ভাড়া নিয়ে বিবাদে চালক ও খালাসি প্রহৃত, অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ভাড়া নিয়ে বিবাদকে কেন্দ্র করে এক যাত্রীর হাতে প্রহৃত হলেন মিনিবাসের চালক ও খালাসি। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ আসানসোলের বি এন আর বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে। প্রতিবাদে রাস্তা অবরোধ ও বাসের চাকা জ্যাম করে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল পরিচালিত মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন। পরে পুলিশের হস্তক্ষেপে দুপুর দেড়টা নাগাদ অবরোধ ওঠে। |
|
অবরোধে আটকে যানবাহন। বুধবারের নিজস্ব চিত্র। |
রানিগঞ্জ থেকে বার্নপুরগামী একটি মিনিবাসের চালক পরিতোষ পাল পুলিশের কাছে অভিযোগে জানান, এক বাসযাত্রীর সঙ্গে বাসের কন্ডাক্টরের ভাড়া নিয়ে বিবাদ বাধে। বাসচালকের আরও অভিযোগ, পেশায় আসানসোল আদালতের আইনজীবী ওই যাত্রী কন্ডাক্টরকে প্রথমে ধাক্কা দেন। পরে বাসের খালাসি এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই বাস থামিয়ে চালক ওই যাত্রীকে নিরস্ত করতে যান। কিন্তু চালকের অভিযোগ, ওই যাত্রী তাঁকেও মারধর করেন। বাস নিয়ে গন্তব্যে পৌঁছে পরিতোষবাবু বিষয়টি তৃণমূল পরিচালিত মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের নেতাদের জানান। সব কিছু শোনার পরে আসানসোলের সিটি বাসস্ট্যান্ড সংলগ্ন জি টি রোড অবরোধ করেন সংগঠনের নেতারা। নেতৃত্ব দেন তৃণমূল পরিচালিত মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক সম্পাদক রাজু অহলুওয়ালিয়া।
আচমকা এই অবরোধের জেরে সমস্যায় পড়েন কয়েক হাজার বাসযাত্রী। বহু দূরপাল্লার বাস দাঁড়িয়ে পড়ে। আটকে পড়ে স্কুলবাসগুলিও। ট্রেন ধরতে যাওয়ার জন্য যাত্রীদের হেঁটেই স্টেশনের দিকে রওনা দিতে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রায় দু’ঘণ্টা পরে অবরোধ ওঠে। দুপুর সওয়া ১টা নাগাদ ঘটনাস্থলে যান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল) অজয় প্রসাদ। তাঁর কাছে তৃণমূল নেতা রাজুবাবুর অভিযোগ, “এখানে আইনশৃঙ্খলা বলে কিছুই নেই। যারা যখন ইচ্ছে এসে বাসকর্মীদের মারধর করছে। দোষীকে গ্রেফতার করা না হলে অবরোধ চলবে।” এসিপি (সেন্ট্রাল) অজয়বাবু জানান, প্রহৃতদের অভিযোগ করতে বলা হয়েছে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। তবে রাজুবাবুর বক্তব্য, “যাত্রীদের সমস্যার কথা ভেবেই বিক্ষোভ তোলা হয়েছে। দোষী ধরা না পড়লে আবার পথে নামব।” |
|