|
|
|
|
|
আজ তেভেজ বাদ, বদল চার
নিজস্ব প্রতিবেদন |
|
প্রথম দেশ হিসাবে কোপা আমেরিকার শেষ আটে পৌঁছে গেল কলম্বিয়া। গ্রুপ এ-র ম্যাচে তারা ২-০ হারাল বলিভিয়াকে। দুটি গোলই করলেন রাদামেল ফালকাও। বলিভিয়ার পর্বে যাওয়ার আশা শেষ।
এই গ্রুপেই আর্জেন্তিনা আছে তিন নম্বরে। কোস্টা রিকারও পরে। শেষ আটে যাওয়ার লড়াই এই দুটি দলের মধ্যেই। রিকার্ডো লা ভোল্পের কোস্টা রিকার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্তিনা খেলবে ভারতীয় সময় মঙ্গলবার ভোরে। যে ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবার নেই আর্জেন্তিনার। তিনটি গ্রুপ থেকে প্রথম দুটি দল তো কোয়ার্টার ফাইনালে যাবেই। তার সঙ্গে তিনটি গ্রুপ মিলে দুটি সেরা তৃতীয় দেশও যোগ্যতা অর্জন করবে। সেরা তৃতীয় দল হওয়ার দৌড়ে বর্তমানে তৃতীয় স্থানে মেসিরা। তাদের ঠিক উপরেই উরুগুয়ে। আর প্রথম স্থানে যুগ্ম ভাবে আছে প্যারাগুয়ে এবং ব্রাজিল। এদের সকলেরই পয়েন্ট ২। গোল পার্থক্য ০। কিন্তু আর্জেন্তিনা ছাড়া বাকি দলগুলি গোল করেছে দুটি করে।
প্রথম ম্যাচে আগুয়েরোর পর আর্জেন্তিনার আর কোনও ফুটবলারই গোল করতে পারেনি। সেই দুর্দশা মেটাতেই বাতিস্তা শেষ ম্যাচে বদলে ফেলছেন দলের খোলনলচে। মেসির পাশের দুই ফরোয়ার্ড তেভেজ এবং লাভেজ্জির বদলে নামাবেন আগুয়েরো এবং হিগুয়াইনকে। মাঝমাঠেও তাঁর লক্ষ্য বল কন্ট্রোল এবং আক্রমণাত্মক মনোভাব। এবের বানেগার বদলে ফার্নান্দো গাগোর উপরই ভরসা রাখছেন বাতিস্তা। তার সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাম্বিয়াসোকে রিজার্ভে রেখে প্রথম থেকেই নামিয়ে দিচ্ছেন দি’মারিয়াকে। সেন্ট্রাল ফরোয়ার্ডের বদলে মেসি হয়তো শুরু করবেন একটু ডান প্রান্তে। |
|
এ দিকে ব্রাজিলের কোচ মানো মেনেজেস বলছেন, “আমরা এখনও একটা টিম হিসাবে খেলতে পারছি না। কিন্তু বেশ কিছু ভাল ফুটবলার টিমে আছে। ওদেরকে সঙ্ঘবদ্ধ করাটাই লক্ষ্য।” পাশাপাশি তিনি দুটি ড্র করার ঘটনা বড় করে দেখছেন না। তাঁর কথায়, “এটা আসলে আমাদের ২০১৪ বিশ্বকাপের প্রস্তুতি। এটা ভক্তদের বুঝতে হবে।”
ফেভারিট আর এক দেশ উরুগুয়ের চিন্তা হয়ে দাঁড়িয়েছে তাদের রক্ষণ। আগের দুটি ম্যাচেই গোল পেয়েছে তারা। কিন্তু মাঝমাঠ আর ডিফেন্সের মধ্যে বোঝাপড়ার অভাবে ভুগতে হয়েছে দু’দিনই। সুয়ারেজ-ফোরলান-কাভানিরা খুব খারাপ না খেললেও জয় অধরা থেকে গেছে তাদের। কোচ অস্কার তাবারেজ বলছেন, “আমাদের আক্রমণে ভাল ফুটবলার আছে। কখন অ্যাটাক করব, কখন ডিফেন্স করব সেটা আমাদের ফুটবলারদেরই বুঝতে হবে।”
টুর্নামেন্ট শুরুর আগে ‘ডার্ক হর্স’-এর তকমা জুড়ে গিয়েছিল যে দুটি দেশের গায়ে সেই কলম্বিয়া এবং চিলিকেই এখন ফেভারিট ধরা হচ্ছে। বিশেষ করে কলম্বিয়া। তিন ম্যাচে একটাও গোল খায়নি দারিও গোমেজের দল। শুধু জমাট ডিফেন্স নয়, তাদের ভরসা জোগাচ্ছে দুর্দান্ত মাঝমাঠ এবং স্ট্রাইকার ফালকাও।
তারুণ্যে টইটুম্বুর কলম্বিয়া যেখানে শেষ আটে নামবে টগবগে মনোভাব নিয়ে সেখানে বড় দলগুলি গ্রুপের শেষ ম্যাচে নামবে এক রাশ চিন্তা নিয়ে। |
কোপা আমেরিকায় |
আর্জেন্তিনা : কোস্টা রিকা (সকাল ৬:১৫)
চিলি : পেরু (রাত ৩:৪৫)
উরুগুয়ে : মেক্সিকো (বুধবার সকাল ৬:১৫) |
|
|
|
|
|
|