ড্রয়ের আপস করে কাঠগড়ায় ধোনি |
নিজস্ব প্রতিবেদন |
বিশ্বকাপ জেতার মধুচন্দ্রিমা কেটে গেল মহেন্দ্র সিংহ ধোনির। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ জেতার পরেও!
ওয়াংখেড়েতে ইতিহাস তৈরির চার মাস পর ক্রিকেটজীবনের সবথেকে বড় বিতর্ক তাড়া করল ধোনিকে। রবিবার ডমিনিকার উইন্ডসর পার্কে টেস্ট জেতার জন্য ৯০ বলে ৮৬ রান দরকার এই অবস্থায় ম্যাচ বন্ধ করে দেওয়া হয় দু’দলের সম্মতিতে। যা দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকরা এবং ক্রিকেটমহল বিস্মিত! অদ্ভুত ভাবে পনেরো ওভার বাকি থাকতে ম্যাচ বন্ধে সম্মতি দেওয়ায় কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে ধোনি এবং ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
একে তো টি-টোয়েন্টি জমানায় ৪৭ ওভারে ১৮০ তাড়া করার কোনও লক্ষণই দেখায়নি ভারত। তার উপর ক্রিকেটের নিয়ম লঙ্ঘন না হলেও পনেরো ওভার বাকি থাকতে ম্যাচ বন্ধ করা নিয়ে তীব্র রোষ তৈরি হয়েছে। রাত জেগে বসে থাকা সমর্থকেরা সঙ্গে সঙ্গে ক্ষোভ উগরে দিতে শুরু করেন। ইএসপিএন কমেন্ট্রি বক্সে একের পর এক উত্তেজিত প্রতিক্রিয়া আছড়ে পড়ে। কেউ লেখেন ‘শেম অন ইন্ডিয়া। টেস্ট ক্রিকেটের কালো দিন’। কেউ লেখেন ‘৯০ বলে ৮৬ দরকার এই অবস্থায় ম্যাচ বন্ধ করা পাগলামি ছাড়া কিছুই না।’
ফেসবুক, টুইটারেও সেই ক্ষোভ ছড়িয়ে পড়তে থাকে। সঞ্জয় মঞ্জরেকর টুইটারে লেখেন, ‘৯০ বলে ৮৬ রান দরকার থাকা অবস্থায় ম্যাচ বন্ধ করে দেওয়া হল দেখে আমি বিস্মিত! ধোনি এই সিদ্ধান্ত নিল ভাবতেই পারছি না!’ একটু পরে মঞ্জরেকর আবার ‘টুইট’ করেন ‘৪৬ ওভারে ১৮০ দরকার, এই অবস্থায় দ্রাবিড়ের ৩৮ স্ট্রাইক রেটটাও বুঝলাম না!’ |
|
ম্যান অব দ্য সিরিজের ট্রফি নিয়ে ইশান্ত শর্মা।-এএফপি |
স্টিভের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা করা হচ্ছে বলে ধোনিদের আরও আক্রান্ত দেখাচ্ছে। বিষেণ সিংহ বেদি যেমন এ দিন বলেছেন, “১-০ সিরিজ জিতে সন্তুষ্ট থাকা নয়। ধোনিরা এখন বিশ্বের এক নম্বর টেস্ট টিম। ওদের উচিত ছিল ৩-০ জিতে ফেরা।” এখানেই না থেমে বেদি যোগ করেন, “৪৬ ওভারে ১৮০ করার চ্যালেঞ্জটা ধোনির নেওয়া উচিত ছিল। ধোনি প্রতিপক্ষকে ধ্বংস করার সেই মানসিকতাটা দেখাতে পারেনি বলেই শেষ টেস্টটা জিতলাম না আমরা।”
|
লজ্জার স্ট্রাইকরেট |
|
দরকার ছিল ৯০ বলে ৮৬ |
জিততে হলে শুরু থেকে ভারতকে ওভার পিছু তুলতে হত ৩.৮২ রান।
ম্যাচ শেষে স্কোর দাঁড়ায় ৯৪-৩।
রান রেট ২.৯৩। |
উইন্ডসর পার্কে শেষ দিনে |
• বিজয় ৫৭.৬৯ |
• দ্রাবিড় ৩৮.২০ |
• রায়না ৪৪.৪৪ |
• লক্ষ্মণ ৩৩.৩৩ |
|
|
|