খনি থেকে জল বের করে উৎপাদনের দাবিতে ইসিএলের সাতগ্রাম, কুনস্তরিয়া, বাঁকোলা এবং শ্রীপুর এরিয়া কার্যালয়ে বিক্ষোভ দেখালেন এইচআমএস। তাঁদের অভিযোগ, ইসিএলের সাতগ্রাম, শ্রীপুর ও বিভিন্ন এরিয়ায় ভূগর্ভে জল বের না করেখনিগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। অবিলম্বে সেগুলি থেকে জল বের করে উৎপাদন চালু করতে হবে। নবম জাতীয় কয়লা বেতন চুক্তি অনুযায়ী শ্রমিকেরা চিকিৎসাভাতা পাচ্ছেন না। তাঁদের আরও দাবি, ঠিকা শ্রমিকদের স্থায়ী কর্মীদের সমান বেতন-সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে। ইসিএলের সদর কর্তৃপক্ষ জানান, বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে।
|
প্রতারণায় দোষী সাব্যস্ত চিত্তরঞ্জনের কস্তুরবা গাঁধী হাসপাতালের অফিসার সুপারিন্টেন্ডেন্ট (ওএস) বলরাম মাজিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিল সিবিআইয়ের বিশেষ আদালত। এ ছাড়াও তাঁর ২০০০ টাকা জরিমানাও করা হয়। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ওই আদালতের বিচারক অজয়কুমার দাসের এজলাসে এই ঘোষণা করা হয়। ১৯৯৬ সালে ওই হাসপাতালে ডিভিশনাল মেডিক্যাল অফিসার সন্ন্যাসী নস্কর সিবিআইয়ের কাছে অভিযোগ করেছিলেন, ১৯৯৩-৯৪ আর্থিক বর্ষে তাঁর স্বাক্ষর জাল করে বহু নকল বিল জমা দিয়ে টাকা তুলে নিয়েছেন হাসপাতালের ওএস বলরামবাবু। অভিযোগ পাওয়ার পর সিবিআই দু’জনের বিরুদ্ধেই মামলা দায়ের করে। বৃহস্পতিবার সন্ন্যাসীবাবুকে বেকসুর খালাস করে দেয় আদালত। এই মামলার সরকারি আইনজীবী আশিস মুখোপাধ্যায় জানান, কর্মরত অবস্থায় বলরামবাবু ১৯৯২ থেকে ’৯৫ সাল পর্যন্ত কুড়ি লক্ষেরও বেশি টাকার ভুয়ো ওষুধের বিল জমা করে টাকা তুলেছেন।
|
বধূ নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল জামুড়িয়া থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম ধর্মেন্দ্র ভুঁইয়া। তাঁর স্ত্রী কুসুমদেবী পুলিশের কাছে অভিযোগ করেন, ২০০৯ সালে তাঁর সঙ্গে ধর্মেন্দ্রের বিয়ে হয়। মাস খানেক আগে তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ দিনই, অন্য একটি বধূ নির্যাতনের অভিযোগে বিহারের সমাস্তিপুর থেকে এক বধূর শাশুড়িকে গ্রেফতার করেছে কুলটি থানার পুলিশ। ধৃতের নাম লীলাবতী দেবী। কুলটির বড়িরাগ্রামের বাসিন্দা মধুরবি দাস লিখিত অভিযোগে পুলিশকে জানান, ২০১০ সালে তাঁর সঙ্গে বিনোদ দাসের বিয়ে হয়। মাস তিনেক আগে তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
|
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে প্রাক্তন মন্ত্রী বামফ্রন্টের আনিসুর রহমানের মন্তব্যের প্রতিবাদে মিছিল হল জামুড়িয়ায়। জামুড়িয়া ব্লক ২ যুব তৃণমূল সভাপতি গোপীনাথ পাত্রের নেতৃত্বে এ দিন একটি বিরাট মিছিল কেন্দা থেকে চিঁচুড়িয়া মোড় পর্যন্ত পরিক্রমা করে। |