|
|
|
|
|
মেসি ৮ হলে ফোরলান ৬
বিশ্বজিৎ ভট্টাচার্য |
|
এক জন কলকাতা ঘুরে গিয়েছে। এক জন কলকাতা আসছে। দুই মহাতারকার যুদ্ধ দেখার জন্য কোপা আমেরিকা নিয়ে হঠাৎ আগ্রহ বেড়ে গিয়েছে কলকাতার। রাস্তাঘাট, অফিসে লোকের কথায় বুঝতে পারছি। কথা হচ্ছে আর্জেন্তিনা বনাম উরুগুয়ে ম্যাচটা নিয়ে।
লিওনেল মেসি ও দিয়েগো ফোরলানের মধ্যে মিলটা কোথায়? কোথায়ই বা অমিল? খুব ভাল করে দেখলে বোঝা যায়, দু’জনের মিল অনেক।
পেরিফেরাল ভিশন খুব ভাল। দলকে নেতৃত্ব দিতে পারে। দু’জনেরই মাথা খুব ঠান্ডা। সহজে উত্তেজিত হয় না। দু’জনকেই উত্তেজিত হতে দেখেছি বলে মনে পড়ছে না। মেসির পাসিং অবশ্য খুব খুব ভাল। হঠাৎ হঠাৎ জায়গা বদলে সবাইকে চমকে দিতে পারে। সময়জ্ঞান এত ভাল যে বল একবার ধরলে কাউকে ছুঁতে দেবে না। ওকে ফাউল করতে হবে।
ফোরলান তা হলে এগিয়ে কোথায়? ও মাঠ জুড়ে খেলতে পারে। উঠে নেমে পরিশ্রমটা করে। এতটা মেসি করে না। গোলটা দারুণ চেনে। তবে ওর সমস্যা হল, সাপোর্টিং প্লে ভাল না হলে ফোরলান জ্বলে উঠতে পারে না।
বিশ্বকাপে উরুগুয়ে টিমগেম খেলেছিল। প্রত্যেকে প্রত্যেককে সাহায্য করেছিল। তাই ফোরলান জ্বলে উঠেছিল। সেটা আবার মেসির আর্জেন্তিনা পারেনি। কোপায় কিন্তু উরুগুয়ে সেই এক বছর আগের খেলাটা খেলতে পারছে না। তাই ফোরলানকে অতটা মেজাজে পাচ্ছি না। আগের ম্যাচে মেসিকে যেমন পেলাম।
সব মিলিয়ে ১০য়ের মধ্যে নম্বর দিতে হলে মেসিকে ৮ দিতে হবে। ফোরলানকে ৬।
দারুণ ম্যাচটায় জিতবে কারা? উত্তরটা সহজ। এখনকার ফর্মে খেললে মেসিরাই ফেভারিট। আবার বিশ্বকাপের ফর্ম দেখাতে পারলে ফোরলানরা। মেসিদের নিজের মাঠে খেলতে হবে। এটার ভাল, খারাপ, দুটো দিকই রয়েছে। জানি না, মেসিরা কী ভাবে ব্যাপারটা সামলাবে। তবে আর্জেন্তিনা কে ভাল খেলতে হলে তেভেজকে ভাল খেলতেই হবে। |
|
|
|
|
|