স্কুলের পরিচালন সমিতির ভোটে কারচুপির অভিযোগ তুলে আসানসোল পুরসভার বোর্ড সভা বয়কট করলেন বামফ্রন্ট কাউন্সিলরেরা। শুক্রবার বোর্ড সভায় থাকলেন শুধুমাত্র কংগ্রেস এবং তৃণমূলের কাউন্সিলররাই। সিপিএমের বোর্ড সভা বয়কটকে জনবিরোধী বলে মন্তব্য করেছেন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার দুপুর থেকেই আসানসোল পুরসভার সামনে বিক্ষোভে বসেন বামফ্রন্টের কুড়ি জন কাউন্সিলর। তাঁদের অভিযোগ, গত ২৩ ডিসেম্বর আসানসোলের ডামড়ায় একটি উচ্চ মাধ্যমিক স্কুলের পরিচালন সমিতির ভোটে কারচুপি হয়েছে। পুরসভার বিরোধী নেতা তথা প্রাক্তন মেয়র সিপিএমের তাপস রায়ের অভিযোগ, “কারচুপির ঘটনায় নেতৃত্ব দিয়েছেন পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি। আমরা তাঁর বিরুদ্ধে প্রতীকি প্রতিবাদ জানাতে বোর্ড সভা বয়কট করেছি।” তাপসবাবুর দাবি, পুরসভার বাইরে ও ভিতরে চেয়ারম্যানের নিরপেক্ষ ভূমিকা থাকা উচিত। কিন্তু জিতেন্দ্রবাবু তা না করে একটি রাজনৈতিক দলের হয়ে সরাসরি মাঠে নেমে পড়েছিলেন। তাপসবাবুর বক্তব্য, “আমরা মনে করি, তিনি বোর্ড সভার মধ্যেও নিরপেক্ষ থাকতে পারবেন না। তাই এক দিনের প্রতীকি প্রতিবাদ জানাচ্ছি।” স্কুল ভোটের সঙ্গে পুরসভার কোনও সম্পর্ক নেই। তা হলে বোর্ড সভায় এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনায় তাঁরা যোগ দিলেন না কেন, সে প্রশ্নে তাপসবাবুর জবাব, “ওয়ার্ডের বাসিন্দাদের নিয়েই আমরা প্রতিবাদে নেমেছি।” |
এ দিন দুপুরের বিক্ষোভে জড়ো হয়েছিলেন ডামড়া-সহ আশপাশের এলাকার মানুষজন। দুপুর আড়াইটে নাগাদ পুরসভায় যান চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি। বিকেল ৪টে নাগাদ কংগ্রেস এবং তৃণমূলের কাউন্সিলদের নিয়েই বোর্ড সভা শুরু করেন জিতেন্দ্রবাবু। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে সিপিএম বিধায়ক আনিসুর রহমানের বক্তব্যের বিরুদ্ধে ও ডামড়ায় পন্ডিত রঘুনাথ মুর্মুর আবক্ষ মূর্তিতে কাদা লেপার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনেন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়।
বামফ্রন্ট কাউন্সিলরদের বোর্ড সভা বয়কট প্রসঙ্গে মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওদের অভিযোগের বিষয়ের সঙ্গে পুরসভার কোনও সম্পর্ক নেই। বোর্ড সভায় এলাকার সমস্যা নিয়ে আলোচনা না করে ওরা আখেরে বাসিন্দাদের সঙ্গেই প্রতারণা করলেন।” যাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে বামেরা এ দিন সভা বয়কট করে, সেই চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারির পাল্টা দাবি, “দরকার হলে ওরা আমার বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতেই পারতেন। আসলে, সিপিএম নেতা আনিসুর রহমানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হবে জেনেই ওঁরা কৌশলে বোর্ড সভায় এলেন না।” |