টুকরো খবর
|
সিএবি-র বার্ষিক সভায় থাকছেন না সৌরভ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
একেই নির্বাচনী হাওয়া নেই। তার উপর আগামী ২৭ জুলাই সিএবি-র বার্ষিক সাধারণ সভায় অনুপস্থিত থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গত দু’বার সিএবি-র সভায় উপস্থিত থাকলেও এ বার ওই সময় ইংল্যান্ড সফরে ধারাভাষ্যের কাজে ব্যস্ত থাকার কথা তাঁর। দিন কয়েক আগেই বড়িশা স্পোর্টিংয়ের সচিব হয়েছেন। কিন্তু তিনি আসতে না পারায় বড়িশা কাকে পাঠাবে সাধারণ সভায় সেটা ঠিক হবে রবিবার। বড়িশার ওয়ার্কিং কমিটির বৈঠকের পর। এ দিকে, শততম প্রথম শ্রেণির ম্যাচ খেলার জন্য আগামী ২৩ জুলাই সিএবি-র বার্ষিক অনুষ্ঠানে বিশেষ পুরস্কার দেওয়া হবে বাংলার প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লকে। তবে ওই অনুষ্ঠানে হাজির থাকতে পারছেন না বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি এবং ঋদ্ধিমান সাহা। ঋদ্ধি ইংল্যান্ড সফরে গিয়েছেন, আর মনোজ তখন ব্যস্ত থাকবেন এমার্জিং প্লেয়ার্স টুর্নামেন্ট খেলতে। অন্য দিকে, লিগ ফাইনালের প্রথম দিনে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২৮২-৯ তুলল বিএনআর।
|
বিদেশি-স্বদেশির আলাদা নিয়ম
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শেষ পর্যন্ত সরকারি ভাবে ঘোষণা হল, আই লিগে খেলা ভারতীয় ফুটবলাররা ৪০টি-র বেশি ম্যাচ খেলতে পারবেন না। তবে কেউ পঁয়তাল্লিশ মিনিটের কম খেললে, সেই ম্যাচ ওই নির্ধারিত চল্লিশের বেশি ধরা হবে না। বিদেশিদের অবশ্য ৪০-র বেশি ম্যাচ খেলতে সমস্যা নেই। মোট বিদেশির সংখ্যা এশীয় ফুটবলার ধরে চারই থাকছে। এ দিকে নেদারল্যান্ডস ও ফ্রান্সের দুটি সংস্থা ফেডারেশনকে নানা প্রস্তাব দিল। অ্যাকাডেমি তৈরি থেকে টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগ সব।
|
ইতিহাসের সামনে জাপানের মেয়েরা
নিজস্ব প্রতিবেদন |
রবিবার মাঝরাতে জার্মানিতে ইতিহাসে নাম ঢোকানোর লক্ষ্যে খেলবে জাপানের মেয়েরা। মেয়েদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে জাপান মুখোমুখি হচ্ছে দু’বারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের। এর আগে পাঁচ বারে চার বারই জাপান প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল। ’৯৫-এ শেষ আটে উঠেছিল। এ বার শেষ আট ও শেষ চারে জার্মানি ও সুইডেনের মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়ে তারা ফাইনালে। চ্যাম্পিয়ন হলে তারাই প্রথম এশীয় দেশ হিসাবে মেয়েদের বিশ্বকাপ জিতবে।
|
অন্য খেলায় |
কৃশানু দে স্মৃতি কাপ ফুটবল ফাইনাল ১৭ জুলাই নেতাজি নগর চার নম্বর স্পোর্টিংয়ের উদ্যোগে। উপস্থিত থাকবেন অলোক মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু রায়, তরুণ দে, তুষার রক্ষিত। |
|