স্টেশন ‘বিআইসি’বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট। সচিন তেন্ডুলকর যে নয়ডার ঐতিহাসিক ইন্ডিয়ান গ্রাঁ প্রি-তে চেকার্ড ফ্ল্যাগ নাড়াবেন, সবাই জানে। হামার-মালিক ধোনির গাড়ি-প্রেমের কথাও এখন ক্লাস সিক্সের ছাত্র জানে। কিন্তু তাই বলে দ্রাবিড়-লক্ষ্মণ-সহবাগ? বিরাট-রায়না-যুবরাজ? |
ধোনিদের
পরের স্টেশন
আজ নয়ডা |
|
গতির তীর্থে এসেও
আফসোস বাঙালির |
মহাশ্বেতা ভট্টাচার্য, নয়াদিল্লি: ফর্মুলা ওয়ানের এ দেশে আসাকে ‘মক্কার ভারতে আসার মতো ব্যাপার’ বলছেন ওঁরা। কিন্তু সেই তীর্থে হাজির থেকেও তার সঙ্গে যুক্ত হতে না পারাটা অসম্ভব কষ্ট দিচ্ছে কলকাতার মোটর স্পোর্টস প্রেমীদের একটা বড় অংশকে।
বুদ্ধ সার্কিটে তাই একরাশ অভিমান নিয়ে হাজির পূর্ব ভারতের মোটর স্পোর্টস প্রেমীরা। যাঁদের অভিযোগ, রাজসূয় যজ্ঞে পুরোপুরি উপেক্ষিত পূর্বাঞ্চল। |
|
|
|
কুম্বলের পরামর্শে বিদেশি ফিজিও, জানতেন না ধোনি |
|
|
গাও-প্রীতি
ডোবাচ্ছে
মর্গ্যানের দলকে |
|
সরকারকে ক্রিকেটে ঘাঁটি
গাড়তে দিতে চায় না বোর্ড |
ডেম্পো ম্যাচে নেই ওডাফা,
অনিশ্চিত ব্যারেটোও |
|
এ বার আর্সেনালের ৫ গোল চেলসিকে |
|
টুকরো খবর |
|
|