সংস্কৃতি যেখানে যেমন

চলচ্চিত্র উৎসব হল বালুরঘাটে
বালুরঘাট সিনে অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি এবং দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে সম্প্রতি স্থানীয় রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল দু’দিনের আন্তর্জাতিক সমাজ সংযোগ চলচ্চিত্র উৎসব। সেখানে পাঁচটি ছবি দেখানো হয়। উদ্বোধক ছিলেন মৃণাল চক্রবর্তী। ছিলেন সিনে অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটির সভাপতি দেবব্রত ঘোষ, মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক দীপক কেরকেট্টা, লেখক দুর্গাপ্রসাদ মুখোপাধ্যায়। সঞ্চালক ছিলেন সঞ্জয় কর্মকার ও সুচেতনা বন্দ্যোপাধ্যায়। সাসাইটির সম্পাদক তুহিনশুভ্র মণ্ডল জানান, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে শিশু চলচ্চিত্র উৎসব আয়োজনের চিন্তাভাবনা আছে।

সুধীন দাশগুপ্তের জন্মদিন উদযাপন
সুরকার সুধীন দাশগুপ্তের ৮৩তম জন্মদিন পালিত হল ৯ অক্টোবর শিলিগুড়ির শকুন্তলা ভবনে। সঙ্গীত পরিবেশন করেন দেবস্মিতা ঘোষ, পাঞ্চালী চক্রবর্তী, বাসু ভট্টাচার্য, অভ্রাংশ সরকার, শ্রেয়া আইচ, অরুণাঞ্জলি ভট্টাচার্য, তনুস্মিতা ঘোষ, সেজুতি সেন, অপরাজিতা চন্দ, প্রতীক্ষা ঘোষ, সাধক রায়, বিপ্লব পাল, নিখিলরঞ্জন সরকার প্রমুখ।

অঙ্কুর-এর ২৫ বছর
বালুরঘাটে অঙ্কুর সঙ্গীতশিক্ষা সদনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান সম্প্রতি হল রবীন্দ্র ভবনে। স্থানীয় বিশিষ্ট শিল্পী প্রণব মুখোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয়। ছিল কবিগুরুর অভিসার কবিতা অবলম্বনে নৃত্যনাট্য বাসবদত্তা।

প্রফেসর শঙ্কুর পঞ্চাশ বছর পূর্তি
জলপাইগুড়ির ঝাকুয়াপাড়া আমবাগান সাহিত্যসভার উদ্যোগে সম্প্রতি সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি প্রফেসর শঙ্কুর আবির্ভাবের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান হল। সাহিত্যসভার সদস্যরা শঙ্কুকে নিয়ে স্বরচিত ছড়া শোনান। এ ছাড়াও ছিল গল্প পাঠের আসর। সেখানে তাঁরা কয়েকটি শঙ্কু কাহিনি পাঠ করে শোনান। ছিল শঙ্কুকে নিয়ে ছবির প্রদর্শনীও।

গান নিয়ে গবেষণা
১৩ নভেম্বর জলপাইগুড়ির যুবমঞ্চ পূজা-প্রাঙ্গণে প্রকাশিত হল আধুনিক বাংলা গানের অ্যালবাম ‘মুখ বৃষ্টি ও গল্প’। রাজেশ সরকারের কথা ও সুরে ৯টি গান গান সৌরভ হোমরায়, সৌরভ রায়, শমীক কুণ্ডু ও সুরকার নিজেই।


শিলিগুড়ি হাকিমপাড়ার নৃত্য ছন্দমের বার্ষিক অনুষ্ঠান হল গত ১০ নভেম্বর।
দীনবন্ধু মঞ্চে ওই অনুষ্ঠানে ‘নীলকমল-লালকমল’ নাটক পরিবেশিত হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.