টুকরো খবর

আগামী ২১ জুলাই থেকে অনুষ্ঠেয় ঐতিহাসিক লর্ডস টেস্টের আগে ইন্টারনেটের মাধ্যমে নেওয়া ভোটে আইসিসি বেছে নেবে সর্বকালের সেরা টেস্ট দল। এরই প্রাথমিক তালিকায় থাকা মোট ৬০ জনের মধ্যে ভারত থেকে জায়গা পেয়েছেন ছ’জন। মোট ছয়টি বিভাগে মনোনয়ন দেওয়া হয়েছে। ওপেনার, মিডল অর্ডার ব্যাটসম্যান, উইকেটকিপার, অলরাউন্ডার, পেসার এবং স্পিনার।
তেন্ডুলকর গাওস্কর সহবাগ
ভারত থেকে ওপেনার হিসেবে আছেন সুনীল গাওস্কর ও বীরেন্দ্র সহবাগ, মিডল অর্ডারে সচিন তেন্ডুলকর। অলরাউন্ডার কপিল দেব এবং স্পিনার হিসেবে অনিল কুম্বলে ও বিষেণ সিংহ বেদী। ভারতীয় কোনও উইকেটকিপার বা পেসার প্রাথমিক তালিকায় জায়গা পাননি। ডন ব্র্যাডম্যান থেকে ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা থেকে শেন ওয়ার্ন, ইয়ান বোথাম বা ইমরান খান, কিংবদন্তি সব ক্রিকেটারই এই তালিকায় আছেন। প্রসঙ্গত টেস্ট ইতিহাসে দু’হাজারতম হতে চলেছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠেয় লর্ডস টেস্ট (২১-২৫ জুলাই)। ইসিসি-র ওয়েবসাইটে ভোট দেওয়া যাবে। বাছতে হবে দু’জন ওপেনার, তিনজন মিডল অর্ডার ব্যাটসম্যান, একজন অলরাউন্ডার ও উইকেটকিপার, তিনজন পেসার এবং একজন স্পিনার। লর্ডস টেস্ট শুরুর এক সপ্তাহ আগে প্রাপ্ত ভোটের ভিত্তিতে ফলাফল জানানো হবে।

পটেলের সঙ্গে ‘যুদ্ধ’ ইস্টবেঙ্গলের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জানানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলে। ক্লাবের প্রতিষ্ঠা দিবস ১ অগস্টে। এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী এবং এ আই এফ এফ প্রেসিডেন্ট প্রফুল্ল পটেলের দিকে তোপ দাগলেন লাল-হলুদ কর্তারা। ইন্ডিয়ান অ্যারোজের ফুটবলারদের ছাড়ার ব্যাপারে। পটেল আগের দিন কলকাতায় বলে গেছিলেন, ক্লাবগুলোকে ফুটবলার ছাড়ার ব্যাপারে অনুরোধ করবেন। ইস্টবেঙ্গলের প্রধান কর্তা দেবব্রত সরকার বলে দিলেন, তাঁরা কোনওমতেই ফুটবলার ছাড়বেন না। দেবব্রতবাবুর বক্তব্য, “উনি অনুরোধ করলে আমরা পাল্টা অনুরোধ করব, নিয়ম ভেঙে প্লেয়ার না নেওয়ার জন্য। অনুরোধ করব, এ এফ সি থেকে যে টাকা এ আই এফ এফ অনুদান পায়, সেই টাকার অংশ ক্লাবগুলোকে দেওয়ার জন্য। অনুরোধ করব, আই লিগের সূচি এবং রেফারিংয়ে যেন আমাদের প্রতি অবিচার না হয়। প্রতিবার যা হয়ে এসেছে।” ইস্টবেঙ্গলের চুক্তিবদ্ধ জুনিয়র ফুটবলাররা সবাই এখন পৈলানে কোচিং নিতে চলে এসেছেন অ্যারোজ দলের অন্যদের সঙ্গে। অধিকাংশ ফুটবলারই ক্লাবের বদলে খেলতে চান ডেসমন্ড বুলপিনের এই দলের সঙ্গে। দেবব্রতবাবু বলে দিলেন, “ফুটবলাররা কে কী চাইছে, সেটা বড় ব্যাপার নয়। আমরা নিয়ম মেনে চুক্তি করেছি ওদের সঙ্গে। ওদের পেতে যত দূর যাওয়ার হয়, যাব।” অনেকেই বলছেন, প্রেসিডেন্টের অনুরোধ আসলে নির্দেশ। ক্লাবগুলোকে মানতে হবেই। বলা হলে ইস্টবেঙ্গল কর্তার জোর গলায় মন্তব্য, “কোনও ভাবেই ফুটবলারদের ছাড়ব না, দেখে নেবেন।” ইস্টবেঙ্গল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংবর্ধনা দেবে সুকুমার সমাজপতি, সুধীর কর্মকারকে। হকি তারকা লেসলি ক্লডিয়াসকেও সংবর্ধনা দিতে চায় তারা।

অশ্বিনীদের দ্বিতীয় নমুনাতেও স্টেরয়েড
অশ্বিনী আকুঞ্জি এবং প্রিয়াঙ্কা পানওয়ারের লন্ডন অলিম্পিকে দৌড়নোর স্বপ্ন শেষ। দু’জনেই দু’বছরের জন্য নির্বাসিত হতে পারেন। কারণ, তাঁদের দ্বিতীয় (বি) নমুনাতেও পাওয়া গেল অ্যানাবলিক স্টেরয়েড মেথানডিওনোন। অলিম্পিকের যোগ্যতা অর্জন করা অবশ্য এখনও হয়নি তাঁদের। তবে কমনওয়েলথে ৪x৪০০ মিটার রিলে এবং চারশো মিটার হার্ডলসে সোনা পাওয়া অশ্বিনি যোগ্যতা পেয়েছিলেন বিশ্ব অ্যাথলেটিক্স মিটের। যা কোরিয়ার দেইগুতে শুরু হবে ২৭ অগস্ট। সেখানেও আর যাওয়া হবে না অশ্বিনীর।

অর্জুনের জন্য মৌমার নাম
মৌমা দাসের নাম ‘অর্জুন’ হিসেবে বিবেচনার জন্য পাঠাল জাতীয় টিটি সংস্থা। সঙ্গে দ্রোণাচার্য হিসেবে ভবানী মুখোপাধ্যায়ের নাম। ভবানীবাবু দীর্ঘ দিন রাজস্থানে টিটি কর্তা ও কোচের ভূমিকায় রয়েছেন। কিন্তু বাংলার জয়ন্ত পুশিলালের মতো একাই বিভিন্ন স্তরে অজস্র জাতীয় চ্যাম্পিয়ন তৈরি করতে পারেননি। ভবানীবাবু কর্মকর্তাদের খুব কাছের লোক। তাই জন্য তাঁর নাম গেল কি না প্রশ্ন উঠছে টিটি মহলে।

ভারত-পাক ফুটবল ইংল্যান্ডে
এ বার ভারত বনাম পাকিস্তান ফুটবল ম্যাচ ইংল্যান্ডে। ২৫ অগস্ট থেকে ১১ সেপ্টেম্বর তিনটি ম্যাচের সিরিজ হবে। খেলা হবে ম্যাঞ্চেস্টার, কোভেন্ট্রি ও লন্ডনে। শোনা যাচ্ছে, মূলত ডেসমন্ড বুলপিনের জুনিয়র ফুটবলাররাই খেলতে যাবেন। সঙ্গে কিছু সিনিয়র ফুটবলারও অবশ্য থাকবেন। তবে ২০০৫ সালের সাফ কাপের পরে এই প্রথম ভারত বনাম পাকিস্তান ফুটবল হবে। সিরিজের গুরুত্বের কথা ভেবে ভারতকে শক্তিশালী দল পাঠাতে হতে পারে। তবে দল নিয়ে কিছু এখনও চূড়ান্ত হয়নি।

যুব বিশ্বকাপ মেক্সিকোর
অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হল মেক্সিকো। তারা উরুগুয়েকে ২-০ গোলে হারাল ফাইনালে। এক লক্ষ লোকের সামনে আজতেকা স্টেডিয়ামে। তাদের জুলিও গোমস, জর্জ এসপেরিকুইতা, কার্লোস ফিয়েরা সেরা তিন ফুটবলারের পুরস্কার পেলেন।
Previous Story Khela First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.