আজ প্রথম ম্যাচ • মুম্বইয়ের জন্য বিচলিত ধোনি
‘সহবাগের অভাব টের পাব’
ক্যারিবিয়ান সফরে তিনি ছিলেন না। ডমিনিকা টেস্টে রান তাড়া করার সময় তাঁর অভাব টের পাওয়া গিয়েছিল। ইংল্যান্ড সফরেও অন্তত প্রথম দুটো টেস্টে তিনি নেই। আর সে জন্যই ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি আগে ভাগেই বলে রাখছেন, সহবাগের অভাব আমরা ভাল মতোই টের পাব।
পাশাপাশি ইংল্যান্ডে বসেও মুম্বইয়ের জন্য শোকাহত ধোনি। এ দিন তিনি বলেছেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। আশা করব, ওরা সবাই খুব তাড়াতাড়ি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। মুম্বইয়ের প্রাণশক্তি খুব বেশি।”
আগামিকাল টনটনে সমারসেটের বিরুদ্ধে তিন দিনের ম্যাচ দিয়ে ইংল্যান্ড সফর শুরু হচ্ছে ভারতের। এ দিন নেটে ভারতীয় ব্যাটসম্যানদের শর্ট বোলিংয়ের বিরুদ্ধে অনেকটা সময় ব্যাট করতে দেখা যায়।
পরে সাংবাদিক সম্মেলনে আসা ভারত অধিনায়কের কথা শুনে মনে হয়েছে, ইংরেজ পেসারদের শর্ট বলের থেকেও তাঁকে বেশি চিন্তায় রেখেছে সহবাগের অনুপস্থিতি। “আমরা সব সময় ওপেনারদের উপর খুব নির্ভর করি। একটা ভাল শুরু হলে আমাদের মিডল অর্ডার ব্যাটিং সেই সুযোগটা কাজে লাগাতে পারে। সহবাগের মতো ব্যাটসম্যান এখন বিশ্ব ক্রিকেটে খুব কমই আছে। ও একাই যে কোনও সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। অবশ্যই ওর অভাব আমরা টের পাব,” বলেছেন ধোনি।
নেটে সচিনের ছবি এপির
বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে ইংল্যান্ডের পেস আক্রমণই যে সবচেয়ে শক্তিশালী, মানছেন ভারত অধিনায়ক। সেই আক্রমণকে সামলাতে গৌতম গম্ভীরের সঙ্গে লর্ডসে ওপেন করতে নামবেন অভিনব মুকুন্দ। এ দিন নেটে অফ স্টাম্পের উপর বাউন্স করে বেরিয়ে যাওয়া বলে অনেকটা সময় ব্যাটিং করলেন গম্ভীর। পরে ধোনি বলছিলেন, “ইংল্যান্ড দলটা খুব ভাল। ওরা বড় রান করে। নিয়মিত ২০টা উইকেট তোলে। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে ওদের বিরুদ্ধে।”
আইসিসি র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড হয়তো তিন নম্বর জায়গায় রয়েছে, কিন্তু ঘটনা হল, এই সিরিজের ফল ঠিক করে দিতে পারে এক নম্বর টেস্ট টিমের আসনটা ধোনিরা ধরে রাখতে পারবেন কি না। ইংল্যান্ড যদি ২-০ বা ৩-১ ফলে সিরিজ জিতে যায়, তবে ভারতকে সরিয়ে এক নম্বরে চলে আসবে অ্যান্ড্রু স্ট্রসের দল।
তথ্যটা জেনেও বিশেষ গুরুত্ব দিতে নারাজ ধোনি। বলছিলেন, “খেলার মূল কথাটাই হল, খেলাটাকে উপভোগ করা। আমরা চাই না রেটিং-র্যাঙ্কিং নিয়ে মাথা ঘামাতে।”
ধোনির সঙ্গে আজ সাংবাদিক সম্মেলনে এসেছিলেন কোচ ডানকান ফ্লেচারও। ইংল্যান্ড টিমের পুনর্জন্ম যাঁর হাতে সেই ফ্লেচার এ দিন বলছিলেন, “যখন ইংল্যান্ড ছেড়ে যাই, তখন ভাবিনি এ ভাবে আবার ইংল্যান্ডে ফিরে আসব।” সহবাগকে না পেলেও পুরো সুস্থ জাহির খানকে পেয়ে গিয়েছেন ধোনি। আর অ্যান্ড্রু স্ট্রস বনাম জাহির খানের লড়াই নিয়ে প্রচারমাধ্যমে লেখালেখি শুরু হয়ে গিয়েছে। টেস্টে পাঁচ বার জাহিরের শিকার হয়েছেন স্ট্রস। তা সত্ত্বেও ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, “টেকনিক্যালি বাঁ হাতি পেসারদের খেলার ব্যাপারে আমার কোনও সমস্যা নেই।”
জাহিরের বিরুদ্ধে প্র্যাক্টিস পাওয়ার জন্যই আগামিকাল সমারসেটের হয়ে নামতে পারেন স্ট্রস।
সব মিলিয়ে লর্ডস টেস্টের দিন সাতেক আগে থেকেই টেস্ট-যুদ্ধের ঢাকে কাঠি পড়ে গেল।

ইংল্যান্ডকে সতর্কবার্তা সৌরভের
জমজমাট এবং হাড্ডাহাড্ডি। এক কথায় এ ভাবেই আসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজকে ব্যাখ্যা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই সপ্তাহে আইসিসি-র ক্রিকেট ওয়ার্ল্ড রেডিও শো-তে শোনা যাবে সিরিজ নিয়ে প্রাক্তন অধিনায়কের বক্তব্য। “শেষবার ২০০৭-এ এখানে জিতেছিলাম আমরা, আমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারপরে ইংল্যান্ড অনেকটা উন্নতি করেছে। তবে ওদের মনে রাখা উচিত ২০০২-এ আমরা পিছিয়ে থেকে সিরিজ সমান করেছিলাম। আমি বলতে পারি, ভারতকে হারানোটা বেশ ‘টাফ’ হবে।”
ওই একই শো-এ সৌরভের পাল্টা বলেছেন ইংল্যান্ড সহ-অধিনায়ক অ্যালিস্টার কুক। যিনি জানাচ্ছেন, ভারতের বিরুদ্ধে অনেক কিছু প্রমাণ করার আছে ইংল্যান্ডের। “আমরা বিশ্বের এক নম্বর হতে চাই। আর সেটা করতে গেলে ভারতকে হারাতে হবে এবং দেখাতে হবে আমরাও ওই জায়গাটায় পৌঁছতে পারি। ওদের অনেক কিংবদন্তি আছে, কিন্তু আমাদের হারানো কঠিন হবে,” বলেছেন কুক।
First Page Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.