টুকরো খবর
বিদেশে ডাক দুই অ্যাথলিটের
ওয়ার্ল্ড মাস্টার্স ইনডোর অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ডাক পেলেন শিলিগুড়ির ২ জন। শুক্রবার রাতে বাঘাযতীন পার্ক লাগোয়া এলাকার ওই দু’জন মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের কাছ থেকে চিঠি পেয়েছেন। তাঁদের নাম বিপ্লব বসাক এবং বিদ্যুৎ বসাক। সংগঠন সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালের ৮ এপ্রিল ফিনল্যাণ্ডে অনুষ্ঠিত হবে। সম্পর্কে ওই দুই ভাই এর আগে জাতীয় এবং আন্তজার্তিক স্তরে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। কিছুদিন আগে তাঁরা তাইল্যাণ্ডে একটি প্রতিযোগিতায় অংশ নেয়। ওই ২ জন ছাড়া রাজ্য থেকে আরও ৭ জন ওই প্রতিযোগিতায় ডাক পেয়েছেন। বিদ্যুৎবাবু জানান, প্রতিযোগিতায় লক্ষাধিক টাকার প্রয়োজন। টাকা কোথা থেকে তা নিয়ে তাঁরা চিন্তায় পড়েছেন। তিনি বলেন, “স্পনসর না পেলে প্রতিযোগিতায় অংশ নেওয়া কঠিন হয়ে পড়বে। এমন একটি সুযোগ হাতছাড়া করতে চাইছি না।”

জঙ্গলমহলে অ্যাকাডেমিতে আগ্রহী শাস্ত্রী
প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী জঙ্গলমহল এবং দার্জিলিংয়ে ক্রিকেট অ্যাকাডেমি তৈরিতে সায় দিয়েছেন। এমনটাই জানাচ্ছেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। রবি শাস্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে জঙ্গলমহলে এবং দার্জিলিংয়ে অ্যাকাডেমি খোলার প্রস্তাব দিয়েছিলেন। শনিবার মহাকরণে গিয়ে রবি শাস্ত্রী ক্রিকেট অ্যাকাডেমি তৈরির ইচ্ছা প্রকাশ করে বলেন, “প্রস্তাব এলে আমার ব্যবসার গ্রুপ তা খতিয়ে দেখবে। আমিও সাহায্য করব।” ইডেন না ভরা নিয়ে শাস্ত্রী জানিয়েছেন, টিকিটের দাম কমালে আরও বেশি লোক মাঠে খেলা দেখতে আসবে।

প্রথম ডিভিশন চ্যাম্পিয়ন আর্মি
কলকাতা প্রিমিয়ার লিগে উঠল আর্মি একাদশ। প্রথম ডিভিশনের শেষ ম্যাচ না খেলে চ্যাম্পিয়ন হয়ে গেল সেনারা। তাদের শেষ খেলা ছিল বুধবার জানবাজারের বিরুদ্ধে। প্রতিদ্বন্দ্বী সেই ম্যাচ খেলবে না জানানোয় তিন পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হল আর্মি একাদশ। প্রথম ডিভিশনে রানার্স হয়ে পরের বছর প্রিমিয়ার লিগে ওঠার লড়াই বুধবার হাওড়া ইউনিয়ন এবং ইস্টার্ন রেলের মধ্যে। এ দিকে বৃহস্পতিবার আইএফএ জানাবে প্রিমিয়ার লিগে মোহনবাগান-ইস্টবেঙ্গল-প্রয়াগ ইউনাইটেডের সূচি।

দ্বিতীয় টেস্টে জয়ী পাকিস্তান
দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগোল পাকিস্তান। আগের দিনের ৮৮-১ থেকে শুরু করে প্রথম ইনিংসে ১৬৪ রানে পিছিয়ে থাকা কুমার সঙ্গকারার দল দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৫৭ রানে। ম্যাচের সেরা সঈদ আজমল (৫-৬৮)। মিসবা-উল-হকেরা ৯৪-১ তুলে চতুর্থ দিনই টেস্ট জিতে নেন।

সিরিজ অস্ট্রেলিয়ার
মাইক হাসির অপরাজিত ৪৫ রানের ভর করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে জিতল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজও জিতল ২-১। টস জিতে ব্যাটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে করে ২২২-৬। শেন ওয়াটসন (৪৬ বলে ৪৯) ম্যাচের সেরা।

জিতল চার্চিল
আই লিগের অন্য ম্যাচে চার্চিল ২-০ হারাল এয়ার ইন্ডিয়াকে। গোল করেন হেনরি এবং এন ডি ওপারা।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.