‘সহবাগের অভাব টের পাব’ |
সংবাদসংস্থা, টনটন: ক্যারিবিয়ান সফরে তিনি ছিলেন না। ডমিনিকা টেস্টে রান তাড়া করার সময় তাঁর অভাব টের পাওয়া গিয়েছিল। ইংল্যান্ড সফরেও অন্তত প্রথম দুটো টেস্টে তিনি নেই। আর সে জন্যই ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি আগে ভাগেই বলে রাখছেন, সহবাগের অভাব আমরা ভাল মতোই টের পাব।
পাশাপাশি ইংল্যান্ডে বসেও মুম্বইয়ের জন্য শোকাহত ধোনি। এ দিন তিনি বলেছেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। আশা করব, ওরা সবাই খুব তাড়াতাড়ি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। মুম্বইয়ের প্রাণশক্তি খুব বেশি।” |
|
|
হার্পারের বোমা: ধোনি হুমকি দিয়েছিল |
|
নিজস্ব প্রতিবেদন: অবশেষে মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে মুখ খুললেন ডারিল হার্পার। দাবি করলেন, ভারত অধিনায়ক মাঠে তাঁকে হুমকি দিয়ে বলেছিলেন, “ডারিল তোমাকে নিয়ে কিন্তু আমাদের আগেও সমস্যা হয়েছে।” প্রাক্তন টেস্ট আম্পায়ার এ দিন ধোনিকে সরাসরি দুর্বিনীত বলার পাশাপাশি দাবি করেছেন, ধোনি ওয়েস্ট ইন্ডিজে তাঁকে যে ভাবে আক্রমণ করেছিলেন, তার জন্য ভারত অধিনায়কের শাস্তি পাওয়া উচিত ছিল। পাশাপাশি আইসিসি-কেও এক হাত নিয়েছেন হার্পার। |
|
ব্রাজিলের ছন্দে ফিরতে কোপাই না শেষ হয়ে যায় |
সুব্রত ভট্টাচার্য: ব্রাজিল জিতল, চারটে গোলও করল। কিন্তু পুরোপুরি ছন্দে এখনও ফিরল না।
প্রথম দুটো ম্যাচে আর্জেন্তিনা ড্র করার পর তৃতীয় ম্যাচে কোস্টা রিকার সঙ্গে মেসিদের যে রকম জায়গা নিয়ে খেলতে দেখেছিলাম, বৃহস্পতিবার সকালের ব্রাজিল কিন্তু সেই পর্যায়ে এখনও পৌঁছয়নি। কারণ, অনেকগুলো মিস পাস করল। মাঝে মাঝেই গতি কমে গেল। আর গোলকিপার হুলিও সিজারের ভুল সিদ্ধান্ত। এই ভুলগুলো কাটিয়ে না বেরোলে টুর্নামেন্টটা উতরে দেওয়া কঠিন। |
|
|
মেসি ৮ হলে ফোরলান ৬ |
|
স্যান্টোসের ফর্ম এ বার
ব্রাজিলেও দেখাব : নেইমার |
জঙ্গলমহলে ক্রিকেট
আনছে সিএবি |
|
টুকরো খবর |
|
|