ম্যাঞ্চেস্টার ইউনাইটডের মতো ম্যাঞ্চেস্টার সিটির জয়ও অব্যাহত। ঘরের মাঠে তারা ২-০ হারাল এভার্টনকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার সব বড় দলেরই খেলা ছিল। জিতলও তারকা সমৃদ্ধ দলগুলি। চেলসি ৪-১ হারাল সোয়ানসি সিটিকে। লিভারপুল ২-১ জিতল উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে। টটেনহ্যাম অ্যাওয়ে ম্যাচে সহজেই হারাল উইগানকে। ম্যাচের ফল ২-১। আর্সেনালও যথেষ্ট দখল রেখে জিতল ৩-০। তাদের প্রতিপক্ষ ছিল বোল্টন ওয়ান্ডারার্স। |
গোল করে দ্রোগবা। শনিবার প্রিমিয়ার লিগে। ছবি: রয়টার্স |
সান্ডারল্যান্ডের বিরুদ্ধে মাথায় চোট পাওয়ার পর শনিবারই প্রথম নামলেন দিদিয়ের দ্রোগবা। আনেলকার বদলি হিসাবে, শেষ ১১ মিনিটের জন্য। গোলও করলেন ইনজুরি টাইমে। গোল করলেন স্পেনের ফার্নান্দো তোরেসও। তবে তার দশ মিনিট পরই সোয়ানসি-র মার্ক গাওয়ারকে বিশ্রী ফাউল করে লাল কার্ড দেখেন তিনি। তার আগেই অবশ্য দ্বিতীয় গোলটি পেয়ে গিয়েছিল চেলসি। রামিরেসের পা থেকে। তিন নম্বর গোলটিও করেন রামিরেস।
সিটির হয়ে সের্খিও আগেরো এ দিন গোল না করলেও করালেন। এডিন জেকো এবং আগেরোর জন্য কিছুটা চাপা পড়ে যাওয়া বালোতেল্লি করেন প্রথম গোল। আগেরোর পাস থেকে। সিটির দ্বিতীয় গোল আগেরোর বদলি মিলনারের। ম্যাচটিতে মাথা গরম করে হলুদ কার্ড দেখলেন এভার্টনের পাঁচ জন ফুটবলার। ম্যাচের পুরো দখলই ছিল আগেরোদের। |
গোলের পর আর্সেনালের ভান পার্সি। ছবি: এএফপি |
এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর বিরতির ঠিক পরেই গোল পেয়ে যান ফান পার্সি। ম্যাচ শেষ হওয়ার মিনিট কুড়ি আগে দু’নম্বর গোলটিও তাঁর। সে সময় বোল্টন খেলছিল দশ জনে। থিও ওয়ালকটকে ফাউল করে লাল কার্ড দেখেন ডেভিড হোয়েটার। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে অ্যালেক্স সং করেন তিন নম্বর গোল।
অ্যানফিল্ডে শুরুতেই লিভারপুল এগিয়ে গিয়েছিল জনসনের আত্মঘাতী গোলে। বিরতির আগে ব্যবধান বাড়ান লুই সুয়ারেজ। দ্বিতীয়ার্ধে অবশ্য একটি গোল শোধ করেন পরিবর্ত হিসাবে নামা ফ্লেচার। টটেনহ্যামও ম্যাচের তিনি মিনিটেই এগিয়ে গিয়েছিল রাফায়েল ফান ডার ভার্টের গোলে। প্রথমার্ধের মাঝামাঝি লুকা মডরিচের কর্নারে মাথা ছুঁইয়ে দ্বিতীয় গোল করেন গ্যারেথ বেল। বিরতির পর উইগানের হয়ে গোল শোধ করেন মোহাম্মেদ দিয়ামে।
|