নুন মেশানো চামড়া থেকে দূষণ বন্ধে কেন্দ্রীয় নির্দেশ
পিনাকী বন্দ্যোপাধ্যায়, কলকাতা: দূষণের ‘ভূত’ যেন পিছু ছাড়ছে না চর্মশিল্পের। পচন রোধের জন্য মৃত গরু, ছাগল, মোষের চামড়ায় নুন মিশিয়ে সংরক্ষণ করে রাখাটাই এই শিল্পে দীর্ঘ কালের প্রথা। কিন্তু চামড়ার ওই নুনই পরে নদী, খাল-বিলের জলে মিশে দূষণ ছড়ায় বলে অভিযোগ উঠেছে। আর তার জেরেই নুন মেশানো চামড়া আর চর্মশিল্পে ব্যবহার করা যাবে না বলে সম্প্রতি নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তা হলে সংরক্ষণের বিকল্প উপায় কী? পর্ষদ কিন্তু অন্য কোনও উপায় ট্যানারি মালিকদের জানায়নি।