৬ বন্য, বুনো, জঙ্গলপূর্ণ।
৭ যে দাঁত ওঠা মানে বুদ্ধি পরিণত হওয়া।
৯ জনসাধারণের নির্দেশ।
১০ পালন করা হয়েছে এমন, পদবি।
১১ গভীর বা দুর্গম বন।
১২ ক্লান্ত, নিবৃত্ত।
১৩ মৌখিক।
১৪ যে বিশ্বখ্যাত নারীর ছবির
নকল আবিষ্কৃত হয়েছে।
১৬ দুর্ভাগ্য, মন্দভাগ্য।
১৮ লিখতে হবে এমন।
২০ ‘—জাগাও গগনে।/কে আছ
জাগিয়া পুরবে চাহিয়া’, আনন্দরব।
২১ অনেক পত্নীবিশিষ্ট।
২৩ সম্পূর্ণ নষ্ট বা পণ্ড।
২৫ নখের পরিচর্যা, নখ রং করা।
২৭ সপ্তচ্ছদ, ছাতিমগাছ।
২৯ আলো-বাতাসের জন্য
যা খুলে রাখা দরকার।
৩১ পট্টন, প্রচলিত অর্থে ভিত্তি বা নির্মাণ।
৩২ ‘আজি—এর হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী’।
৩৪ উপস্থিতি।
৩৫ পুনর্বারও, উপরন্তু।
৩৬ আত্মসম্মান রক্ষায় রাজপুত
রমণীদের মৃত্যুবরণ।
৩৭ অগস্ত্যমুনি বা সুরা। |
|
১ কথোপকথন।
২ আইনসম্মত নয়।
৩ জাতের ভেদাভেদ।
৪ প্রখ্যাত সাহিত্যিক বা ভাষাবিদ, ‘দেশবিদেশে’ ও ‘চাচাকাহিনির’ স্রষ্টা।
৫ বিদেশি মহিলা।
৬ জনসংখ্যার হিসাব নথিভুক্ত করা।
৮ বেহায়া, লজ্জাহীন।
১৫ গুজরাতের যেখানে ‘ন্যানো’
কারখানা পুনর্নির্মিত হয়েছে।
১৬ কংসের যে অনুচরকে শ্রীকৃষ্ণ
বিনাশ বা নিধন করেছিলেন।
১৭ শক্তির বৃদ্ধি।
১৯ থাক, বন্দুক।
২০ প্রবল বৃষ্টিপাত।
২২ কাঁঠাল।
২৪ ‘বইল প্রাণে—আগুন-জ্বালা’।
২৬ রত্নের হার।
২৮ ঠেকালেই লোহা সোনা হয়।
৩০ আফগানিস্তানের মৌলবাদী এক দল।
৩১ হার, পরাভব।
৩২ ডান, দক্ষিণ।
৩৩ এটা জ্বালা মানে ব্যবসা লাটে ওঠা। |