বর্ধমান |
তিন মাস বেতন নেই,
ক্ষুব্ধ কলসেন্টার কর্মীরা |
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: তিন মাস ধরে বেতন পাচ্ছেন না রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার কল সেন্টারের পাঁচটি জোনের প্রায় ১৭০০ কর্মী। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষের অদূরদর্শিতা ও অধস্তন আধিকারিকদের পেশাদারিত্বের অভাবে এই সমস্যা দেখা দিয়েছে। সম্প্রতি সংস্থার বর্ধমান-বীরভূম জোনাল ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন তাঁরা। স্মারকলিপি পাঠানো হয়েছে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যানের কাছেও। |
|
রাজ কলেজে মনোনয়ন তুললেন না বামপন্থীরা |
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: ‘নিরাপত্তার অভাবে’ মনোনয়ন তুললেন না বর্ধমান রাজ কলেজের বামপন্থী শিক্ষক ও শিক্ষাকর্মীরা। শুক্রবার ছিল মনোনয়ন তোলার শেষ দিন। কলেজের বামপন্থী সংগঠন পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষা কর্মী সংসদের দুই স্থানীয় নেতা বুদ্ধদেব মণ্ডল ও নিখিল রঞ্জন সরকার বলেন, “প্রতিবারই অধ্যক্ষের দফতর থেকে এই নির্বাচনের মনোনয়নপত্র দেওয়া হয়। কিন্তু এ বছর অধ্যক্ষ আচমকা কলেজের বিবিএ বিভাগ থেকে মনোনয়ন নিতে নির্দেশ দেন। |
|
|
আমন্ত্রণ নেই উৎসবে, ক্ষুব্ধ সিপিএম |
|
আসানসোল-দুর্গাপুর |
পরিত্যক্ত কুয়োয় সার-বীজের
প্যাকেট, বিক্ষোভ পঞ্চায়েতে |
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: একটি পরিত্যক্ত কুয়ো সংস্কারের সময় সার, কীটনাশক ও শস্যবীজের বেশ কয়েকটি প্যাকেট পাওয়াকে কেন্দ্র করে শুক্রবার চাপান-উতোর তৈরি হল দুর্গাপুরের জেমুয়া গ্রামে। পঞ্চায়েত অফিসের ঠিক পাশেই রয়েছে ওই কুয়ো। পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছে সিপিএম। স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের অভিযোগ, চাষিদের জন্য পাঠানো এই সব সামগ্রী প্রাপকদের কাছে পৌঁছে না দিয়ে পাচারের ছক কষেছেন সিপিএমের লোকজন। তৃণমূলের নেতৃত্বে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। |
|
কিষাণ মান্ডি কোথায় হল, প্রশ্ন সূর্যকান্তের |
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: নতুন সরকার চাষিদের জন্য ১৯ মাসে কিছুই করেনি বলে অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। শুক্রবার পানাগড়ে কৃষকসভার বর্ধমান জেলা সম্মেলন উপলক্ষে আয়োজিত জনসভায় কৃষি থেকে শিল্প, সব ব্যাপারেই রাজ্য সরকারের নীতির সমালোচনা করেন তিনি। তাঁর বক্তব্য, “খাদ্যের ব্যাপারে রাজ্য স্বয়ম্ভর হয়ে উঠেছিল। কিন্তু নতুন সরকার যে ভাবে এগোচ্ছে তাতে অচিরেই হয়তো আমাদের সেই জায়গা হারাতে হবে।” শুক্রবার থেকে শুরু হল কৃষকসভার এই সম্মেলন। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এ দিন প্রকাশ্য সমাবেশে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সূর্যকান্তবাবু। |
|
|
|
ফেলুদা, ব্যোমকেশকে
টেক্কা কাকাবাবুর |
|
কারচুপির নালিশ স্কুল ভোটে,
সভা বয়কট বামেদের |
|
|
টুকরো খবর |
|
|
|
চিত্র সংবাদ |
|
|