এই শহর জুড়ে নিরন্তর ঘটে চলা বিভিন্ন ঘটনার মাত্র কয়েকটি হয়ে ওঠে সংবাদের শিরোনাম। ভাল আর মন্দ
সেখানে হাত ধরাধরি করে আসে। শেষ তিরিশ দিনে প্রকাশিত শহরের সেরা শিরোনামগুলি দিয়েই বোঝা যায় কেমন
আছে এ শহর। কলকাতার হাঁড়ির হাল বুঝতে ২১ মে ২০১৩ থেকে ২০ জুন ২০১৩-র শীর্ষ শিরোনাম।

সারদায় সিবিআই চেয়ে সুপ্রিম কোর্টে রুজু জোড়া মামলা

• প্রহৃত শিক্ষকের পাশে দাঁড়ানোয় রবীন্দ্রভারতীর পড়ুয়াকে মারধর

• সাফল্য নয়া অস্ত্রোপচারে: গোটা শরীরটাই অসাড়। হাঁটাচলা দূরের কথা, নড়তেও পারতেন না। বুকে সংক্রমণ, ইউরো সেপসিস, বেড সোর ছিল নিত্যসঙ্গী। অস্ত্রোপচারে তাঁকে নতুন জীবন দিলেন কলকাতার চিকিৎসকেরা। বাইপাসে এক বেসরকারি হাসপাতালে ৬৩ বছরের ওই প্রৌঢ়ের ‘ইন্ট্রাথেকাল ব্যাকলোফেন ডিভাইস সিস্টেম ইমপ্ল্যান্টেশন’ অর্থাৎ আইটিবি থেরাপি করেন চিকিৎসক অনির্বাণদীপ বন্দ্যোপাধ্যায়। ওই প্রৌঢ় এখন নড়াচড়ার সঙ্গে উঠে বসতেও পারছেন। সম্প্রতি সাংবাদিক সম্মেলনে হাসপাতালের তরফে বিষয়টি তুলে ধরা হয়। ওই চিকিৎসকের দাবি, আইটিবি থেরাপি পঙ্গুত্বের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী। তিনি জানান, মেরুদণ্ডের চারপাশে জলীয় অংশে যন্ত্র বসিয়ে সর্বাধিক ডোজে ব্যাকলোফেন নামে ওষুধ দেওয়া হয়। এর পরে মেরুদণ্ডের মূল অস্ত্রোপচার। দু’সপ্তাহেই রোগীর শরীর উল্লেখযোগ্য সাড়া দেয়। এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে শহরের অন্য স্নায়ু চিকিৎসকদের বক্তব্য, পূর্বাঞ্চলে এই প্রক্রিয়া খুব পরিচিত নয়। স্ট্রোক, মস্তিষ্কে বা মেরুদণ্ডে আঘাত, সেরিব্রাল পল্সিতে তা খুবই কাজ দিতে পারে।

• পুলিশি অনুমতি নেই, তবু হাজরায় বুদ্ধের সভা ২৫ মে

• অফিসের সময়ে নাগেরবাজার থেকে দমদম নিখরচার বাসে

• কলকাতা ডার্বি খেলাবেন চার ফিফা রেফারি

• হাসপাতালের উদ্বোধন ঘিরে তরজা কংগ্রেস-তৃণমূলে

• আলিপুরের সুরক্ষায় বসল নজর-ক্যামেরা

• অভিনব ফ্যাশন শো: এঁরা অনেকেই বাড়ি বাড়ি রান্নার কাজ করেন। পাশাপাশি রয়েছে সেলাই মেশিন। এঁদের হাতের কাজ পাড়ি দেয় বিদেশেও। দক্ষিণ কলকাতার বড়বাগান বস্তি এবং তার লাগোয়া এলাকার দরিদ্র সংখ্যালঘু শিশুদের নিয়ে দীর্ঘদিন ধরে স্কুল চালিয়ে আসছিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নিজের শিশুপুত্রকে অকালে হারিয়ে মা, শিক্ষিকা শ্রীমন্তী দাস শুরু করেছিলেন সেই স্কুল। বছর তিনেক আগে থেকে কাজ শুরু করেছেন এলাকার মেয়েদের নিয়েও। তাঁদের মধ্যেই ৪৮ জনকে বেছে নিয়ে বুধবার হয়ে গেল এই অভিনব ফ্যাশন শো।

• মমতার মুখরক্ষায় মহাকরণে মুরগি

• সিনেমার নতুন বাঁকে গল্প ছাপিয়ে বিষয়ই নায়ক

• বাদ সাধেনি রাজ্য, জামিন হল মুন্নার

• মুন্নার জামিন, দুশ্চিন্তায় তাপস চৌধুরীর পরিবার

• প্রযোজক অজিতের গ্রেফতারে অস্বস্তিতে স্টুডিওপাড়া

নতুন সাজে বিনোদনের নকশা দিলেন মুখ্যমন্ত্রী

• নতুন রুটে মিলল মেট্রো চালানোর অনুমতি

• চলল নতুন ট্রাম: ট্রাম পরিবহণ ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে সিটিসি-র নয়া উদ্যোগ শুরু হল। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ও কথায় সাজানো ২২ আসনের বিশেষ যাত্রিবাহী ট্রামটির নাম ‘বলাকা’। এর দু’দিকেই ইঞ্জিন থাকবে। ট্রামটি এ দিন সকালে চলেছে এসপ্ল্যানেড-শ্যামবাজার রুটে। বিকেলে চলল এসপ্ল্যানেড ও খিদিরপুরের মাঝে। শুক্রবার ট্রামটির উদ্বোধন করেন সিটিসি-র চেয়ারম্যান শান্তিলাল জৈন। তিনি জানান, যাত্রীপিছু ভাড়া হবে দশ টাকা। ঘুরিয়ে ফিরিয়ে শহরের বিভিন্ন রুটে এটি চলবে।

• ধর্মতলা-বাবুঘাট চত্বরে বাসস্ট্যান্ড নয়, শুধু স্টপ

• নজরুলতীর্থ গড়ার কাজ দ্রুত শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

• প্রতিবাদের মুখে গাছ কাটা থামাল পূর্ত দফতর

• সঙ্গীতশিল্পীর জীবনাবসান: প্রয়াত হলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বন্দনা সিংহ। শনিবার বিকেলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৩। জানুয়ারি মাস থেকেই অসুস্থ ছিলেন বন্দনাদেবী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার তাঁর চিকিৎসার সমস্ত দায়িত্ব নেয়। শনিবার মৃত্যুর খবর পেয়ে তাঁর শেষকৃত্যের দায়িত্বও নেয় রাজ্য সরকার। সঙ্গীতজীবনে তিনি গুরু হিসেবে পেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, পাহাড়ী সান্যালকে। প্রায় ৫০ বছর গান গাওয়ার পরে ২০০৫ সালে স্বেচ্ছা অবসর নেন বন্দনাদেবী। ১৯৬১ সালে তাঁর প্রথম রেকর্ড প্রকাশ হয়। এ ছাড়া, তিনি ‘উত্তর ফাল্গুনী’, ‘জতুগৃহ’, ‘নির্জন সৈকতে’-র মতো চলচ্চিত্রেও গান গেয়েছেন।

• মেধা-তালিকায় নেই শহর, চিন্তা শিক্ষা মহলে

• মেধা-তালিকায় ঠাঁই হল না কলকাতারই

• নতুন কোচের নাম ঘোষণা ঝুলিয়ে রাখল লাল-হলুদ

• ইস্টবেঙ্গলের প্রস্তাবে রাজি হলেন না ওপারা-পেন

• দূষণে নাজেহাল বানতলা তথ্যপ্রযুক্তি পার্ক

• গঙ্গাপাড়ের সুরক্ষা: রক্ষীদের দিবানিদ্রা দেখে ক্ষুব্ধ পুরকর্তা

• সুজয়, অপর্ণা না অভীক, সত্যান্বেষী কার হাতে


হাতের সাজ। শনিবার, নিউ মার্কেটে। ছবি: বিশ্বনাথ বণিক

• ন্যায্য মূল্যের দোকান থেকে ওষুধ কেনা নিয়ে তরজা


• ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু শিক্ষকের: উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। ১ জুন, শুক্রবার, রাতের ঘটনা। মৃতের নাম অরিন্দম চক্রবর্তী (৫৮)। বাড়ি টালিগঞ্জের হরিদেবপুরে। তিনি দমদম কিশোর ভারতী স্কুলের শিক্ষক ছিলেন। পুলিশ ও স্কুল সূত্রে খবর, ২৪ মে ৩০ জনের একটি দলের সঙ্গে অরিন্দমবাবু পিন্ডারি হিমবাহ অভিযানে রওনা দেন। শুক্রবার রাতে ক্যাম্পের কাছে আচমকা খাদে পড়ে যান তিনি। স্কুলের প্রাক্তন ছাত্রেরা জানান, অরিন্দমবাবু দীর্ঘ দিন পর্বতারোহণ ও ট্রেকিংয়ের সঙ্গে যুক্ত। প্রতি বছর পাহাড়ে যেতেন তিনি। স্কুলে এনসিসি প্রশিক্ষণেরও দায়িত্বে ছিলেন। ঘটনার খবর পেয়ে স্কুলের দুই শিক্ষক অরিন্দমবাবুর স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে উত্তরাখণ্ড রওনা দেন। রবিবার রাতে বিমানে তাঁর দেহ কলকাতায় আনার কথা। সোমবার অরিন্দমবাবুর শেষকৃত্য হবে বলে সূত্রের খবর।

• মাধ্যমিকে হয়নি, উচ্চ মাধ্যমিকে ‘পারল’ কলকাতা

• ইকো-পার্ক কার ভাবনা, মুগ্ধ প্রশ্ন সাহেবদের

• ইঁদুরের হানায় বিপন্ন ঢাকুরিয়া উড়ালপুল

• নিজের বাড়িতে শ্বাসরোধ হয়ে মৃত্যু শিক্ষকের

• যাদবপুরে নতুন চার ডিন: প্রায় দু’বছর শূন্য থাকার পরে ৭ জুন, বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার নতুন ডিনেরা দায়িত্ব নিয়েছেন। ডিন বাছাইয়ের সার্চ কমিটির গঠন, কমিটির সুপারিশ ইত্যাদি নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। বিতর্ক মিটিয়ে সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতেই বিভিন্ন শাখায় ডিন বেছে নেওয়া হয়েছে বলে রাজ্যের উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর। রসায়নের শিক্ষক সুব্রত মুখোপাধ্যায় বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক শিবাজি বন্দ্যোপাধ্যায় ইঞ্জিনিয়ারিং, অর্থনীতির শিক্ষক রজত আচার্য কলা এবং স্কুল অফ ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক আশিস মজুমদার ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ, ল অ্যান্ড ম্যানেজমেন্ট শাখার ডিনের দায়িত্ব পেয়েছেন। বাম আমলে বিভিন্ন শাখায় ডিন নির্বাচিত হতেন। তৃণমূল ক্ষমতায় আসার পরে বিশ্ববিদ্যালয়গুলির আইন বদলে ঠিক হয়, ডিন মনোনীত হবেন সার্চ কমিটি মারফত।

স্কুলপড়ুয়াদের আঁকা ১৫ দিন ব্যাপী ছবির
প্রদর্শনী শহরের বিভিন্ন মেট্রো স্টেশনে।
• লাল-হলুদে ফিরে এলেন অভ্র

• গ্রিন পুলিশ আর নয় রাতের কিয়স্কে

• আরও দু’কোটি: টাকা নেই। নতুন মরসুমের দল গড়তে যখন রীতিমতো জেরবার মোহনবাগান, তখন পরিত্রাতার ভূমিকায় সভাপতি টুটু বসু। দল করার জন্য আগেই এক কোটি টাকা দিয়েছিলেন। এ বার আরও দু’কোটি টাকা জোগাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। যদি জোগাড় করে দিতে না পারেন, তা হলে নিজেই সেই টাকা দেবেন বলে জানালেন টুটুবাবু। শনিবার বাগান সচিব অঞ্জন মিত্রকে চিঠিতে সে কথাই জানিয়েছেন তিনি। টাকার সমস্যার জন্য অবশ্য স্নেহাশিসকে ছেড়ে দিতে পারে মোহনবাগান। ইস্টবেঙ্গলে মননদীপ সিংহের ভবিষ্যৎ নিয়েও ঘোর অনিশ্চয়তা। শোনা যাচ্ছে, ক্লাবের নিষেধাজ্ঞা সত্ত্বেও বাড়ি ফিরে লুকিয়ে গোড়ালিতে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। যা শুনে রীতিমতো ক্ষুব্ধ লাল-হলুদ কর্তারা।

• পুর-বাজারের জীর্ণদশায় আতঙ্কিত পুরকর্তারাই

• ছুটির দিনের শহরে বর্ষার আগমন

• জ্বরের প্রকোপ, মশা নিধনে কোমর বাঁধছে পুরসভা

• পোলিও-যুদ্ধে সাফল্য এল ‘বিরূপ’ বরোয়

• কাজের সুযোগ নেই, ফের ইস্তফা প্রেসিডেন্সিতে

• কেন এসেছিস, কান্নায় ভেঙে বান্ধবীকে বললেন সারদা-কর্তা

• কবির বিজ্ঞান-দর্শন চর্চার কেন্দ্র: রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞানমনস্কতা ও তাঁর বৈজ্ঞানিক দর্শন বিষয়ে গবেষণার জন্য একটি কেন্দ্র গড়া হচ্ছে কলকাতায়। সেন্টার ফর ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড ফিলজফি (সিএনএসপি) এবং বোস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে টেগোর সেন্টার অফ ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড ফিলজফি নামে ওই কেন্দ্র গড়ে তোলা হবে। রাজ্যপাল ১৯ জুন বোস ইনস্টিটিউটে এই কেন্দ্রের শিলান্যাস করবেন বলে সিএনএসপি-র চেয়ারম্যান, বিজ্ঞানী বিকাশ সিংহ মঙ্গলবার জানান। তাঁর দাবি, এমন কেন্দ্র এ দেশে কার্যত নজিরবিহীন। ১৯৩৭-এ রবীন্দ্রনাথের লেখা বিশ্বপরিচয় গ্রন্থটির অনুবাদ এবং সেটির পরিবর্ধনই হবে এই কেন্দ্রের প্রথম কাজ। পরিবর্ধন মানে? বিকাশবাবু বলেন, “বিশ্বপরিচয় লেখার পরেও বিজ্ঞানে যে-সব কাজ হয়েছে, বইটিতে তা সংযোজনের কথা ভাবা হয়েছে। বিশ্বভারতীর সহায়তায় কেন্দ্রের কাজ এগোবে।” তবে দরবার করা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের তরফে কোনও অনুদান মেলেনি বলে আক্ষেপ করেন এই বিজ্ঞানী। তিনি বলেন, “সরকারি সাহায্যের বিষয়টি বারবার লাল ফিতের ফাঁসে বারবার আটকে যাচ্ছে। তাই বিদেশি সহায়তা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করার কথা ভাবা হয়েছে।”

• স্মৃতি এবং সত্তা নিয়ে ঋতু-সন্ধ্যা

• এক ঢিলে দুই পাখি মেরে বেপাত্তা এক ‘নটবরলাল’

• জালিয়াতি কবুল, ধৃত জিপিও-র অফিসার

• ‘ইস্টবেঙ্গলকে আমি আরও উপরে নিয়ে যেতে চাই’: কোচ ফালোপা

দিন্দা-পার্থর দাপটে এ বার লিগ চ্যাম্পিয়ন কালীঘাট: অশোক দিন্দার দুর্দান্ত বোলিং। পার্থসারথি ভট্টাচার্য-র দাপুটে ৯২। এবং বৃষ্টি-বিঘ্নিত ফাইনালে টস অ্যাজভান্টেজ পেয়ে যাওয়া। এই তিন ‘ফ্যাক্টরে’ ইস্টবেঙ্গলকে মোটামুটি উড়িয়ে দিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল কালীঘাট। জিতল সাত উইকেটে। লিগ ফাইনাল ৯০ ওভারের জায়গায় কমে এসে দাঁড়িয়েছিল ৫৪ ওভারের। সেখানে প্রথমে ব্যাট করে ইস্টবেঙ্গল তোলে ২০৭-৯। অরিন্দম দাস (৫৩) ও ঋতম পোড়েল (৪০) মোটামুটি রান পান। কিন্তু দিন্দার আগুনে বোলিংয়ে সব মোটামুটি ওলটপালট হয়ে যায়। ৭৬ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন জাতীয় দলের পেসার। ইস্টবেঙ্গলও দু’শোর গণ্ডি পেরোয় কোনও রকমে। যা হাতে প্রায় ১১ ওভার রেখে পেরিয়ে যায় কালীঘাট। পার্থ ৯২ করে অপরাজিত থেকে যান। সায়নশেখর মন্ডল করেন ৪৪ ও অলকেন্দু লাহিড়ি ৪২। কালীঘাট কোচ উদয়ভানু বন্দ্যোপাধ্যায় বলছিলেন, “আমরা টস জেতায় বিরাট সুবিধা পেয়ে গিয়েছিলাম। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জেতাটা একটা বিরাট অ্যাডভান্টেজ।” সঙ্গে যোগ করলেন, “তার উপর দিন্দা ও রকম বল করে দেওয়ায় আমাদের কাজটা আরও সহজ হয়ে যায়। পার্থও দুর্দান্ত ব্যাট করেছে।”

• ডিসচার্জ নোটে ‘ভুল’ করে ক্যানসার লিখল হাসপাতাল

• প্রয়াত সঙ্গীতশিল্পী অজিত পাণ্ডে: প্রয়াত হলেন সঙ্গীতশিল্পী এবং প্রাক্তন বিধায়ক অজিত পাণ্ডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে বাড়িতেই তাঁর মৃত্যু হয় বলে তাঁর পরিবারের তরফে জানা গিয়েছে। জীবনের বেশির ভাগ সময়েই তিনি গণসঙ্গীত গেয়েছেন। ‘ওই চাষনালার খনিতে মরদ আমার ডুইবা গেল রে’ তাঁর জনপ্রিয় গানগুলির একটি। ছাত্রজীবন থেকেই কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত তিনি। বৌবাজার থেকে সিপিএমের হয়ে নির্বাচনে জয়লাভ করেন তিনি। পরে অবশ্য প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে আসেন। গান গাওয়াকে তিনি কখনও অর্থমূল্যে বিচার করেননি। তাঁর গান নিয়ে বলা হত, ‘টাকা নেই ফান্ডে আছেন অজিত পান্ডে’। অর্থাৎ যে সব ক্লাবগুলির টাকা নেই, সেখানেও গান গাইতে রাজি তিনি। তিনি দেহদান করেছেন। আজ, শুক্রবার তাঁর মরদেহ প্রথমে বিধানসভায়, তার পর সিপিআইএম রাজ্য দফতরে, তাঁর বাড়ি ঘুরে এনআরএসে নিয়ে যাওয়া হবে বলে তাঁর পরিবার সূত্রে খবর।

• অজিত নেই, বিষাদ ডিসেরগড়ে

• খুচরোর বদলে কুপন মিলছে বাসে

• বিদেশি মই কিনছে দমকল

• অটোয় চেপে বিশ্ব ঘুরে শিক্ষার প্রসারে ওঁরা: পথচলতি ভিড়ে ফাঁকা অটো দেখে অনেকেই হাত দেখিয়েছিলেন। চালকের আসনে সাহেবকে দেখে মনে হয়েছিল কোনও সিনেমার শু্যটিং হচ্ছে বুঝি। কিন্তু ক্যামেরা তো নেই। তা হলে? অটোয় চেপে বিশ্বের নানা প্রান্তে ঘুরছেন দুই ব্রিটিশ যুবক রিচার্ড সিয়ার্স ও নিক গফ। কয়েকমাস আগে লন্ডন থেকে যাত্রা শুরু তাঁদের। উদ্দেশ্য, বিভিন্ন দেশে পিছিয়ে পড়া মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো। আফ্রিকার নানা দেশ হয়ে পৌঁছন মুম্বইয়ে। সেখান থেকে অটোয় উদয়পুর, যোধপুর, জয়পুর, আগরা, লখনউ, গোরক্ষপুর হয়ে নেপাল। সম্প্রতি কলকাতায় আসেন তাঁরা। শহরের নানা প্রান্তে ঘোরার পরে অটোটিকে পাঠিয়েছেন পরবর্তী গন্তব্য মালয়েশিয়ায়। এই দীর্ঘ পথে অভিজ্ঞতাও কম হয়নি তাঁদের। রবার্টরা জানাচ্ছেন, উগান্ডায় বুনো হাতির ধাক্কায় প্রায় উল্টে গিয়েছিল তে-চাকার যানটি। এমনই হামলার মুখে পড়তে হয় বোৎসওয়ানাতেও। আফ্রিকায় রবার্টদের বেকায়দায় ফেলে কাদা। তানজানিয়ায় কাদা-বালি ঠেলে পাড়ি দিতে হয়েছে তাঁদের। রোয়ান্ডায় দেখা পেয়েছেন গণহত্যার সাক্ষী দু’জনের। পিছিয়ে পড়া মানুষদের নিয়ে যে সব সংগঠন কাজ করে, তাঁদের আর্থিক সাহায্যের ব্যবস্থাও করেন এঁরা। দিল্লির একটি যৌনপল্লীতে ও মুম্বইয়ের বস্তিতে মেয়েদের নিয়ে কাজ করা দু’টি সংগঠনকে সাহায্যের জন্য বেছেছেন তাঁরা।


নারী-নিগ্রহের বিরুদ্ধে পদযাত্রা। যাদবপুর
বিশ্ববিদ্যালয় থেকে ট্রায়াঙ্গুলার পার্ক পর্যন্ত।

প্রতিবাদ...পায়ে পায়ে। আন্তর্জাতিক শিশুশ্রম
বিরোধী দিবসে রানি রাসমণি অ্যাভিনিউয়ে।"

• যুবভারতীতেও দেখা যেতে পারে ম্যাচ


• ‘অখাদ্য’ বর্জন করে কোমর বাঁধলেন রোগীরা

• জোড়া নিরাপত্তায় মোড়া হবে কালীঘাট মন্দির

• তিন নাবালিকার ‘যৌন নিগ্রহ’, ধৃত প্রধান শিক্ষক

• কলকাতায় পেট্রোলের দাম বাড়ল ২.৫০ টাকা: আবার দাম বাড়ল পেট্রোলের। চলতি মাসে দ্বিতীয় বার। এ বার লিটারে ২ টাকা দাম বাড়ানোর কথা জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল। ফলে কর যোগ করে কলকাতায় দাম বাড়ল ২.৫০ টাকা। দাঁড়াল লিটার পিছু ৭৩.৭৯ টাকায়। মধ্যরাত্রি থেকেই তা কার্যকর হয়েছে। ইন্ডিয়ান অয়েলের দাবি, শেষ বার পেট্রোলের দাম বাড়ানোর পর থেকে ডলারের তুলনায় টাকার দাম পড়েছে অনেকটাই। আর এই পতনের জেরে বেড়েছে দেশে তেল আমদানির খরচ। পাশাপাশি, বিশ্ব বাজারে অশোধিত তেলের দামও বেড়েছে গত কয়েক দিনে। সেই কারণেই পেট্রোলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। যদিও, এ দিন ডিজেলের দাম বাড়ায়নি তারা। এর আগে চলতি বছরে মোট পাঁচ বার এই দাম বাড়িয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ভর্তুকিতে ডিজেল বিক্রির ক্ষতির অঙ্ক যত দিন না-মেটে তত দিন এই দাম বাড়াতে এর আগেই সায় দিয়েছে কেন্দ্র। ইন্ডিয়ান অয়েলের দাবি, টাকার দামের টানা পতন তাদের ক্ষতিকে আরও বাড়িয়েছে। যে কারণে এখন লিটার পিছু ক্ষতির অঙ্ক ৪.৮৭ টাকা থেকে বেড়ে হয়েছে ৬.৩১ টাকা। আগামী দিনেও টাকার দর এবং বিশ্ব বাজারে তেলের দামের উপর নজর রাখা হবে। সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তারা।

• অ্যান্টনি পেরিরাকে তুলে নিয়ে চমক মোহনবাগানের

• টেসি-র দৌলতে সন্তান পেলেন পুরুষাঙ্গহীনও

• রক্তদানে ভাটা ভোটের টানে, অমিল এ-পজিটিভ

• মাদকবিরোধী প্রচার: মাদকবিরোধী প্রচারে শনিবার শহরের নানা প্রান্তে পাঁচটি ক্যাম্প খুলল কলকাতা পুলিশ। লালবাজারের কর্তারা জানান, উত্তরের মসজিদবাড়ি স্ট্রিট, পূর্বে বেলেঘাটা মেন রোড, বন্দরের একবালপুরের জ্ঞান ঘোষ পলিটেকলিক কলেজ, দক্ষিণে কালীঘাট রোড ও দক্ষিণ-পশ্চিম ডিভিশনের ঠাকুরপুকুরের সৃজনী পার্কে ক্যাম্পগুলি খোলা হয়েছে। ছিলেন ডিসিডিডি (স্পেশ্যাল) সন্তোষ পাণ্ডে ও সংশ্লিষ্ট ডিভিশনের ডিসি-সহ পদস্থ কর্তারা। পুলিশ জানায়, এ মাসের ২৬ তারিখ মাদকবিরোধী দিবস। তাই এই প্রচার।

• ‘বন্ধু’র হাতে দুধ খাওয়ার অপেক্ষায় থাকে কুকুরছানারা

• কম দামে জমি পাওয়ানোর টোপ, ২ কোটির প্রতারণা

• পবনহংসই ছোট বিমান চালাবে কোচবিহার রুটে


• নর্দমা সাফাইয়ের শিশু শ্রমিক:
জীবনের ঝুঁকি নিয়ে এ ভাবেই এক শিশু শ্রমিককে নামানো হল নর্দমা সাফাইয়ের কাজে। ঘটনাস্থল বেহালায় পুরসভার অফিসের কাছেই ১৩০ নম্বর ওয়ার্ড। এ কাজ অবৈধ। কিন্তু ঘটনাটি ‘জানা নেই’ কারওরই। অন্তত তেমনটাই দাবি স্থানীয় কাউন্সিলর থেকে মেয়র, সকলের। কাউন্সিলর অভিজিৎ মুখোপাধ্যায়ের তাৎক্ষনিক প্রতিক্রিয়া, “কাজটা আমি করছি না। হয়তো বরো চেয়ারম্যান করছেন।” শিশু শ্রমিককে কাজে লাগানোর প্রশ্নে জবাব, “তাই নাকি! এটা তো বেআইনি। কালই খবর নিচ্ছি।” ১৪ নম্বর বরোর চেয়ারম্যান, তৃণমূলের মানিক চট্টোপাধ্যায় বলেন, “সম্ভবত পূর্ত দফতর ওই নর্দমা সারাচ্ছিল। কাজটা বেআইনি হয়েছে। খোঁজ নেব।” নিকাশি দফতরের মেয়র পারিষদ রাজীব দেবও বলেন, “পুরসভা করলেও এটা অন্যায়। ওই জায়গাটা মেয়র ভাল বলতে পারবেন।” আর খোদ মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্য, “কে কোথায় শিশু শ্রমিককে দিয়ে বেআইনি ভাবে কাজ করাচ্ছে, তা সব সময় জানা সম্ভব নয়। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।”

• শহরে এ বার বাঙালি খানার থালি রেস্তোরাঁ

• ক্যানসারের লক্ষণ চিনতে নয়া যন্ত্র শহরে: শরীরে ক্যানসারের সামান্য লক্ষণ দেখা দিলে ‘পেট-সিটি’ মেশিন তা জানিয়ে দেবে। এই মেশিন সাধারণ সিটি মেশিনের তুলনায় স্পষ্ট ও নির্দিষ্ট তথ্য দেবে বলে দাবি করা হচ্ছে। সোমবার বাইপাসের এক হাসপাতালে মেশিনটি-র উদ্বোধন করেন রাজ্যপাল এম কে নারায়ণন। তিনি বলেন, “বহু মানুষ ক্যানসারের শিকার। শরীরে ছড়িয়ে পড়ার আগে রোগ সম্পর্কে জানতে পারলে ও সঠিক চিকিৎসা শুরু হলে রোগীকে বাঁচানো সম্ভব। আশা করি এই মেশিন সেই কাজে সাহায্য করবে।” হাসপাতালের সিইও রূপালি বসু জানিয়েছেন, শুধু ক্যানসার নির্ণয় নয়। শরীরে এই মারণ রোগ কতটা ছড়িয়ে পড়েছে, কেমোথেরাপি-র মতো চিকিৎসা সে ক্ষেত্রে কতটা কার্যকর হবে সবই বলবে এই মেশিন। খরচ পড়বে ১৭ হাজার থেকে ২১ হাজার টাকা।

• কামদুনির জেদকেই প্রেরণা করে পথে নামতে প্রয়াসী বিশিষ্ট মহল

• মহাকরণের অলিন্দেই প্রতিবাদে মহিলা কর্মীরা

• দুর্ঘটনায় মৃত্যু জাতীয় সাইক্লিস্ট কোচ রুমার

• সারদা মামলা: সিবিআই তদন্ত আপাতত নয়, নির্দেশ হাইকোর্টের

• বিজ্ঞানসাধক রবীন্দ্রনাথের খোঁজে নতুন কেন্দ্র শহরে

• শহরে ষাঁড় নিয়ে মিছিলের ডাক: খাস কলকাতা শহরে খুন, অপহরণ, ধর্ষণের সংখ্যা বেড়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) তথ্য তেমনই বলছে। কিন্তু তাতে উদ্বিগ্ন হওয়ার পরিবর্তে মুখ্যমন্ত্রী প্রতিবাদীদের আক্রমণ করছেন, মাওবাদী তকমা দিচ্ছেন! এর প্রতিবাদে আগামী ২৯ জুন শহরের রাজপথে ষাঁড় নিয়ে অভিনব মিছিলের ডাক দিল ফরওয়ার্ড ব্লকের যুব লিগ! সংগঠনের তরফে অনির্বাণ চৌধুরী, সুদীপ বন্দ্যোপাধ্যায়েরা বুধবার বলেছেন, “মুখ্যমন্ত্রীর লাল-আতঙ্ক হয়েছে! তাই আমরা এমন প্রাণীকে নিয়ে আসব, যার লাল দেখলে আতঙ্ক হয়! পুলিশের কাছ থেকে এমন মিছিলের অনুমতি নেওয়ার প্রশ্নই ওঠে না।”


শেষ বিকেলের আলো। নিউ টাউনে।
নিজস্ব চিত্র
 
 


 

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

 
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.