মগজাস্ত্রের জোরেই
ফের বিশ্বজয় পঙ্কজের
|
|
মনোজ কোঠারি: শনিবার ভরদুপুর। ঘুমে চোখের পাতা জুড়িয়ে এসেছে। ঠিক তখনই মোবাইলটা বেজে উঠল। দেখলাম, বিদেশের নম্বর। ও পার থেকে কাঁপা কাঁপা গলায় একটা ছেলে বলে উঠল, ‘দাদা কেমন আছেন? খুব ব্যস্ত?’ তখনও বুঝতে পারিনি পঙ্কজ আডবাণীর ফোন। ‘চিনতে পারছেন? আমি পঙ্কজ।’ এখন...পঙ্কজ...কী ব্যাপার? কোনও সমস্যা-টমস্যা হল না তো! ‘দাদা আমার জ্বর এসেছে। |
|
‘মায়ের জন্মদিনে আমার উপহার’ |
সংবাদসংস্থা, লন্ডন: মা তুঝে সালাম। সাগরপারে বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে হাড্ডাহাড্ডি লড়ে চ্যাম্পিয়ন হওয়ার পর সবার আগে মা-র কথাই মনে পড়ছে পঙ্কজ আডবাণীর।
বাড়িতে মা এবং দাদাই অনুপ্রেরণা। রবিবার ছিল সেই মায়ের জন্মদিন। আর চ্যাম্পিয়ন হয়ে উঠে তাই পঙ্কজ বলছেন, “মায়ের জন্মদিনে বিশ্ব সেরা হওয়ার মজাই আলাদা। এই খেতাব তাঁকেই উৎসর্গ করছি। জন্মদিনে মাকে আমার উপহার।” মায়ের সঙ্গে সঙ্গে দাদা শ্রী আদবানিও সাতাশ বছরের পঙ্কজের জীবনে একটা বড় ভূমিকা নিয়েছেন। |
|
|
অভিজিতের দু’হাতেই লক্ষ্মীলাভ ইস্টবেঙ্গলের |
|
রতন চক্রবর্তী, কলকাতা: অভিজিৎ মণ্ডলের দু’টো হাত ছুঁয়ে দেখার ইচ্ছে ছিল জেমস মোগা, জেজেদের। সেই ইচ্ছে অপূর্ণ রেখেই পুণে ফিরে যেতে হচ্ছে তাঁদের। কারণ, যাঁর ‘অবাক হাত’ ধরে হারের ‘দুঃখ’ ভুলতে চেয়েছিল ডেরেক পেরিরার দল, সেই লাল-হলুদ গোলকিপার বাঁ হাতের চোট নিয়ে ততক্ষণে ব্যান্ডেজ বেঁধে ড্রেসিংরুমে বরফ ঘষছেন।
এডে চিডির ডান পায়ের দুর্দান্ত প্লেসিং গোলে ইস্টবেঙ্গলের লক্ষ্মীলাভ। |
|
সৌরভ রাজনীতিতে আসুক,
ক্রীড়ামন্ত্রী হোক |
|
ব্যাটিং নিয়ে ইংল্যান্ড
শিবিরে মান-অভিমান,
ভারতে ‘লড়াই’ |
|
|
|
|
রঙিন বলে দিন-রাতের টেস্টে
এ বার আইসিসির সিলমোহর |
তিন সপ্তাহ ছিটকে যাওয়ার
আশঙ্কা অভিজিতের |
|
নিজেকে ভবিষ্যৎদ্রষ্টা মনে হচ্ছে |
|
টুকরো খবর |
|
|