বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অয়োজিত পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে টাই ভেঙে৩-১ গোলে রবীন্দ্রভারতীকে হারাল কলকাতা। এ দিন নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য। এর জেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল রবীন্দ্রভারতী। এ দিন কলকাতার গোলকিপার লালকার্ড দেখেন। অন্য দিকে, ম্যাচ জিতেও রবীন্দ্রভারতীর পাঁচ ফুটবলারকে দিয়ে অবৈধভাবে খেলানোর অভিযোগ করেছে কলকাতা। আজ, শনিবার কলকাতা খেলবে মনিপুরের সঙ্গে। প্রথম ম্যাচে ১৬-১ গোলে বস্তার বিশ্ববিদ্যালয়কে হারিয়েছিল কলকাতা। পরের ম্যাচে তারা ৬-১ গোলে হারায় মিথিলাকে। মনিপুরের সঙ্গে ম্যাচে জিতলে তারা শেষ ১৬তে উঠবে। বর্ধমানের টিম ম্যানেজার রঘুনাথ ঘোষ জানান, শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং ও ওড়িশার র্যাভেনশা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ম্যাচে যে জয়ী হবে, তার সঙ্গেই বর্ধমান খেলবে রবিবার।
|
জামগ্রাম বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত ক্রিকেটে শুক্রবার জিত আসানসোল স্পোর্টিং ক্লাব। তারা জামগ্রাম শিবতলা মাঠে পাঁচগাছিয়া পূর্বী একাদশকে ৪৫ রানে হারায়। প্রথমে ব্যাট করে আসানসোল এসসি ৯ উইকেটে ১২৫ রান করে। পাঁচগাছিয়া ৯ উইকেটে ৮০ রানের বেশি তুলতে পারেনি। এ দিনের সেরা বিজয়ী দলের রাজা সিংহ।
|
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা ও মহীশিলা অরবিন্দ সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় বিজয়ী হল ধেনুয়া আদিবাসী মিলন সঙ্ঘ। মহীশিলা অরবিন্দ সঙ্ঘ মাঠে নবঘণ্টি এস একে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়।
|
মহকুমা ক্রীড়া সংস্থা ও অরবিন্দ সঙ্ঘ আয়োজিত বিএল অগ্রবাল স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় বিজয়ী হল বড়থল আদিবাসী কৃষক সঙ্ঘ। তারা মহিশীলা স্কুল মাঠের খেলায় আদিবাসী বিবি গাঁওতাকে ২-১ গোলে হারায়।
|
জেলা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত নক আউট ফুটবলে চ্যাম্পিয়ন হল কেন্দা উচ্চবিদ্যালয়। কেন্দা মাঠে তারা আদিবাসী সঙ্ঘকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য। |