|
|
|
|
|
ব্রাজিলের ছন্দে ফিরতে কোপাই না শেষ হয়ে যায়
সুব্রত ভট্টাচার্য |
|
ব্রাজিল ৪ (পাতো ২, নেইমার ২)
ইকুয়েডর ২ (কাইসেদো ২) |
ব্রাজিল জিতল, চারটে গোলও করল। কিন্তু পুরোপুরি ছন্দে এখনও ফিরল না।
প্রথম দুটো ম্যাচে আর্জেন্তিনা ড্র করার পর তৃতীয় ম্যাচে কোস্টা রিকার সঙ্গে মেসিদের যে রকম জায়গা নিয়ে খেলতে দেখেছিলাম, বৃহস্পতিবার সকালের ব্রাজিল কিন্তু সেই পর্যায়ে এখনও পৌঁছয়নি। কারণ, অনেকগুলো মিস পাস করল। মাঝে মাঝেই গতি কমে গেল। আর গোলকিপার হুলিও সিজারের ভুল সিদ্ধান্ত। এই ভুলগুলো কাটিয়ে না বেরোলে টুর্নামেন্টটা উতরে দেওয়া কঠিন। ব্রাজিল আগের ম্যাচগুলোর তুলনায় অবশ্যই এই ম্যাচটা ভাল খেলেছে। তবে কাকা-রোনাল্ডিনহোর আমলের ব্রাজিলের ছন্দে এখনও দেখতে পেলাম না। সেই ছন্দে ফিরতে ফিরতে কোপা আমেরিকা না শেষ হয়ে যায়।
গ্রুপ লিগের পর ফের কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে লুসিওরা কী ভাবে সামলায় সেটাও দেখার।
এর একটা বড় কারণ দক্ষ ও অভিজ্ঞ ফুটবলারের অভাব। কাকা, রোনাল্ডিনহো বল নিয়ন্ত্রণে এতটাই দক্ষ ছিল যে ওরাই খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারত। ক্লেবেরসন, গিলবার্তো সিলভা-রা দলে নেই। এই দলটার মাঝমাঠে গান্সো, রামিরেসরা অত অভিজ্ঞ নয়। গান্সো কয়েকটা ভাল পাস বাড়িয়েছে ঠিকই, কিন্তু গোলে শট নিতে দেখলাম না। কাকা-র সঙ্গে গান্সোর তফাতটা এখানেই। |
|
গোলের উচ্ছ্বাস। পাতো। মাইকনের সঙ্গে নেইমার। -এপি ও রয়টার্স |
আর্জেন্তিনার মতো ব্রাজিলেরও গত বিশ্বকাপের দলের সঙ্গে এই দলের তফাত অনেক। তাতেই বোঝাপড়া আসতে দেরি হচ্ছে। মানো মেনেজেসের দলে এখনও গতি, শক্তি, দক্ষতা আর অভিজ্ঞতার অভাব চোখে পড়ছে। মেসিরা আগের দিন বেশ ভাল ভাবে ছন্দে ফিরলেও নেইমারদের এখনও বেশ খানিকটা উন্নতি করতে হবে। আলভেসকে বসিয়ে রাইট ব্যাকে মাইকনকে খেলাল মেনেজেস। মাইকন ডান দিক দিয়ে বেশ ভালই খেলল।
তবে ব্রাজিল যে গোলগুলো করল সেগুলো অবশ্যই সুন্দর। সেই চিরাচরিত ব্রাজিলের টাচ দেখতে পেলাম। কিন্তু নেইমার-পাতোরা ইকুয়েডরের রক্ষণকে ভুল করতে বাধ্য করতে পারেনি, ওরা নিজেরাই ভুল করছিল। পাতোর প্রথম গোলটার ক্ষেত্রেও তাই। বাকি গোলগুলো অবশ্য দর্শনীয়। নেইমার প্রথম গোলটা করল সুন্দর ওয়াল পাস খেলে এগিয়ে গিয়ে। আর দ্বিতীয় গোলটা অসাধারণ। ওপরে উঠে আসা মাইকনের নিচু ক্রসে ছোট্ট করে পা ছোঁয়াল নেইমার।
বিপক্ষ ইকুয়েডর। ওদের ভ্যালেন্সিয়া ছাড়া কোনও বিখ্যাত ফুটবলার নেই। তা-ও চোটের জন্য ভ্যালেন্সিয়া খেলতেই পারল না এই গুরুত্বপূর্ণ ম্যাচটা। তা সত্ত্বেও ব্রাজিল দুটো গোল খেল। সেটা কিন্তু রক্ষণ মন্থর হয়ে পড়ার জন্যই। লুসিও-থিয়াগো সিলভাদের ভুলেই দুটো গোল খেতে হল ব্রাজিলকে। এখানেই চিন্তায় থাকতে হবে মেনেজেসকে। |
|
|
|
|
|