টুকরো খবর |
বিতর্কের মাঝে মুম্বইকে জেতালেন এক বিদেশি
সংবাদসংস্থা • চেন্নাই |
ইংল্যান্ডে কপাল পুড়েছে, চ্যাম্পিয়ন্সও লিগেও কী এ বার মন্দ ভাগ্য তাড়া করতে শুরু করে দিল মহেন্দ্র সিংহ ধোনিকে? শেষ ওভারে যে ভাবে হারা ম্যাচ বার করে নিল মুম্বই ইন্ডিয়ান্স, তাতে এ বার এই প্রশ্ন উঠে পড়লে অবাক হওয়ার কিছু থাকবে না। এবং কোনও ভারতীয় নয়, মুম্বইকে ম্যাচ জেতালেন এক বিদেশি। কেন শুধুমাত্র মুম্বইকে চারের বদলে পাঁচ বিদেশি খেলানোর অনুমতি দেওয়া হচ্ছে, তা নিয়ে গত কয়েক দিন ধরেই তোলপাড় চলছে। বেশ কয়েকটা টিম এ নিয়ে আপত্তি তুলেছে। কিন্তু কপালের ফেরে সেই এক বিদেশির হাতেই বধ হতে হল ধোনির চেন্নাইকে। তিনি---লাসিথ মালিঙ্গা। বোলার নয়, ‘ব্যাটসম্যান’ মালিঙ্গা! চেন্নাইয়ের ১৫৮-৪ তাড়া করতে গিয়ে এক সময় ১০৬-৭ হয়ে গিয়েছিল মুম্বই। ডাগ আউটে বসা সচিন তেন্ডুলকরের মুখ তখন থমথমে দেখাচ্ছে। ২৬ বলে ৫২ দরকার। ক্রিজে মালিঙ্গা আর হরভজন। জেতাবেন কে? ওই অবস্থা থেকে পাল্টা মার চালু করেন মালিঙ্গা (১৮ বলে ৩৭ন:আ:)। তিনটে বাউন্ডারির সঙ্গে তিনটে ওভার বাউন্ডারিই স্বপ্নের জয় এনে দেয় মুম্বইকে। হরভজন অপরাজিত থেকে যান ১৯ রানে। এবং চিপকে টানা আট ম্যাচ জয়ের পর হারতে হল চেন্নাইকে। অন্য ম্যাচে আবার হার্সেল গিবসের (৪৭ বলে ৫৫) দাপট নিউ সাউথ ওয়েলসের (২০ ওভারে ১৩৫) বিরুদ্ধে ৭ উইকেটে জিতিয়ে দিল কেপ কোব্রাস-কে ।
|
আজ মাঠে ফিরছেন গম্ভীর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শাহরুখ খানের বিরুদ্ধে শোয়েব আখতারের চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে তোলপাড় ক্রিকেটমহল। তার মধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে আজ রবিবার প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। আর শোয়েবের অভিযোগ নিয়ে বিতর্ক চলার পাশাপাশি কলকাতার দলের জন্য ভাল খবর ইংল্যান্ডে লাগা মাথার চোট থেকে সেরে উঠে গৌতম গম্ভীর ফের নামছেন নাইটদের জার্সি গায়ে। গম্ভীর শনিবার দলের সঙ্গে পুরোদস্তুর প্র্যাক্টিস করেছেন। নাইট রাইডার্স টিম সূত্রে খবর, অধিনায়ক সমারসেটের বিরুদ্ধে রবিবার টস করতে যাচ্ছেন। কোয়ালিফাইং পর্বে না খেললেও হায়দরাবাদে টিমের সঙ্গে ছিলেন প্রথম ম্যাচ থেকে। দলের ফিজিও অ্যান্ড্রু লিপাসের নিয়মিত খাটাখাটনি করেছেন ফিটনেস নিয়ে। গম্ভীরের সঙ্গে এই ম্যাচে হয়তো নামছেন অস্ট্রেলীয় উইকেটকিপার ব্র্যাড হাডিনও। দিন তিনেক আগে এই সমারসেটের বিরুদ্ধেই যোগ্যতা অর্জন পর্বে হেরে গিয়েছিল কেকেআর। গম্ভীর ফিরে আসায় দলের শক্তি বাড়ছে বটে, কিন্তু টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা পুরো যাচ্ছে না। কালিস ব্যর্থ, ইউসুফ পাঠান নির্ভরতা দিতে পারছেন না। রান পেয়েছেন বলতে শুধু রায়ান টেন দুশখাতে আর কোয়ালিফাইং পর্বের প্রথম ম্যাচে মনবিন্দর বিসলা। বোলারদের মধ্যে ব্রেট লি এবং জয়দেব উনাদকট উইকেট তুললেও তা ম্যাচ জেতানোর পক্ষে যথেষ্ট ছিল না। যাঁ দাড়াচ্ছে, রবিবার সমারসেট কিন্তু নাইটদের ফের পরীক্ষা নেবে।
|
খেতাবের লড়াইয়ে ভুল্লার
সংবাদসংস্থা • অ্যাজটেনবার্গ (অস্ট্রিয়া) |
ইউরোপীয় ট্যুরে নিজের প্রথম খেতাব জেতার দারুণ সুযোগ ভারতীয় গল্ফের তরুণ তারকা গগনজিৎ ভুল্লারের সামনে। অস্ট্রিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডের শেষে সাত-আন্ডার ১৩৭ স্কোরে লিডারবোর্ডের যুগ্ম শীর্ষে আছেন এই ভারতীয়। প্রথম রাউন্ডে তিন-আন্ডার স্কোর করার পরে দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। শুরুই করেন এক শটে এগিয়ে গিয়ে বার্ডি দিয়ে। এর পরে বাদবাকি রাউন্ডে পান আরও সাতটি বার্ডি। কিন্তু তৃতীয় আর চতুর্থ হোল-এ এক বার বোগি এবং তার পর ট্রিপল বোগি করায় চারটি শট নষ্টও করেন। ফলে রাউন্ডের শেষে তাঁর স্কোর দাঁড়ায় চার-আন্ডার ৬৮। নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট তেইশ বছরের তরুণ বলেছেন, “রাউন্ড শুরু হওয়ার আগে নিজেকে খুব আত্মবিশ্বাসী লাগছিল। কারণ আমি বল খুব ভাল হিট করছিলাম। গত কয়েক সপ্তাহ ধরেই আমার ড্রাইভ দারুণ হচ্ছে। আর আজ যে ভাবে পাট আর চিপ করেছি, তাতে আমি সত্যিই খুশি। এই ফর্মটার অপেক্ষাতেই ছিলাম।” প্রসঙ্গত, ২০০৮-এ এই টুর্নামেন্ট জিতেছিলেন জীব মিলখা সিংহ। এ দিন যিনি জাপানে এশিয়া-প্যাসিফিক প্যানাসোনিক ওপেনে তৃতীয় রাউন্ডে এক-আন্ডার ৭০ স্কোর করে আছেন ষষ্ঠ স্থানে থেকে। রবিবার এই জায়গাটা ধরে রাখতে পারলে, পর পর দু’সপ্তাহে দু’টি টুর্নামেন্ট প্রথম দশের মধ্যে থেকে শেষ করবেন জীব। গত সপ্তাহে ম্যাকাউ ওপেনে চতুর্থ হয়েছিলেন তিনি। এ দিকে, প্যানাসোনিক ওপেনে আপাতত ২৮ নম্বরে আছেন ভারতের অনির্বাণ লাহিড়ী।
|
চোটের জন্য দশ দিন বাইরে ওডাফা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য প্রায় দু’সপ্তাহ মাঠের বাইরে চলে গেলেন ওডাফা ওকোলি। চূড়ান্ত মেডিক্যাল বুলেটিন অবশ্য পাওয়া যাবে সোমবার এমআরআই করার পরে। মোহনবাগানের ফিজিক্যাল ট্রেনার জোনাথান কর্নার বললেন, “ওডাফার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে বড় ধরনের চোট লেগেছে। সুস্থ হতে সময় লাগবে। প্রাথমিক ভাবে দেখে মনে হল, অন্তত দশ দিনের জন্য বাইরে থাকতে হবে ওকে। খুব খারাপ হলে ছ’সপ্তাহ।” পুণেতে ফেডারেশন কাপের শেষ ম্যাচে চার্চিলের বিরুদ্ধে খেলার সময় চোট লাগে ওডাফার। তাই শনিবার মোহনবাগান তাঁবুতে এলেও অনুশীলনে নামেননি তিনি। কোচ ডার্বির সঙ্গে দেখা করেই বেরিয়ে যান।
|
তোয়ালে-বিতর্কে রাজুর পাশে কোচ মর্গ্যান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
লম্বা থ্রো ইনের জন্য রাজু গায়কোয়াড়ের তুলনা হচ্ছে স্টোক সিটির ররি ডেলাপের। থ্রোয়ের দৈর্ঘ্যের সঙ্গে তাঁদের আরও একটি মিল, দু’জনেই বল ছোড়ার আগে তোয়ালে দিয়ে বল থেকে জল-কাদা মুছে নেন। অথচ এআইএফএফ রাজুর তোয়ালে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। তোয়ালে-বিতর্কে রাজু অবশ্য পাশে পাচ্ছেন তাঁর কোচ মর্গ্যানকে। এ দিন যুবভারতীতে বললেন, “আমার মনে হয়, থ্রো করার আগে তোয়ালে দিয়ে বল মোছাটা বেআইনি নয়।” রাজুর সঙ্গে তিনি তুলনা টানলেন চেলসির ইয়ান হাচিনসনের। যাঁর লম্বা থ্রো ইনে ভর করে চেলসি ১৯৭০-এ প্রথম বার এফ এ কাপ জিতেছিল। “চেলসির ইয়ান হাচিনসনের থ্রো-ও এ রকম লম্বা হত।” তবে হাচিনসন তোয়ালে ব্যবহার করতেন কি না সেটা জানা গেল না।
|
চোটের জন্য দশ দিন বাইরে ওডাফা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য প্রায় দু’সপ্তাহ মাঠের বাইরে চলে গেলেন ওডাফা ওকোলি। চূড়ান্ত মেডিক্যাল বুলেটিন অবশ্য পাওয়া যাবে সোমবার এমআরআই করার পরে। মোহনবাগানের ফিজিক্যাল ট্রেনার জোনাথান কর্নার বললেন, “ওডাফার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে বড় ধরনের চোট লেগেছে। সুস্থ হতে সময় লাগবে। প্রাথমিক ভাবে দেখে মনে হল, অন্তত দশ দিনের জন্য বাইরে থাকতে হবে ওকে। খুব খারাপ হলে ছ’সপ্তাহ।” পুণেতে ফেডারেশন কাপের শেষ ম্যাচে চার্চিলের বিরুদ্ধে খেলার সময় চোট লাগে ওডাফার। তাই শনিবার মোহনবাগান তাঁবুতে এলেও অনুশীলনে নামেননি তিনি। কোচ ডার্বির সঙ্গে দেখা করেই বেরিয়ে যান।
|
দশ ঘণ্টার মধ্যে দুই ম্যাচ কলকাতা লিগে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভারতীয় ফুটবলে যা সম্প্রতি কখনও হয়নি তা হতে চলেছে আজ সকালে। কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিসনে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার আর্মি একাদশকে শনিবার বিকালে ম্যাচ খেলেই রবিবার সকালে খেলতে হচ্ছে। শনিবার তারা ইয়ং কর্নারকে হারিয়েছে। রবিবার সেই দলেরই খেলা মহমেডান এসি-র সঙ্গে। ডুরান্ড কাপে খেলতে যাবে বলে আর্মি একাদশ তাড়াতাড়ি ম্যাচ খেলতে চেয়েছিল। কিন্তু দশ ঘণ্টারও কম সময়ে তাদের নামতে হচ্ছে। আইএফএর বক্তব্য, আর্মি নিজেরাই সকালে খেলতে রাজি হয়েছে। আর্মি একাদশ কোচ সন্দীপ চট্টোপাধ্যায় বলছেন, “আমাদের দলকে কলকাতা লিগে চ্যাম্পিয়ন হতে দেওয়া হবে না। সে জন্যই এ রকম করা হচ্ছে। আমাদের মাঝখানের একটি ম্যাচ বাতিল করে দেওয়া হয়। এই ভাবে এত কম সময়ে বিশ্বের কোথাও ফুটবল খেলতে হয় না।”
|
রাজস্থান প্রথম ডিভিসনে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
লিগের দু’ম্যাচ বাকি থাকতেই প্রথম ডিভিশনে উঠে গেল জগমোহন ডালমিয়ার ক্লাব রাজস্থান। শনিবার তারা ১-০ হারাল সি এফ সি-কে। গোল করলেন পঞ্চম ওঁরাও। এক বছর আগেই নেমে গিয়েছিল ক্লাবটি। টিডি রঘু নন্দী বললেন, “আমাদের পরের বারের লক্ষ্য প্রিমিয়ারে খেলা।”
|
সাতটি খেতাব জিতে নজির
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ বছর ওয়াটারপোলোতে দুরন্ত ফল করল বিবেকানন্দ এনডিএ সুইমিং অ্যাসোসিয়েশন। সাতটি টুনার্মেন্টের সবকটিতেই খেতাব জিতল এই সংস্থা। সবথেকে উল্লেখযোগ্য ঘটনা কলকাতা জেলা ওয়াটারপোলোর ফাইনালে সেন্ট্রাল সুইমিং ক্লাবকে ৬-২ হারিয়ে ট্রফি তুলে নেওয়া। |
|