টুকরো খবর |
সোনার বুট পেলেন মেসি
নিজস্ব প্রতিবেদন |
|
পুরস্কার নিয়ে মেসি। ছবি: রয়টার্স |
গত মরসুমে লা লিগায় ৫০ গোল করার পুরস্কার হিসেবে সোনার বুট পেলেন লিওনেল মেসি। ইউরোপীয় স্পোর্টস মিডিয়ার দেওয়া এই পুরস্কার ’০৯-১০ মরসুমেও পান মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও দু’বার সোনার বুট পেয়েছেন। বর্তমানে খেলার মধ্যে থাকা মেসি, রোনাল্ডো এবং ফোরলানের সুযোগ রয়েছে তৃতীয় বারের জন্য এই পুরস্কার জেতার। ১৯৬৭-৬৮ থেকে চালু হওয়া এই পুরস্কার প্রথম পান পর্তুগিজ তারকা ইউসেবিও। তিনি পরে আরও এক বার জেতেন। এ দিন মেসির হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন স্পেনীয় প্লে-মেকার লুইস সুয়ারেজ।
|
গড়াপেটা ফাঁসের হুমকি আসিফের
সংবাদসংস্থা • লাহৌর |
ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত মহম্মদ আসিফ এ বার পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটার কথা ভাবছেন। আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁর বিরুদ্ধে অবিচার করেছেন এই অভিযোগ করে পাক পেসার বোমা ফাটিয়েছেন, খুব তাড়াতাড়িই তিনি গড়াপেটা নিয়ে বই লিখবেন। যেখানে অনেক সত্যিই তিনি ফাঁস করবেন। আসিফ আরও বলেছেন, “আমি যে নির্দোষ, সেটা বোঝানোর কোনও সুযোগ পাইনি।”
|
সচিনের সম্মানের সমর্থনে গিলক্রিস্ট
সংবাদসংস্থা • মুম্বই |
শেষ পর্যন্ত এক অস্ট্রেলীয় সচিন তেন্ডুলকরকে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সরকারি পুরস্কার ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ দেওয়ার স্বপক্ষে বললেন। প্রাক্তন অস্ট্রেলীয় উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট বলছেন, “সচিনের এটাই কৃতিত্ব যে, ও ভারত আর অস্ট্রেলিয়া দু’টো দেশেই তুমুল জনপ্রিয়। দু’টো ভিন্ন দেশের জনগণের মনের ভেতর ওর বিশাল ভাবমূর্তি।” তিনি আরও বলেছেন, “আমি সচিনকে ‘ওয়েলকাম টু দ্য ক্লাব’ মেসেজ পাঠিয়ে দ্রুত পাল্টা এসএমএস পেয়ে উত্তেজিত হয়ে পড়েছিলাম।”
|
নেট বোলারেই বিপাকে সহবাগ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ইংল্যান্ড সিরিজ শুরুর প্রাক্কালে গৌতম গম্ভীর দাবি করেছেন, তাঁর আর বীরেন্দ্র সহবাগের ওপেনিং জুটিই এখনও ভারতের সেরা। গম্ভীরের ওপেনিং পার্টনারের শরীরী ভাষা অন্য কথা বলছে। দিল্লি রঞ্জি দলের নেটে নেমে সহবাগ প্র্যাক্টিস বোলারদের সামলাতেই হিমশিম খেলেন। নেহরা-ইশান্তদের বলে তো অনেক বার আউট হলেনই, এমনকী কয়েকজন অজানা বোলারও সহবাগের স্টাম্প ছিটকে দেন। সহবাগের শেষ টেস্ট সেঞ্চুরি ২০১০ নভেম্বরে। আমদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই মোতেরাতেই এ বার প্রথম টেস্ট।
|
রঞ্জিতে ইডেনে সাবা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজস্থানের বিরুদ্ধে বাংলার প্রথম রঞ্জি ট্রফির ম্যাচে ইডেনে হাজির থাকছেন পূর্বাঞ্চল নির্বাচক সাবা করিম। আগামী ৫ নভেম্বর ইংল্যান্ড টেস্টের জন্য ভারতের দল নির্বাচন। বাংলার ক্রিকেটারদের মধ্যে অশোক দিন্দার টেস্ট দলে থাকার ভাল সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে, দিন্দার বোলিং দেখতেই ইডেনে আসছেন সাবা।
|
প্রাথমিক দলেই নেই ভরত
সংবাদসংস্থা • পাতিয়ালা |
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৩৩ জনের প্রাথমিক ভারতীয় হকি দলেও স্থান হল না অলিম্পিক অধিনায়ক ভরত ছেত্রীর। বাংলার গোলকিপারের নেতৃত্বে ভারত এ বছর লন্ডনে একটি ম্যাচও জেতেনি। ভারতের অস্ট্রেলীয় কোচ মাইকেল নবস পাতিয়ালা সাইয়ে তিন দিনের ট্রায়ালের পরে ৩৩ জনকে বেছেছেন। অলিম্পিক-লজ্জা থেকে ভারত উঠে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে মেলবোর্নে ১-৯ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এ ছাড়া নভেম্বরে পারথে ল্যাঙ্কো সুপার সিরিজ এবং ডিসেম্বরে দোহায় এশীয় কাপও খেলবে ভারত।
|
রিয়ালের পাঁচে রোনাল্ডোর দুই
সংবাদসংস্থা • মাদ্রিদ |
লা লিগায় রবিবার রাতে মায়োরকাকে ৫-০ হারাল রিয়াল মাদ্রিদ। জোড়া গোল রোনাল্ডো এবং ছাড়া ইগুয়াইনের। পঞ্চম গোলটি করেন হোসে কাইয়েহোন। এই জয়ের পরেও শীর্ষে থাকা বার্সেলোনার থেকে আট পয়েন্ট পিছিয়ে লিগ তালিকায় চারে রিয়াল। তবে মেসিদের চাপে রাখছে আতলেতিকো মাদ্রিদ। রবিবার তারা ওসাসুনাকে ৩-১ হারিয়ে বার্সার সঙ্গে একই পয়েন্টে। ন’ম্যাচে ২৫ পয়েন্ট। তিনে রয়েছে মালাগা।
|
রেফারির বিরুদ্ধে অভিযোগ চেলসির
সংবাদসংস্থা • লন্ডন |
রবিবারের চেলসি-ম্যান ইউ ম্যাচের রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গের বিরুদ্ধে চেলসির সরকারি অভিযোগ, নাইজেরীয় জন ওবি মিকেলের বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক কথা বলেছেন তিনি। সেই সঙ্গে চেলসির তিন স্পেনীয় ফুটবলারের এক জনকে গালগালও করেছেন। রেফারির সিদ্ধান্ত নিয়ে সরব কোচ দি’মাত্তিও। তোরেসকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো এবং চিচারিতোর জয়ের গোল অফসাইড থেকে হওয়া সত্ত্বেও গোল দেওয়ার জন্যই ক্ষোভ।
|
র্যান্টিকে দেড়শো গোলাপ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইস্টবেঙ্গল-পুণে এফসি ম্যাচ দেখতে গিয়ে হেনস্থার শিকার হলেন প্রয়াগ ইউনাইটেডের ব্রাজিলীয় ফিজিও গার্সিয়া। অভিযোগ, সোমবার যুবভারতীর গেটে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান কিছু সমর্থক। পুলিশের কাছে গিয়েও লাভ হয়নি। পরে ইস্টবেঙ্গলের কয়েকজন কর্তার সাহায্যে মাঠে ঢোকেন তিনি। এ দিকে, মঙ্গলবারই আই লিগে দেড়শো গোল করার সংবর্ধনা হিসাবে র্যান্টি মার্টিন্সের হাতে ১৫০ গোলাপ তুলে দেবেন কার্লোস হার্নান্ডেজরা। |
|