|
|
|
|
তৃণমূলের অফিস ভাঙচুর |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে পতাকায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল আসানসোলের দামড়া এলাকায়। বুধবারের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, সিপিএম ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এ কাজ করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বুধবার দামড়া এলাকায় গিয়ে দেখা গিয়েছে, কয়েকশো তৃণমূল সদস্য-সমর্থকের ভিড়। উত্তেজনা থামাতে মোতায়েন রয়েছে পুলিশ। বাসিন্দাদের দাবি, এ দিন সকালে তাঁরা লক্ষ করেন, তৃণমূল কার্যালয়ের দরজা খোলা। কয়েকটি চেয়ার, টেবিল ভেঙে পড়ে রয়েছে। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে দলের কাগজপত্রও। দলের কয়েকটি পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আদিবাসী বিদ্বজন পণ্ডিত রঘুনাথ মুর্মুর আবক্ষ মূর্তিতে মাটি লেপে দেওয়া হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। |
|
তছনছের পরে। —নিজস্ব চিত্র। |
ঘটনাটির পিছনে সিপিএম ও বিজেপি জড়িত বলে অভিযোগ তুলেছে তৃণমূল। দামড়া এলাকার তৃণমূল নেতা তথা আসানসোল পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, “সিপিএম ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। ওদের মানুষ বিশ্বাস করছে না। তাই এলাকায় অস্থিরতা তৈরি করতে চাইছে ওরা।” তিনি পুলিশের কাছে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানান। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। দলের আসানসোল জোনাল কমিটির সম্পাদক পার্থ মুখোপাধ্যায় পাল্টা দাবি করেন, নিজেদের মধ্যে দলাদলির জন্যই এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল। পার্থবাবু বলেন, “আমরাও চাই পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। ধরুক আসল দোষীকে। তবেই বোঝা যাবে কারা জড়িত।” অভিযোগ অস্বীকার করেন বিজেপি নেতারাও। |
|
|
|
|
|