উত্তরবঙ্গ |
২১শে আইন অমান্য,
ঘোষণা মৌসম নুরের |
নিজস্ব সংবাদদাতা, মালদহ: রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি, নারী নির্যাতন বৃদ্ধির অভিযোগ ও দুবরাজপুর-তেহট্টে পুলিশের গুলি চালানোর প্রতিবাদে প্রদেশ যুব কংগ্রেস ২১ নভেম্বর আইন অমান্যের ডাক দিল। শুক্রবার দুপুরে মালদহে দলীয় অফিসে সাংবাদিক বৈঠকে ডেকে প্রদেশ যুব কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নুর ওই আন্দোলনের কথা ঘোষণা করেন। তিনি বলেন, “২১ নভেম্বর কলকাতার মেট্রো চ্যানেলের সামনে প্রদেশ যুব কংগ্রেস আইন অমান্য করবে। সরকার মেট্রো চ্যানেলের সামনে আইন অমান্যের অনুমতি দেয়নি। অনুমতি দিলে ভাল। |
|
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: নিউজার্সির আদালতে ইন্দ্রাশিসকে মারধরের অভিযোগের পক্ষে কোনও প্রমাণ দাখিল করতে পারল না চাইল্ড প্রোটেকশন টিম। প্যান্সিপ্যানি শহরে চাকরিরত বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ার, বালুরঘাটের বাসিন্দা দেবাশিস সাহা ও স্ত্রী পামেলা দেবীর বিরুদ্ধে তাদের এক বছরের ছেলে ইন্দ্রাশিস ওরফে তোজোর প্রতি অযন্ত এবং মারধরের অভিযোগ তোলে চাইল্ড প্রোটেকশন টিম। তোজোকে হেফাজতে নিয়ে তারা দেবাশিসবাবুদের বিরুদ্ধে সেখানকার আদালতে মামলা দায়ের করে। বাড়িতে খাট থেকে পড়ে তোজো জখম হয় বলে এটি নিছক দুর্ঘটনা দাবি করে দেবাশিসবাবু আদালতের দ্বারস্থ হন। বৃহস্পতিবার মামলাটির শুনানির দিন ছিল। |
তোজো-মামলায়
সময় দিল আদালত |
|
জেলা কংগ্রেস সভাপতির গাড়িতে দুষ্কৃতীদের তাণ্ডব,
ভাঙচুর-হুমকি-ছিনতাইয়ের মামলা |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
পুরসভার ভূমিকায় অসন্তুষ্ট প্রবীণ নেতারা,
অবৈধ কাজ বন্ধে গড়িমসি
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়িতে অবৈধ নির্মাণ রুখতে পুর কর্তৃপক্ষ কোনও ‘দৃষ্টান্তমূলক’
ব্যবস্থা নিতে না-পারায় অসন্তোষ প্রকাশ করলেন শহরের প্রথম সারির প্রবীণ নেতাদের অনেকেই।
যাঁদের মধ্যে রয়েছেন উত্তরবঙ্গের অন্যতম প্রবীণ কংগ্রেস নেতা প্রশান্ত নন্দী, তৃণমূল কংগ্রেসের
প্রতুল চক্রবর্তী ও সিপিএমের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন পুর চেয়ারম্যান স্বপন সরকার। |
|
ফের মৃত্যু ঢেকলাপাড়ায় |
|
গৌতমের দরবারে
বৃদ্ধের হামলা |
পোপের দূত পাহাড়ে,
উৎসবে উষ্ণ শৈল-শহর |
|
টুকরো খবর |
সংস্কৃতি যেখানে যেমন |
|
চিত্র সংবাদ |
|
|