টুকরো খবর

অরণ্য সপ্তাহ পালন পূর্বে
বাঁধ রক্ষায় দিঘা থেকে গেঁওখালি পর্যন্ত উপকূল এলাকায় বনসৃজনে উদ্যোগী হল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও বন দফতর। উপকূল এলাকায় বনভূমি সংরক্ষণ ও নতুন করে বনাঞ্চল তৈরির জন্য ইন্টিগ্রেটেড কোস্টাল জোন ম্যানেজমেন্ট প্রকল্পে প্রায় ৫ কোটি ৩৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার অরণ্য সপ্তাহ উপলক্ষে তমলুক পুরসভার মহেন্দ্র স্মৃতি সদনে জেলাস্তরের উদ্বোধন অনুষ্ঠান হয়।
তমলুকে চারা রোপণ পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের । ছবি: পার্থপ্রতিম দাস
অনুষ্ঠানের উদ্বোধক কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী বলেন, রাজ্যের নতুন সরকার উপকূলের বাঁধ রক্ষার জন্য সেচ দফতরকে পরিকল্পনা তৈরি করতে বলেছে। প্রকল্প তৈরি হয়ে গেলেই দ্রুত কাজে নামা হবে।” এ দিকে, সংস্কার না হওয়ায় জেলায় বহু এলাকায় সমুদ্রবাঁধ জীর্ণ হয়ে পড়েছে। ওই সব এলাকায় নতুন করে বাঁধ তৈরির পাশাপাশি পুরনো বাঁধ মেরামতির জন্য অর্থ বরাদ্দ করা হবে বলেও জানান শিশিরবাবু। জেলা বন আধিকারিক প্রশান্ত পাল বলেন, “পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী প্রায় ২২ কিলোমিটার এলাকায় ঝাউ, আকাশমণি, কেয়া ও কাজুবাদাম গাছের বনাঞ্চল তৈরি করা হয়েছে। আরও বনাঞ্চল তৈরি করা হবে।”
রামনগরে অনুষ্ঠান। ছবি: সুব্রত গুহ।
অনুষ্ঠানে জেলার সভাধিপতি গান্ধী হাজরা, জেলাশাসক অর্চনা ছিলেন। অরণ্য সপ্তাহ উপলক্ষে এ দিনই সকালে রামনগর থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ উৎসব পালিত হয়। আয়োজক ভাষা ও সংস্কৃতি’র সম্পাদক কৃষ্ণেন্দু বেরা জানান, অনুষ্ঠানে নাচ-গান পরিবেশন করে কাঁথি কৃষ্টি শ্রীরঙ্গম সংস্থার ছাত্রছাত্রীরা।

অরণ্য সপ্তাহ পালন
ছবি: বিশ্বরূপ বসাক।
অরণ্য সপ্তাহ পাল করল শিলিগুড়ি পুরসভা ও শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বৃক্ষরোপণ সহ নানা অনুষ্ঠানের মধ্যে অরণ্য সপ্তাহ পালিত হয়। শিলিগুড়ি পুরসভার তরফে এ দিন সকাল ৯টা নাগাদ বাঘাযতীন পার্কে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে অরণ্য সপ্তাহ পালন শুরু হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, শিলিগুড়ি পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত, শিলিগুড়ির বিধায়ক এসজেডিএ’র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য, ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা উপস্থিত ছিলেন। বাঘাযতীন পার্ক থেকে সেবক মোড় পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রী, পুরকর্মীরা প্ল্যাকার্ড হাতে পদযাত্রা করেন। রাস্তার পাশে মন্ত্রী, মেয়র, বিধায়ক-সহ আধিকারকরা বৃক্ষরোপণ করেন। পরে ডেপুটি মেয়র বলেন, “পদযাত্রায় স্কুলের ছাত্রছাত্রীরা সেভাবে অংশগ্রহণ করেনি। কেন এটা হল তা খতিয়ে দেখা হবে।”

অরণ্য সপ্তাহ শুরু
আলিপুরদুয়ারে শুরু হল অরণ্য সপ্তাহ। বৃহস্পতিবার আলিপুদুয়ার হাই স্কুলে উদ্বোধন হল অরণ্য সপ্তাহ। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপ ক্ষেত্র অধিকর্তা রাজেন্দ্র জাখর জানান, ১৪ -২০ জুলাই অরণ্য সপ্তাহ উপলক্ষে মোট দেড় লক্ষ চারা গাছ বিতরণ করা হবে। এদিন উদ্বোধন অনুষ্ঠানে দুই হাজার চারা গাছ বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক দেবপ্রসাদ রায়, পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায়-সহ বিশিষ্ট ব্যাক্তিরা এদিন স্কুল ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের প্রতিটি রেঞ্জে সাত দিন ধরে নানা সচেতনতামূলক অনুষ্ঠান চলবে।

সেমিনার
জলপাইগুড়ির গ্রামীণ এলাকায় শৌচাগার ব্যবহার করার সচেতনতা প্রসারে বৃহস্পতিবার জেলার আধিকারিক এবং বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে সেমিনার হয়। জলপাইগুড়ি জেলা পরিষদের সার্বিক স্বাস্থ্য বিধান দফতরের সঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে এদিন সেমিনারের আয়োজন করা হয়। গ্রামের স্কুল বা বাড়িগুলিতে শৌচাগার তৈরি করে দিলেই হবে না, শৌচাগার ব্যবহার করতে গ্রামীণ বাসিন্দারা সচেতন না হলে লাভ হবে না বলে গৌল ইন্ডিয়া নামের স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক উৎপল বিশ্বাস বলেন, “জলপাইগুড়ি জেলার তুড়তুড়ি খন্ড গ্রামকে মডেল ধরে নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে কাজ করা হচ্ছে। সচেতনতা প্রসারই মূল হাতিয়ার।”

শুরু হল ‘অরণ্য সপ্তাহ’
বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরে কলকাতা পুরসভা এবং রাজ্যের বন দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এই ‘অরণ্য সপ্তাহের’ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে ছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং বনমন্ত্রী হিতেন বর্মন। একটি বকুল গাছের চারা রোপণ করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এই মরসুমে চার কোটি গাছ লাগানো হবে। এর মধ্যে রাজ্য সরকার এক কোটি গাছ লাগাবে। বন দফতর রাজ্যের প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং কলেজকে দশটি করে গাছের চারাও বিতরণ করবে। দেশপ্রিয় পার্ক থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত এক পদযাত্রায় অংশও নেন মুখ্যমন্ত্রী। সঙ্গে প্রায় ৫০০০ ছাত্রছাত্রী। দেশপ্রিয় পার্কে ছবিটি তুলেছেন দেবাশিস রায়।
Previous Story Jibjagat First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.