এ বার আর্সেনালের ৫ গোল চেলসিকে |
প্রিমিয়ার লিগে এ বার নতুন ধারা! ডার্বি ম্যাচে গোলের বন্যা! আর্সেনালকে ৮-২ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হারাল তো, নিজেরাও ১-৬ কচুকাটা ম্যাঞ্চেস্টার সিটি-র কাছে! এ দিন আবার আর্সেনাল ৫-৩ গোলে হারিয়ে দিল চেলসি-কে। ৮১ বছরে চেলসির বিরুদ্ধে আর্সেনালের বৃহত্তম জয়। ১৯৩০-এ তারা জিতেছিল ৫-১।
ঘরের মাঠে ইপিএলের সর্বকনিষ্ঠ কোচ আন্দ্রে ভিয়া-বোয়াসের দলের কালো দিন ডেকে আনলেন আর্সেনালের তারকা ফরোয়ার্ড রবিন ফান পার্সি। ইনজুরি টাইম-সহ শেষ সাত মিনিটে দু’গোল দিয়ে দুই লন্ডন টিমের বড় ম্যাচে হ্যাটট্রিক করে। আর্সেন ওয়েঙ্গারের দলের ডাচ স্ট্রাইকার ফান পার্সি ২০১১-এ ২৭ ম্যাচে ২৮ গোল করলেন। লিগ খেতাবের অন্যতম দাবিদার চেলসি আগের ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে ০-১ এবং এ দিন আর্সেনালের কাছে ৫ গোলপরপর দু’টো অপ্রত্যাশিত হারে পয়েন্টের দৌড়ে পিছিয়ে পড়ল। ল্যাম্পার্ডদের এখন ১০ ম্যাচে ১৯ পয়েন্ট। অন্য দিকে, আর্সেনাল ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে লড়াইয়ে ফিরে এসেছে। এ দিকে, অ্যাওয়ে ম্যাচে এভার্টনকে ১-০ গোলে হারিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় স্থান ধরে রাখার পাশাপাশি ফার্গুসন-রুনিরা আগের ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটি-র কাছে হাফডজন গোল খাওয়ার ধাক্কাও সামলে উঠলেন। এ দিন প্রথমার্ধে গোল করেন হেভিয়ার ফার্নান্দেজ। আর জেকো, কোলারভ ও জনসনের গোলে উলভস-কে ৩-১ হারিয়ে ম্যাঞ্চেস্টার সিটি লিগের শীর্ষেই থাকল।
দিনের ডার্বি ম্যাচে ১৪ মিনিটে ল্যাম্পার্ডের গোলে চেলসি-ই এগিয়েছিল। বিরতিতেও ফল ছিল তাদের পক্ষে ২-১। চেলসির জন টেরি ও আর্সেনালের গোল করেন ফান পার্সি। দ্বিতীয়ার্ধে স্যান্টোস ও ওয়ালকটের গোলে আবার আর্সেনাল ৩-২ এগিয়ে যাওয়ার পর ৮০ মিনিটে খুয়ান মাতা চেলসি-কে ৩-৩ করেন। ম্যাচ ড্র-ই থাকবে যখন ধরে নেওয়া হচ্ছে, তখন জ্বলে ওঠেন ফান পার্সি। ৮৫ ও ৯৩ মিনিটে তাঁর কাছে দু’বার হার মানেন চেলসির বিখ্যাত গোলকিপার পের চেক। |