দুর্নীতির অভিযোগে তালা পঞ্চায়েতে |
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
উন্নয়নের কাজে গতি আনার দাবিতে এবং ১০০ দিনের প্রকল্প-সহ বিভিন্ন কাজে দুর্নীতির অভিযোগ তুলে সিউড়ি ২ ব্লকের কোমা পঞ্চায়েতে তালা দিল তৃণমূল। সোমবার সকালে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়ায় প্রধান-সহ কোনও কর্মী কার্যালয়ে ঢুকতে পারেননি। স্বভাবতই এ দিন পঞ্চায়েতে কাজকর্ম বন্ধ ছিল।
তৃণমূলের অভিযোগ, বামফ্রন্ট পরিচালিত ওই পঞ্চায়েতে উন্নয়নের গতি কমে যাচ্ছে। জরুরি ভিত্তিতে যে সব কাজকর্ম হওয়ার প্রয়োজন তা তো হচ্ছেই না। উল্টে বিভিন্ন কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছে। যতক্ষণ না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে এসে সমস্যা মেটানোর আশ্বাস দিচ্ছেন, ততক্ষণ তালা বন্ধ থাকবে পঞ্চায়েতে। সিউড়ি ২ ব্লকের বিডিও কোয়েলী দাস বলেন, “কী কারণে তৃণমূল পঞ্চায়েতে তালা দিয়েছে আমি জানি না। মৌখিক বা লিখিত ভাবে সমস্যার কথা না জানালে সেটা জানা সম্ভবও নয়। তারা যদি সমস্যার কথা জানিয়ে আমার কাছে আসেন, তা হলে সমাধানের চেষ্টা করব।” তৃণমূলের সংশ্লিষ্ট ব্লক সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘‘বিডিও সমস্যার সমাধানের জন্য আলোচনার আশ্বাস দেওয়ায় আমরা তালা খুলে দিয়েছি।” |
পঞ্চায়েত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোমা পঞ্চায়েতের সব কটি আসন বামফ্রন্টের দখলে (সিপিএম ৫ ও ফরওয়ার্ড ব্লক ১)। তৃণমূলের মূল অভিযোগগুলি হল কোমা-খোসনাতোড় যাওয়ার রাস্তায় থাকা চন্দ্রভাগা নদীর কজওয়ের সঙ্গে সংযোগকারী রাস্তা বৃষ্টিতে ভেঙে গিয়েছে। মাটি ভরাটের কাজ চললেও তা ধীর গতিতে চলছে। তাদের দাবি, ওই অঞ্চল থেকে সিউড়ি যাওয়ার মূল রাস্তাটি দু’সপ্তাহে ঠিক না হওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। এ ছাড়া, কুড়মিঠা পাকা সড়ক থেকে কোমা পঞ্চায়েতে যাওয়ার রাস্তা, মুরাদপুর থেকে জামুড়িয়া গ্রামের বক্রেশ্বর নদীঘাট পর্যন্ত যাওয়ার রাস্তার অবস্থাও করুণ। ১০০ দিনের কাজের প্রকল্পে রাস্তা, বনসৃজন, অঙ্গনওয়াড়িকেন্দ্রের ঘর তৈরি সব ক্ষেত্রেই চূড়ান্ত দুর্নীতি হচ্ছে।স্থানীয় তৃণমূল নেতা হরিতারণ হাজরা বলেন, “বহুবার উপরোক্ত বিষয়গুলি পঞ্চায়েতে জানানো হয়েছে। কিন্তু প্রধান এর যথাযথ ব্যবস্থা নেননি। বৃষ্টির জলে চন্দ্রভাগা সেতু সংলগ্ন রাস্তা ভেঙে যাওয়ার পরেও রাস্তার কাজ শেষ হয়নি। বাধ্য হয়ে আমাদের এই পথে হাঁটতে হল।” তিনি আরও বলেন, “বর্ষাকালে যখন অন্যান্য কাজ বন্ধ থাকে তখন ১০০ দিনের কাজের প্রকল্পে বনসৃজন করে থাকে পঞ্চায়েত। কিন্তু গত কয়েক বছর ধরে লাগানো লক্ষ লক্ষ টাকার গাছ দূরবিন দিয়ে খুঁজতে হবে।” যদিও তৃণমূলের আনা অভিযোগ মানতে চাননি কোমা পঞ্চায়েতের সিপিএম প্রধান সপ্তম মাহারা। তিনি বলেন, “চন্দ্রভাগা সেতু সংযোগকারী রাস্তা প্রতি বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়। এ বারও সেটা হয়েছে। ১০০ দিনের কাজের প্রকল্পে তা মেরামত করার চেষ্টা চলছে। তবে বর্ষার সময়ে শ্রমিক পেতে সমস্যা হওয়ায় কাজটি শেষ করতে দেরি হচ্ছে। দু’তিন দিনের মধ্যে সেটি তৈরি হয়ে যাবে।” দুর্নীতি তিনি বলেন , “বিরোধীরা যদি উপযুক্ত প্রমাণ দেখাতে পারেন, সে ক্ষেত্রে পঞ্চায়েত ব্যবস্থা নেবে।” |