ভ্রম সংশোধন
শনিবারের ‘ভাইয়ের স্মৃতিতে ডুব দিল পটৌডি’ শীর্ষক প্রতিবেদনে লেখা হয়েছে, ‘পটৌডির শেষ
নবাবের দেহ জনাজায় চাপিয়ে রওনা করা হয়।’ আসলে মৃতদেহ কবর দেওয়ার আগে যে নমাজ
পড়া হয়, তাকেই জনাজা বলে। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। |
|