|
|
|
|
মলদ্বীপ কোচের চোখে |
আর্মান্দোর স্টাইল ভাল হাউটনের থেকে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বব হাউটনের থেকে আর্মান্দো কোলাসোর স্টাইলই ভাল বলে মন্তব্য করলেন মলদ্বীপের আর্জেন্তেনীয় কোচ দিয়েগো ত্রুসিয়ানি।
হাউটনের জমানায় মলদ্বীপের কাছে হেরেছিল ভারত। রবিবার মলদ্বীপের সঙ্গে ১-১ ড্র করেছে ভারত। ম্যাচের পরে ত্রুসিয়ানি সাংবাদিক সম্মেলনে এসে বলেন, “কাতারে এশিয়া কাপে ভারত যা খেলেছিল, আর এখানে যা খেলল, দুটোর মধ্যে অনেক ফারাক। আজ ওরা দুটো উইং ব্যবহার করল। লং বল ব্যবহার করল। সেকেন্ড বলের জন্য গেল। সিস্টেমটা আসলে ঠিক জায়গায় ফিরে এসেছে ওদের। কাজও করছে। আমি ওদের কোচ আর্মান্দো কোলাসোকে সেটা বলেছি।”
এটুকু বলেই থেমে যাননি আর্জেন্তেনীয় কোচ। বলেছেন, “মলদ্বীপকেও খেলতে হবে একই রকম ভাবে। ভারত যা খেলেছে। মাঝমাঠ থেকে বল তাড়া করতে হবে। বিপক্ষকে মাঝমাঠে বল তাড়া করবে না।” ভারতের মাঝমাঠে আগের দিন খেলেছেন মেহতাব হোসেন, রহিম নবি, ক্লাইম্যাক্স লরেন্স ও স্টিভন ডায়াস। প্রথমার্ধে তাঁরা বেশ ভাল খেললেন। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা হল সুব্রত পাল ও ডিফেন্ডারদের সঙ্গে মলদ্বীপ ফরোয়ার্ড লাইন। বিরতির পরেই নেমেছিলেন আহত আলি আসফাকমলদ্বীপ ফুটবলের ভাইচুং। তার পরেই খেলা ঘুরে যায়। খেলা দেখতে মাঠে ছিলেন পর্তুগালের প্রাক্তন কোচ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফার্গুসনের সহকারী কার্লোস কুইরোজ। তিনি পরে বলেন, আলি আসফাকের বিদেশে খেলা উচিত।
সুব্রত যদি ভারতের সেরা হন, তা হলে সবচেয়ে খারাপ হলেন জেজে। তবে জেজে-সুনীল বোঝাপড়া প্রথম দিকে খুব ভাল কাজ করেছে। জেজে নিজেই পাঁচটি সিটার নষ্ট করেন। আর্মান্দো কোলাসো ম্যাচের পরে বলেন, “খুব ভাল খেলেছে আমাদের ছেলেরা। আমি ভারতীয় ফুটবলের স্টাইল বদলানোর চেষ্টা করছি। খুব খুশি যে টিম ওই স্টাইলটা রপ্ত করতে পেরেছে।” তাঁর কথায়, “জেজে আর সুনীল জুটি খুব ভাল খেলেছে। আমরা প্রথমার্ধেই খেলাটা শেষ করে দিতে পারতাম। কিন্তু এটাই ফুটবল। আমাদের ভুলগুলো সংশোধন করতে হবে পরের ম্যাচে।”
আর্মান্দোকে মলদ্বীপে প্রশ্ন করা হয়, আপনার বদলে তো বিদেশি কোচ আনার চেষ্টা করা হচ্ছে! আর্মান্দো বললেন, “আমি খেলার স্টাইল বদলানোর চেষ্টা করছি। তরুণ প্রজন্ম ব্যাপারটাকে ভাল নিয়েছে। এটাই আসল ফুটবল। ফেডারেশন যদি বিদেশি কোচ আনে, আমি খুশিমনে ক্লাবে ফিরে যাব। দশ বছর ধরে আমি আমার ক্লাবে কোচিং করাচ্ছি। আমার কোনও সমস্যা হবে না।” |
|
|
|
|
|