‘নিরাপত্তার অভাবে’ মনোনয়ন তুললেন না বর্ধমান রাজ কলেজের বামপন্থী শিক্ষক ও শিক্ষাকর্মীরা। শুক্রবার ছিল মনোনয়ন তোলার শেষ দিন। কলেজের বামপন্থী সংগঠন পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষা কর্মী সংসদের দুই স্থানীয় নেতা বুদ্ধদেব মণ্ডল ও নিখিল রঞ্জন সরকার বলেন, “প্রতিবারই অধ্যক্ষের দফতর থেকে এই নির্বাচনের মনোনয়নপত্র দেওয়া হয়। কিন্তু এ বছর অধ্যক্ষ আচমকা কলেজের বিবিএ বিভাগ থেকে মনোনয়ন নিতে নির্দেশ দেন। আমাদের মনোনয়ন তুলতে বাধা দেওয়ার উদ্দেশ্যে এ দিন ওই বিভাগের সামনে অনেক বহিরাগত জমা হয়েছিলেন। নিরাপত্তার অভাব বোধ করায় আমরা মনোনয়ন তুলিনি।” তিনি জানান, ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন তাঁরা। |
তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষক ও কর্মচারী সমিতির দুই নেতা তারকেশ্বর মণ্ডল ও দিলীপ মুখোপাধ্যায়ের অবশ্য দাবি, “বামপন্থীরা প্রার্থী জোগাড় করতে পারবেন না বলেই মিথ্যা অভিযোগ করছেন। কলেজের ভিতর কোনও বহিরাগত ছিলেন না। আমরা মোট পাঁচটি আসনে মনোনয়ন তুলেছি, কাল তা জমা দেব।”
কলেজের অধ্যক্ষ সুভাষচন্দ্র নন্দী জানান, অধ্যক্ষের ঘরে মনোনয়ন পত্র দেওয়ার সময়ে চিৎকার চেঁচামেচি হয়। সব কাজ বন্ধ হয়ে যায়। তাই আমি বিবিএ বিভাগ থেকে মনোনয়নপত্র নেওয়ার নির্দেশ দিই। এ নিয়ে গোলমাল এড়াতে পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়। বহিরাগতদের ঢুকতে দেওয়া হয়নি।” |