ডেম্পো ম্যাচে নেই ওডাফা, অনিশ্চিত ব্যারেটোও |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দু’ম্যাচে চার গোল। সবুজ-মেরুন জার্সি পরে ওডাফা ওকোলি যখন গোলমেশিন হয়ে উঠছেন, তখন বড় ধাক্কা। ডান পায়ের পেশি ষাট ভাগ ছিঁড়ে যাওয়ায় দিন দশেকের জন্য মাঠের বাইরে চলে গেলেন তিনি। ২ নভেম্বর গোয়ায় আই লিগের মহাগুরুত্বপূর্ণ ডেম্পো ম্যাচে তো নয়ই, পরের মুম্বই এফসি ম্যাচেও খেলার সম্ভাবনা নেই তাঁর। তাই ওডাফাকে বাদ দিয়েই গোয়া-মুম্বই যাচ্ছে মোহনবাগান।
ব্যারেটো অবশ্য যাচ্ছেন, তবে চোট নিয়ে। মোহন-অধিনায়কের চোট ওডাফার মতো গুরুতর নয়। সবুজ-তোতাকে সুস্থ করে তোলার কাজ পুরোদমে শুরু হয়েছে। টিম ম্যানেজমেন্টের ব্যাখ্যা, ডেম্পো ম্যাচে হয়তো ব্যারেটোকেও পাওয়া যাবে না। তবে ৬ নভেম্বর মুম্বই এফসি-র বিরুদ্ধে নামতে পারবেন তিনি। টিডি সুব্রত ভট্টাচার্য কিন্তু তাঁর দুই মহাতারকাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নন। বললেন, “ব্যারেটো আমার দলের খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার। এমন কিছু করব না যাতে দীর্ঘমেয়াদি সমস্যায় পড়তে হয়। লিগে পরের দিকেও আমাদের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। ডেম্পো ম্যাচে ব্যারেটোকেও না খেলাতে পারি।” সুব্রতর মাথায় বেশি ঘুরছে কলকাতায় ফিরে চার্চিল ব্রাদার্স ও ইস্টবেঙ্গল ম্যাচ। প্রাথমিক ভাবে তিনি ঠিক করেছেন, মারগাওতে র্যান্টি মার্টিন্সদের বিরুদ্ধে ফরোয়ার্ডে অসীম বিশ্বাস-সুনীল ছেত্রী জুটিকে দিয়ে শুরু করবেন।
দু’ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার আগে মোহনবাগানের জন্য সুখবরও থাকছে। জন্ডিস থেকে সেরে উঠে মাঠে ফিরছেন স্নেহাশিস চক্রবর্তী। সুস্থ হয়ে উঠেছেন জেসিটি ডিফেন্ডার দলজিৎ সিংহও। দু’জনকেই এ দিন আই লিগে নথিভুক্ত করানো হয়েছে। আঠারো জনের দলেও থাকছেন। সুরকুমার কি থাকবেন? রক্ষণ নিয়ে চিন্তাগ্রস্ত সুব্রত বললেন, “রবিবার অনুশীলনে দেখার পর টিম বাছব। সুরকে টিমে দরকার। কিন্তু পুরো সুস্থ কি না দেখতে হবে।” স্বীকার করলেন, একজন বড় চেহারার স্টপার পেলে রক্ষণ-সমস্যা অনেক মিটবে। মাঝমাঠে কাকে ‘পাসার’ হিসাবে ব্যবহার করবেন তা নিয়েও দোটানায় সুব্রত। এ দিন ইস্টবেঙ্গল-প্রয়াগ ইউনাইটেড ম্যাচের ধারাভাষ্য দিয়ে বাড়ি ফেরার পথে বললেন, “আমি সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে দেখছি। সবাইকে ভাল করে অনুশীলনে দেখার এখনও সুযোগ পাইনি। ম্যাচেই তাই দেখে নিতে হচ্ছে।” |