দুঃস্থ অসহায় পরিবারের জন্য একবেলা খাবার সুনিশ্চিত করতে ‘সহায়’ প্রকল্পের সূচনা করল নলহাটি ২ ব্লকের বারা ১ পঞ্চায়েত। সোমবার ৯টি সংসদের মধ্যে ৮টি সংসদে এই প্রকল্প চালু হয়। প্রকল্পটি ঠিক মতো বাস্তবায়িত হচ্ছে কি না তা দেখতে এলাকায় যান খোদ রামপুরহাট মহকুমাশাসক বিধান রায় এবং নলহাটি ২ ব্লকের বিডিও গঙ্গাধর দাস। সঙ্গে ছিলেন বারা ১ পঞ্চায়েত প্রধান এহেসান আলি এবং পঞ্চায়েত কর্মীরা। মহকুমাশাসক বলেন, “৮টি ব্লকের ৬৫টি পঞ্চায়েতের সংসদের দুঃস্থ অসহায় পরিবারগুলিকে চিহ্নিত করে সংসদের গ্রামোন্নয়ন কমিটির সচিবদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। ওই তালিকা সহায় প্রকল্পের আওতায় আনা হবে, যাতে ওই সব পরিবার একবেলা রান্না করা খাবার পান। তা দেখার জন্য বিডিওদের বলা হয়েছে।” বিডিও গঙ্গাধর দাস বলেন, “৬টি পঞ্চায়েতের মধ্যে নওয়াপাড়া গ্রাম পঞ্চায়েতে সম্প্রতি এই প্রকল্প চালু করা হয়েছে। বারা ১ গ্রাম পঞ্চায়েতে সোমবার চালু হয়েছে। বাকিগুলিতে শীঘ্রই চালু করা হবে।” কংগ্রেস প্রধান এহেসান আলি বলেন, “এই প্রকল্পে ৭০ জনেরও বেশি অসহায় মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে আরও মানুষকে এই প্রকল্পের আওতায় আনার চেষ্টা চলছে। পঞ্চায়েতের বাকি ১টি সংসদে শীঘ্রই চালু করা হবে।”
|
পঞ্চায়েত মন্ত্রী চন্দ্রনাথ সিংহের উপস্থিতিতে সোমবার ইলামবাজার ব্লকের বিলাতি গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রধান, উপপ্রধান-সহ ৫ সদস্য তৃণমূলে যোগ দিলেন। মন্ত্রী বলেন, “ওই এলাকায় পঞ্চায়েতের কাজকর্ম কী হচ্ছে তা দেখতে গিয়েছিলান। উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে, প্রধান ও উপপ্রধানদের বলা হয়েছে। সমস্যা হলে জানাতে বলেছি।” বিলাতি পঞ্চায়েত প্রধান মহম্মদ কামালউদ্দিন বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছ ভাববূর্তি এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপপ্রধান-সহ ৫ জন তৃণমূলে যোগ দিয়েছি।” অন্য দিকে, ইলামবাজার ব্লকের ইলামবাজার পঞ্চায়েতের সিপিএম প্রধান যাদব বাগদি প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছেন। ইলামবাজারের বিডিও অনিরুদ্ধ নন্দী বলেন, “ব্যক্তিগত কারণে প্রধান পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে যাদব বাগদি লিখিত ভাবে সোমবার জানিয়েছেন।”
|
বেহাল রাস্তার সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলেন এলাকাবাসী। ময়ূরেশ্বরের মল্লারপুরের বাসিন্দাদের একাংশ এ দিন প্রায় ঘন্টা দেড়েক অবরোধ করে রাখেন ৬০ নম্বর জাতীয় সড়ক। অভিযোগ, স্থানীয় বটতলা থেকে রায়পাড়া পর্যন্ত রাস্তা খানাখন্দে ভরা। এ ছাড়া বটতলা থেকে বাহিনা মোড় পর্যন্ত রাস্তাও বেহাল। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি। পানাগড়-মোরগ্রাম জাতীয় সড়কে মহম্মদবাজার থেকে মোরগ্রাম পর্যন্ত দেখভালের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী বাস্তুকার অনলজ্যোতি রায় বলেন, “বর্ষাকালে সংস্কারের কাজ ভালভাবে করা যাচ্ছে না। তবে যতটুকু করা যায় তার চেষ্টা চালানো হচ্ছে।”
|
শিক্ষকদের হেনস্থার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটে মাড়গ্রামের কুটিপাড়া প্রাথমিক স্কুলে। এর পরেই স্কুল বন্ধ করে দেন কর্তৃপক্ষ। শিক্ষকেরা থানায় ও বিডিও-র কাছে লিখিত অভিযোগ করেন। মৌখিক ভাবে জেলাশাসক ও বিদ্যালয় পরিদর্শককেও তাঁরা জানিয়েছেন। প্রধান শিক্ষক প্রতিভাকান্ত মণ্ডলের অভিযোগ, “দুপুর ২টো নাগাদ এক যুবক মদ্যপ অবস্থায় স্কুলে ঢুকে আমার এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে অশালীন আচরণ করে। প্রতিবাদ করলে জামা ধরে টানাটানি করে। তাঁর হুমকি, “ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে স্কুল খোলা হবে না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।” রামপুরহাট ২ ব্লকের বিডিও সোমা সাউ বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
|
রামপুরহাট-চাঁদপাড়া সড়কের উপরে এবং মাড়গ্রামের চাঁদপাড়া গ্রামের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মোট ২টি কালভার্ট ভেঙে গিয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন চাঁদপাড়া গ্রামের বাসিন্দারা। কালভার্ট দু’টি অবিলম্বে সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে বাসিন্দাদের দাবি। ঝুঁকি নিয়ে বাস, ট্রেকার চলছে। রামপুরহাট ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বন্যেশ্বর সাহা বলেন, “খোঁজ নিয়ে কালভার্ট দু’টি সংস্কারের চেষ্টা করব।”
|
মন্দিরের তালা ভেঙে সোনার গয়না, বাসনপত্র-সহ নানা সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার রাতে ঘটনাটি ঘটে ময়ূরেশ্বরের পলাশবাসিনী মন্দিরে। চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবিতে সোমবার সকাল ৮টা থেকে মন্দিরের সামনে সাঁইথিয়া-রামপুরহাট সড়ক কিছু ক্ষণ অবরোধ করেন স্থানীয় মানুষ। মিনিট কুড়ি পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। |