হারের ভয়েই
রান তাড়া করেননি
অধিনায়ক |
সংবাদসংস্থা, রসো, ডমিনিকা: জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটে যথেচ্ছ সমালোচনা হলে কী হবে, রান তাড়া না করা নিয়ে একেবারেই হতাশ নন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। জেতার জন্য রান তাড়া করলে হেরে যাওয়ার ঝুঁকি থাকত এবং সে জন্যই ভারত রান তাড়া করেনি বলে দাবি করছেন ভারত অধিনায়ক। ধোনি বলছেন, “রান তাড়া থামিয়ে দেওয়া নিয়ে আমি একেবারেই হতাশ নই। রান তাড়া করা মানে সিরিজ জেতা নিয়েই একটা ঝুঁকি থাকত। তিনটে উইকেট পড়ার পরে আমাদের মনে হয়েছিল, আর ঝুঁকি নেওয়ার দরকার নেই। আমরা প্রথমে চেষ্টা করেছিলাম, কিন্তু দিনের শেষে সিরিজ জিতেই খুশি।” |
|
ড্রয়ের আপস করে কাঠগড়ায় ধোনি |
নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপ জেতার মধুচন্দ্রিমা কেটে গেল মহেন্দ্র সিংহ ধোনির। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ জেতার পরেও!
ওয়াংখেড়েতে ইতিহাস তৈরির চার মাস পর ক্রিকেটজীবনের সবথেকে বড় বিতর্ক তাড়া করল ধোনিকে। রবিবার ডমিনিকার উইন্ডসর পার্কে টেস্ট জেতার জন্য ৯০ বলে ৮৬ রান দরকার এই অবস্থায় ম্যাচ বন্ধ করে দেওয়া হয় দু’দলের সম্মতিতে। যা দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকরা এবং ক্রিকেটমহল বিস্মিত! অদ্ভুত ভাবে পনেরো ওভার বাকি থাকতে ম্যাচ বন্ধে সম্মতি দেওয়ায় কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে ধোনি এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। |
|
|
ধোনির কাছ থেকে
এটা আশা করিনি |
দীপ দাশগুপ্ত: ডমিনিকার উইন্ডসর পার্কে রবিবার যা হয়েছে, তা টেস্ট ক্রিকেটের পক্ষে একেবারেই খারাপ একটা বিজ্ঞাপন। প্রথমেই বলে রাখি, ৪৭ ওভারে ১৮০ মোটেই আহামরি কিছু লক্ষ্য নয়। তা-ও বুঝতাম, যদি উইকেটটা খারাপ হত, বল হঠাৎ লাফাত বা নিচু হত। সেরকম কিছু খেলা দেখে অন্তত আমার মনে হয়নি। যখন খেলা বন্ধ হল, ৯০ বলে ৮৬ রান দরকার ছিল। হাতে তখনও সাতটা উইকেট। ক্রিজে রাহুল আর লক্ষ্মণ। মানছি দেবেন্দ্র বিশু রাউন্ড দ্য উইকেট এসে নেগেটিভ বোলিং করছিল। কিন্তু রাহুল বা লক্ষ্মণ তো এই পরিস্থিতিতে শেন ওয়ার্ন বা মুরলীধরনের নেগেটিভ বোলিংও সামলেছে। |
|
|
আজ তেভেজ বাদ,
বদল চার |
|
আর্মান্দোর স্টাইল ভাল হাউটনের থেকে |
|
ক্রীড়া পর্ষদে
প্রস্তাবের বন্যা |
|
|
টুকরো খবর |
|
|