খেলার টুকরো খবর

সোনা-রুপো আনল রমেশ
রমেশ মুন্ডা। —নিজস্ব চিত্র।
প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয় সমূহের রাজ্যস্তরের শীতকালীন বার্ষিক ক্রীড়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ছেলেদের বিভাগের একশো মিটার দৌড়ে সোনা জিতেছে মেমারি ১ ব্লকের কলনব গ্রাম নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র রমেশ মুন্ডা। শুধু তাই নয়, যুবভারতী ক্রীড়াঙ্গণে আয়োজিত ওই প্রতিযোগিতায় দু’শো মিটার দৌড় ও চারশো মিটার রিলে দৌড়েও রুপো জিতেছে খেতমজুর পরিবারের এগারো বছরের রমেশ। স্কুলের প্রধান শিক্ষক তরুণ সামন্ত বলেন, “রমেশের সাফল্যে আমরা গর্বিত। ভবিষ্যতে যাতে সে এ ভাবে আমাদের আরও গর্বিত করতে পারে, সে দিকে নজর রাখতে হবে।” একটি খামারের ছিটেবেড়ার ঘরে বাস রমেশের পরিবারের। দরিদ্র পরিবারের এই বালক বলে, “আমার দৌড়তে খুব ভাল লাগে। আরও অনেক প্রতিযোগিতায় দৌড়ে সোনা-রুপো জিততে চাই।”

বর্ধমানের ১৪ পদক
ষষ্ঠ আন্তঃজেলা স্কুল ও কলেজ কিক বক্সিং প্রতিযোগিতায় ১৪টি পদক পেয়েছে বর্ধমান। মাত্র ১৫ জনের দল যুবভারতীতে পাঠিয়ে এই সাফল্য মিলেছে বলে দাবি জেলা কিক বক্সিং অ্যাসোসিয়েশনের। দলের সদস্য রোহিত মুদি, আউভি রাজ, ঈশিকা রাজ, অমিত শর্মা, সোমন কুমার ও রঞ্জিত সিংহ সোনা জিতেছে। দলের কোচ সুধাময় পাঠক বলেন, “দলের বেশ কয়েক জন বক্সার অসুস্থতার কারণে যেতে পারেনি। তা না হলে আমরা আরও বেশি পদক জিততাম।”

জয়ী জিবিএফসি
সুপার ডিভিশন ফুটবল চলছে দুর্গাপুরের ভগৎ সিংহ ক্রীড়াঙ্গনে। বুধবার তোলা নিজস্ব চিত্র।
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন সুপার লিগ ফুটবলে বুধবার জয়ী হল জিবিএফসি। তারা ২-০ গোলে সুভাষচন্দ্র বয়েজ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হল। সুপার লিগের তিনটি ম্যাচেই তারা জয় পেয়েছে। তাছাড়া লিগের কোনও ম্যাচেই তারা হারেনি।

দ্বিতীয় ডিভিশন লিগ
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন সুপার লিগ ফুটবলের বুধবার অআকখ মাঠে হোস্টেল এসি ২-১ গোলে ডায়মন্ড ক্লাবকে হারায়।

কাজোড়ার জয়
বক্তারনগর এফএ আয়োজিত ক্রিকেটে বুধবার জয়ী হল কাজোড়া সিসি। তারা ৫৩ রানে হারায় চকরামবাটি কোলিয়ারিকে।

চুরুলিয়ার হার
রবিন কাজি স্মৃতি সংহতি ক্রিকেটে বুধবার হিজলগড়া যুব একাদশ চুরুলিয়া ক্রিকেট ক্লাবকে ৬১ রানে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.