শৈল শহর দার্জিলিং তিনদিন কাটাল ডায়োসেসের সুবর্ণজয়ন্তী উৎসবে। ভ্যাটিকান সিটির কোনও প্রতিনিধি এই প্রথম পা রাখলেন পাহাড়ে সেন্ট যোসেফ স্কুল চত্বরে অয়োজিত ওই উৎসবের সূত্রে। উৎসবের সাফল্য কামনা করে ভ্যাটিকান সিটি থেকে বার্তা পাঠিয়েছেন স্বয়ং পোপ। তাও পড়ে শোনালেন ভারত নেপালের ভ্যাটিকান দূত সালভাটোর পেন্নাচ্চিও। শীতের শুরুতে তাই উচ্ছ্বাসের উষ্ণতা ছুঁয়ে গেল পাহাড়ের কোল। শুক্রবার শেষ হল তিনদিনের ওই উৎসব। সুবর্ণজয়ন্তী উৎসব শুরু হওয়ার কথা ছিল অগস্টে। দার্জিলিং পাহাড়ে ডায়োসেসের যাত্রা শুরু হয় ১৯৬২ সালের ৮ অগস্ট। তাই অগস্ট মাসকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু বৃষ্টি এবং অন্য কিছু কারণে অনুষ্ঠানের আয়োজন সম্ভব হয়নি। ডায়োসিসান ভিসার জেনারেল ফাদার ফেলিক্স ব্যারেটো বলেন, “পরে ‘খৃষ্ট মহোৎসব’ পালন করার উদ্যোগ নেওয়া হয়। সেটাই হল ১৪-১৬ নভেম্বর।” দেরিতে হলেও আকর্ষণ এতটুকু কমেনি। উল্টে বাসিন্দারা উচ্ছ্বাসে ভেসেছেন ভ্যাটিকান থেকে পাঠানো ষোড়শ পোপ বেনেডিক্টের পাঠানো শুভেচ্ছা বার্তা শুনে। উৎসবের শুরু থেকে পাল্টে যায় পাহাড়ের ছবি। রাজনৈতিক সমস্ত চাপানউতোর মুছে বাসিন্দাদের বেঁধে দেয় ডায়োসেসের সুবর্ণজয়ন্তী উৎসবের আবহ। উৎসবে যোগ দিয়েছেন ভারত নেপালের ভ্যাটিকান দূত সালভাটোর পেন্নাচ্চিও, সুইৎজারল্যান্ডের সেন্ট মাওরিস অ্যাবের জোসেপ রোডিট। তবে শুধু উচ্ছ্বাস নয়। উৎসবে উঠে এসেছে পাহাড়ে শিক্ষা সম্প্রসারণের নানা দিক। রোমান ক্যাথলিক চার্চের উদ্যোগে পাহাড়ে কেমন করে ইংরেজি শিক্ষার সম্প্রসারণ শুরু হয়। কেমন করে গড়ে উঠেছে বিভিন্ন স্কুল অতীতের বিভিন্ন তথ্য উঠে আসে আলোচকদের বক্তব্যে। সুবর্ণজয়ন্তী উৎসব মঞ্চ থেকে শোনা গেল রোমান ক্যাথলিক চার্চের উদ্যোগে আগামী অর্ধশতকে স্বাস্থ্য সহ বিভিন্ন সামাজিক দিকে কাজ শুরু হবে। ফেলিক্স ব্যারেটো জানান, পাহাড়ে ইংরেজি শিক্ষা সম্প্রসারণে রোমান ক্যাথলিক চার্চের অধীন দার্জিলিং ডায়াসেসের ভূমিকা রয়েছে। পাহাড়ে ১৪০টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল গড়ে উঠেছে। এ দিকে দার্জিলিংয়ের সিঙ্গামারি নর্থ পয়েন্ট স্কুল মাঠে যিশু খ্রিষ্টের মহোৎসবের সূচনা হয় আজ। |