গতির আগুনে বুদ্ধ সার্কিটে আজ সেই রেড বুল
বনাম ম্যাকলারেন

‘এলেন, দেখলেন, জয় করলেন।’
কথাটা তাঁর ক্ষেত্রে খাটে না। কারণ ভারতে আসার বহু আগেই ভারতীয়দের মনে রাজ্যপাট স্থাপন করে ফেলেছিলেন মাইকেল শুমাখার। হৃদয়েশ্বর হয়েই আগমন তাঁর। ভারতের ফর্মুলা ওয়ান ইতিহাসের সূচনায় তাই তাঁকে ঘিরে মায়াবী ঘোর।
কিন্তু গত তিন দিনে বুদ্ধ সার্কিট কিংবদন্তির উত্তরসূরিকে যত দেখেছে, ততই প্রেমে পড়েছে দুষ্টু-মিষ্টি মেজাজের, মাটির কাছাকাছি থাকা আন্তরিক বিশ্ব চ্যাম্পিয়নের।
কাল রেসে শুমাখারকে নিয়ে আবেগ রয়েছে। কিন্তু সেবাস্তিয়ান ভেটেলই রেসটা জিতুন, চাইছে বুদ্ধ সার্কিট।
রবিবারের রোশনাইয়ের জন্য তৈরি গোটা দিল্লি। বিকেল তিনটের রোদ্দুরে গতি আর গ্ল্যামারের নেশা ধরানো ককটেল পরিবেশনের প্রতিশ্রুতি দিচ্ছে বুদ্ধ সার্কিট। এ দিন যোগ্যতা অর্জন পর্বে ভেটেল-হ্যামিল্টন-ওয়েবারদের আগুনে গতিতেই চোখ ঝলসে গিয়েছে। রবিবার ভিআইপি বক্সে সচিন তেন্ডুলকর আর শাহরুখ খানের পাশে বিপাশা বসু আর দীপিকা পাডুকোন যখন বসবেন তখন যে উত্তাপ কত ডিগ্রিতে গিয়ে ঠেকবে কে জানে! রেসের আয়োজক জেপি গোষ্ঠীর প্রধান আমন্ত্রিতের নাম সচিন তেন্ডুলকর। শুমাখার আর ফর্মুলা ওয়ানের ভক্ত সচিন পতাকা নেড়ে রেস উদ্বোধন করবেন, আশায় সকলে। বিজয় মাল্যর অতিথি হয়ে আসছেন ‘জি ওয়ান’। যিনি টুইট করেছেন, “লস অ্যাঞ্জেলিসে রা ওয়ানের সাফল্য দেখে দারুণ লাগছে। এ বার দিল্লি। ফর্মুলা ওয়ান আর লেডি গাগা-র শো।”
ছুটছে ফোর্স ইন্ডিয়া। চালক আদ্রিয়ান সুটিল। শনিবার কোয়ালিফাইং রাউন্ডে। ছবি: এএফপি
সচিন-শাহরুখ-শুমাখার, তিন ‘স’-কে এক ফ্রেমে বন্দি করার স্বপ্নে বিভোর সকলেই।
আর এক ‘স’, সৌরভের সপরিবারে আসা পাকা। আজই সহারাশ্রী সুব্রত রায় পৌঁছে গেলেন বুদ্ধ সার্কিট। ফোর্স ইন্ডিয়ার অর্ধেকের মালিক বললেন, “ফর্মুলা ওয়ানে ভারতকে তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য। আমাদের দল দারুণ করছে। কাল আরও এগিয়ে যাবে।” সিদ্ধার্থ মাল্যও ইতিমধ্যেই বুদ্ধ সার্কিটে। কাল বলিউডের এক ঝাঁক তারার আসার কথা। বিপাশা, দীপিকার সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়াও নাকি হাজির থাকবেন। শাহরুখের সঙ্গেই আসছেন অর্জুন রামপাল, নয়ডায় জেপি গোষ্ঠীর রিসর্টে যাঁর আয়োজিত ‘আফটার রেস পার্টি’ মাতাতে ভারতে এসেছেন পপ সাম্রাজ্ঞী লেডি গাগা। অতিথি তালিকায় গ্ল্যামারের পাশে রাজনীতিকরাও।
এ দিনই যোগ্যতা অর্জন আগাগোনা বসে দেখলেন ওমর আব্দুল্লা। কাশ্মীরের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন ম্যাকলারেন পিটে। যেখানে আজ দিনভর উপস্থিত ‘মিস্টার বিন’। রোয়ান অ্যাটকিনসন গত ক’দিন ধরেই ভারত বেড়াচ্ছেন। গিয়েছিলেন রাজস্থান। সেখান থেকে এখানে। লুইস হ্যামিল্টনের সঙ্গে অনেকক্ষণ কথা বললেন। তার পর কানে হেডফোন চাপিয়ে মন দিয়ে যোগ্যতা অর্জন পর্ব দেখলেন। ‘মিস্টার বিন’ অনেক দিনের ম্যাকলারেন ফ্যান। ম্যাকলারেনের এই ওয়ান স্পোর্টস কার একটা সময় ছিল রাস্তায় চলা দ্রুততম গাড়িগুলোর একটা। আটকিনসন সেই গাড়ি নিয়েই গত বছর বিচ্ছিরি দুর্ঘটনা ঘটিয়ে হাসপাতালে ছিলেন বেশ কিছু দিন। কিন্তু সেই অভিজ্ঞতা তাঁর গতি-প্রেম কমাতে পারেনি। কমেনি ম্যাকলারেনের জন্য আবেগও। জেনসন বাটনের আন্তর্জাতিক মডেল বান্ধবী জেসিকা মিচিবাটা আলোড়ন তুললেন উজ্জ্বল উপস্থিতিতে। সাগর পারের গ্ল্যামারের মাত্রা বাড়ারই কথা কাল।
তবে এমন জাঁকের পশ্চাদপটও রেসের থেকে আগ্রহ কাড়তে পারছে না এতটুকু। তিন দফার যোগ্যতা পর্বের শেষে পোল নিয়ে গেলেন ভেটেলই। যিনি পোল জেতাটাকে এই মরসুমে অভ্যাসে পরিণত করেছেন। দ্বিতীয় স্থান পেলেন হ্যামিল্টন। কিন্তু তিন গ্রিডের পেনাল্টি থাকায় তাঁকে কাল পাঁচ নম্বরে রেস শুরু করতে হবে। দ্বিতীয় স্থানটা পেয়ে যাবেন আজ তৃতীয় সেরা সময় করা রেডবুল তারকা মার্ক ওয়েবার। মরসুম রানার্স আপ হয়ে শেষ করার জন্য যাঁর লড়াইটা হ্যামিল্টনের সঙ্গে।
ফলে ট্র্যাকে আকর্ষণটা শেষ পর্যন্ত সেই রেড বুল বনাম ম্যাকলারেনই থাকছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.