বর্ধমান |
টেস্টে অনুত্তীর্ণ হয়ে ঘেরাও শিক্ষিকাদের |
|
নিজস্ব সংবাদদাতা, কালনা: মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছিল ২৭ জন ছাত্রী। পাশ করানোর দাবিতে প্রায় সাড়ে চার ঘণ্টা স্কুলের শিক্ষিকাদের ঘেরাও করে বিক্ষোভ দেখাল সেই ছাত্রীদের একাংশ, তাদের বাড়ির লোকজন ও স্থানীয় কিছু বাসিন্দা। বুধবার ঘটনাটি ঘটেছে কালনার কৃষ্ণদেবপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। বিকেলে শিক্ষিকারা পরিচালন সমিতির সম্পাদকের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেন, অকৃতকার্য ছাত্রীদেরও মাধ্যমিক পরীক্ষায় বসানোর ব্যবস্থা করা হবে। |
|
দু’টি বাসের মুখোমুখি ধাক্কায় জখম ৬০ যাত্রী |
নিজস্ব সংবাদদাতা, মঙ্গলকোট: বাসস্টপে দাঁড়িয়েছিল যাত্রিবাহী বাস। তাকে পাশ কাটিয়ে যেতে চাওয়া একটি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগল উল্টো দিক থেকে আসা অপর একটি বাসের। বুধবার সকালে মঙ্গলকোটের বুঁইচিতে এই দুর্ঘটনায় জখম হন মোট ৬০ জন যাত্রী। তাঁদের মধ্যে ৪৮ জনকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। |
|
|
কিশোরীকে খুনে ধৃত পড়শি যুবক |
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
অসীম বহিরাগত,
সংগঠন ‘অবৈধ’,
বলল জয় বালাজি |
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: আইএনটিটিইউসি-র বর্ধমান জেলা নেতৃত্ব দায় ঝেড়ে ফেলতেই বিক্ষোভের পুরোভাগে থাকা নেতা অসীম প্রামাণিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করল দুর্গাপুরে জয় বালাজির ইস্পাত কারখানা।
সোমবার রাতেই পুলিশের কাছে অসীমবাবুর বিরুদ্ধে কারখানায় অশান্তি সৃষ্টি ও হুমকির অভিযোগ দায়ের করা হয়েছিল। বুধবার থেকে তাঁর সংগঠনটিকেও ‘অবৈধ’ ঘোষণা করলেন কারখানা কর্তৃপক্ষ। কারখানার ভাইস প্রেসিডেন্ট নিরঞ্জন গৌরীসারিয়া বলেন, “অসীমবাবু যে সংগঠনের নামে শ্রমিক আন্দোলন পরিচালনা করতেন, সেটিকে আমরা অবৈধ ঘোষণা করেছি। এখন থেকে উনি বহিরাগত হিসাবে গণ্য হবেন।” |
|
ভাড়া নিয়ে বিবাদে চালক ও খালাসি প্রহৃত, অবরোধ |
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: ভাড়া নিয়ে বিবাদকে কেন্দ্র করে এক যাত্রীর হাতে প্রহৃত হলেন মিনিবাসের চালক ও খালাসি। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ আসানসোলের বি এন আর বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে। প্রতিবাদে রাস্তা অবরোধ ও বাসের চাকা জ্যাম করে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল পরিচালিত মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন। পরে পুলিশের হস্তক্ষেপে দুপুর দেড়টা নাগাদ অবরোধ ওঠে। |
|
|
|
তৃণমূলের
অফিস ভাঙচুর |
|
টুকরো খবর |
|
|
|
|