দুর্নীতির অভিযোগে তালা পঞ্চায়েতে নিজস্ব সংবাদদাতা, সিউড়ি: উন্নয়নের কাজে গতি আনার দাবিতে এবং ১০০ দিনের প্রকল্প-সহ বিভিন্ন কাজে দুর্নীতির অভিযোগ তুলে সিউড়ি ২ ব্লকের কোমা পঞ্চায়েতে তালা দিল তৃণমূল। সোমবার সকালে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়ায় প্রধান-সহ কোনও কর্মী কার্যালয়ে ঢুকতে পারেননি। স্বভাবতই এ দিন পঞ্চায়েতে কাজকর্ম বন্ধ ছিল। তৃণমূলের অভিযোগ, বামফ্রন্ট পরিচালিত ওই পঞ্চায়েতে উন্নয়নের গতি কমে যাচ্ছে। জরুরি ভিত্তিতে যে সব কাজকর্ম হওয়ার প্রয়োজন তা তো হচ্ছেই না। উল্টে বিভিন্ন কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছে। যতক্ষণ না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে এসে সমস্যা মেটানোর আশ্বাস দিচ্ছেন, ততক্ষণ তালা বন্ধ থাকবে পঞ্চায়েতে।