|
|
|
|
দুই জেলাজুড়ে অরণ্য সপ্তাহ |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া ও খাতড়া |
পুরুলিয়া-বাঁকুড়া দুই জেলাতেই বৃহস্পতিবার সাড়ম্বরে শুরু হল অরণ্য সপ্তাহ। পুরুলিয়ায় রামকৃষ্ণ মিশনের প্রেক্ষাগৃহে বন দফতরের উদ্যোগে এই অনুষ্ঠানের সূচনা হয়। বন্যপ্রাণী রক্ষার স্বীকৃতি স্বরূপ আড়শার পাঁচ ব্যক্তিকে পুরস্কৃত করার প্রস্তাব দেবে জেলা বন দফতর। এ দিন এমনটাই জানান পুরুলিয়ার ডিএফও অজয় কুমার দাস। বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে অযোধ্যা পাহাড়ের নীচে আড়শার গন্ধবাজার-আহাড়রা রাস্তা থেকে একটি হরিণশাবককে শিকারিদের হাত থেকে উদ্ধার করেন গন্ধবাজার গ্রামের চার যুবক ও স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই কাজের স্বীকৃতি স্বরূপ তাঁদের বৃহস্পতিবার আড়শা থেকে অরণ্য সপ্তাহের অনুষ্ঠানে নিয়ে আসেন বন দফতরের কর্তারা। অনুষ্ঠানে তাঁদের প্রশংসা করেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী আত্মপ্রভানন্দ। তিনি স্মারক তুলে দেন ওই শিক্ষক সলিলকুমার মাঝির হাতে। পুরুলিয়া’র ডিএফও অজয় কুমার দাস বলেন, “সলিলবাবু-সহ এই পাঁচ জনের নাম বন্যপ্রাণী রক্ষায় পুরস্কারের জন্য আমরা সুপারিশ করব।” সলিলবাবু ও অশোক রাজোয়াড়-সহ ওই পাঁচ গ্রামবাসীর বক্তব্য, “আমরা আমাদের কর্তব্য করেছি। ভাল লাগছে একটা প্রাণ বাঁচাতে পেরে।” |
|
পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছবিটি তুলেছেন সুজিত মাহাতো।
|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় হাতে-কলমে গাছ লাগানোর বিষয়টিকে মাধ্যমিকের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন স্বামী আত্মপ্রভানন্দ। তিনি বলেন, “লুণ্ঠন প্রবৃত্তি ও ভোগস্পৃহাই আমাদের গভীর সঙ্কটের সামনে উপস্থিত করেছে। প্রতিদিন ভারতে ১০ হেক্টর জমির গাছ লোপাট হয়ে যাচ্ছে। সেই অনুপাতে গাছ লাগানো হচ্ছে না। হলেও তার পরিচর্যা হচ্ছে না। তাই গাছ লাগানোর বিষয়টিকে প্র্যাকটিক্যালের মাধ্যমে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করলে ভাল হয়।”
শান্তিরামবাবু বলেন, “আমি এই প্রস্তাবের কথা অবশ্যই শিক্ষামন্ত্রীকে জানাব।” পাশাপাশি, তাঁর বক্তব্য, “লাক্ষা পুরুলিয়ার একটি অর্থকরী ফসল। সোনাঝুলি, ইউক্যালিপ্টাস নয়, লাক্ষা যে সমস্ত গাছে হয় সেগুলি বেশি করে লাগাতে হবে।” জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ গোবর্ধন শীল বলেন, “নির্বিচারে গাছ কাটার ফলেই আবহাওয়ার এই পরিবর্তন। সময়ে বর্ষা, শীত আসছে না। এর পরেও কি আমাদের চেতনা ফিরবে না?” রাজ্যের দক্ষিণ-পশ্চিম চক্রের বনপাল সোমনাথ মুখোপাধ্যায় বলেন, “সমাজভিত্তিক বনসৃজনের কাজ কিছুদিন নানা কারণে বন্ধ রয়েছে। তা পুনরায় শুরু করতে হবে। এ বিষয়ে আমরা আমাদের পরিকল্পনা সরকারকে জানাব।” |
|
খাতড়ায় দেবব্রত দাসের তোলা ছবি। |
বাঁকুড়ায় এ দিন অরণ্য সপ্তাহ সূচনার মূল অনুষ্ঠানটি হয় খাতড়ার গুরুসদয় মঞ্চে। স্থানীয় খাতড়া হাইস্কুলে বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের সূচনা করেন জেলা সভাধিপতি পার্থপ্রতিম মজুমদার। এ দিন ওই স্কুল চত্বরে ১০০টি গাছের চারা লাগানো হয়। অনুষ্ঠানে ডিএফও (বাঁকুড়া দক্ষিণ) সুধীরকুমার দাস বলেন, “অরণ্য সপ্তাহ উপলক্ষে চলতি সপ্তাহে বাঁকুড়া জেলায় প্রায় দেড় লক্ষ গাছের চারা বিলি করবে বন দফতর। বন দফতরের নিজস্ব জমিতে লাগানো হবে প্রায় ৪৮ হাজার গাছের চারা।” সভায় জেলা সভাধিপতি বলেন, “এলাকার সবুজায়নের লক্ষ্যে প্রত্যেককে গাছ লাগাতে হবে। সেই জন্যই জেলাজুড়ে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি, মহকুমাশাসক (খাতড়া) নিরঞ্জন কুমার, ডিএফও (বাঁকুড়া দক্ষিণ) প্রমুখ। বনদফতর সূত্রে জানা গিয়েছে, বিলি করা চারা গাছের অধিকাংশই কাঁঠাল, জাম, আম, শিশু, আকাশমণি। অরণ্য সপ্তাহ উপলক্ষে বন দফতরের বিভিন্ন অফিস থেকে বিনামূল্যে চারা গাছ বিলি করা হবে। |
|
|
|
|
|